Ajker Patrika

পীরগাছায় অটোচালক হত্যার ঘটনায় ৩ যুবক কারাগারে

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৫: ১৩
পীরগাছায় অটোচালক হত্যার ঘটনায় ৩ যুবক কারাগারে

রংপুরের পীরগাছায় অটোচালক সাকিব মিয়া হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে পাঁচটি ব্যাটারি উদ্ধার করা হয়েছে।

আজ রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেন পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান। 

এর আগে গতকাল শনিবার ও গত শুক্রবার রংপুরের মিঠাপুকুর উপজেলার বলদি বাতান এলাকা, ঢাকার আশুলিয়া ও ফরিদপুরের ভাঙা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন তারেক মিয়া (২১), মো. শামীম মিয়া (২০) ও মো. শাকিল ইসলাম (২৪)।

সংবাদ বিজ্ঞপ্তিতে ওসি জানান, গত ২৩ আগস্ট অটো নিয়ে বের হন সাকিব মিয়া। ওই দিন থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরদিন সাকিবের বড় ভাই আনোয়ার হোসেন মিঠাপুকুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ওই দিনই পুলিশ উপজেলার ছিড়ারপাড় থেকে ব্যাটারিবিহীন একটি অটো উদ্ধার করে। পরে ১ সেপ্টেম্বর উপজেলার আলাইকুমারী নদী থেকে সাকিবের মরদেহ উদ্ধার করা হয়। তদন্তে পুলিশ ওই তিন ব্যক্তির সম্পৃক্ততার খবর পেয়ে অভিযান চালিয়ে গতকাল পৃথক তিন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করে। পাঁচটি অটোর ব্যাটারিও জব্দ করা হয়। গ্রেপ্তর ব্যক্তিরা সাকিব মিয়াকে হত্যার কথা স্বীকার করেন এবং মরদেহ পীরগাছার লোহার সেতু থেকে ফেলে দেওয়ার কথা জানান।

ওসি মাসুমুর রহমান জানান, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত