Ajker Patrika

পীরগাছায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বৃদ্ধের আত্মহত্যা 

পীরগাছা (রংপুর) প্রতিনিধি
পীরগাছায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে বৃদ্ধের আত্মহত্যা 

রংপুরের পীরগাছায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে পঞ্চাশোর্ধ্ব বয়সের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। পরে তাঁর পরিবারের লোকজন রেললাইন থেকে মরদেহ উদ্ধার করে দ্রুত সৎকার করেছে। পুলিশ বলছে, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে জানিয়েছে তাঁর পরিবার। 

আজ রোববার সকাল সাড়ে ৮টার উপজেলার কৈকুড়ী ইউনিয়নের দিলাল পাড়া রেলগেটে এ ঘটনা ঘটে। 

নিহতের নাম গৌরাঙ্গ (৫২)। তিনি উপজেলার অনন্তরাম কুড়িপাড়া গ্রামের মৃত নারায়ণ চন্দ্রের ছেলে। তাঁর এক ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। 

বোনারপাড়া রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা বলছে, রোববার সকাল সাড়ে ৮টার দিকে লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহারগামী মেইল ট্রেন উপজেলার কৈকুড়ী ইউনিয়নের দিলালপাড়া পৌঁছালে গৌরাঙ্গ চন্দ্র ট্রেনের নিচে ঝাঁপ দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। পরে তাঁর পরিবারের লোকজন রেললাইন থেকে মরদেহ নিয়ে গিয়ে তড়িঘড়ি করে দাহ করেন। পরে বোনারপাড়া রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গেলে, গৌরাঙ্গ মানসিক ভারসাম্যহীন বলে জানায় তাঁর পরিবার। 

এ বিষয়ে জানতে বোনারপাড়া রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) শাহজাহান আলী আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা যাওয়ার আগেই মরদেহ তড়িঘড়ি করে দাহ করে ফেলেছে। এটা মোটেও ঠিক হয়নি। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‎জবি ছাত্রদল নেতা জুবায়েদ হত্যার ঘটনায় তাঁর ছাত্রী সপরিবারে পুলিশ হেফাজতে

৪৯তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ১২১৯

ফরিদপুরে এ কে আজাদের গণসংযোগে হামলা, গাড়ি ভাঙচুর

ভিডিও কলে ‘বিয়ে’: দেশে ফিরে দেখেন আরেকজনের স্ত্রী, অতঃপর কারাগারে

বিরল খনিজ ও তোষামোদের কূটনীতি: পাকিস্তান দেখাল কীভাবে ট্রাম্পের সঙ্গে ‘ডিল’ করতে হয়

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত