ভাটায় ইট পুড়ছে টায়ারের ছাইয়ে
রংপুরের বদরগঞ্জের অধিকাংশ ইটভাটায় কাঁচা ইট পোড়াতে ব্যবহার করা হচ্ছে টায়ারের ছাই, কাঠের গুঁড়া, প্লাস্টিক ও পুরোনো কাপড়ের টুকরো। কয়লার দাম বেশি হওয়ায় সাশ্রয়ের জন্য এসব বিষাক্ত পদার্থ ব্যবহার করা হচ্ছে। এতে ইটভাটার মালিকেরা লাভবান হলেও ক্ষতির মুখে পড়ছে পরিবেশ ও মানুষ।