বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
এক সময় বিজয়া দশমীর দিনে প্রতিমা বিসর্জনকে উপলক্ষ্য করে রংপুরের বদরগঞ্জ পৌর শহরে যমুনেশ্বরী নদীর তীর উৎসবে মেতে উঠতো। সনাতন ধর্মাবলম্বী আর স্থানীয় মুসলমানদের মিলনমেলায় পরিণত হতো নদী তীর। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলত নৌকা বাইচ। নদীর দুই কিনারে গিজ গিজ করতো মানুষ, পা ফেলার জায়গা থাকতো না! আর সন্ধ্যার আগে আশেপাশের এলাকার দুর্গাপ্রতিমা বিসর্জন দেওয়া হতো একই স্থানে। ফলে ওই সময় নানা মণ্ডপ থেকে আসা প্রতিমার সাজসজ্জায় ঝলমল করে উঠতো নদী।
এখন আর সেই দৃশ্য নেই। পানি প্রবাহ কমে যাওয়া, সেই সঙ্গে বালুদস্যুতে দৌরাত্ম্যে যমুনেশ্বরী ভরাট হয়ে এখন প্রায় চড়ে পরিণত হয়েছে। আগের মতো নদীতে মাছ হয় না, ফলে অধিকাংশ জেলে পেশা বদল করেছেন। জেলে নেই, নদীতে নৌকাও আর আগের মতো দেখা যায় না। এ কারণেই প্রায় ১০ বছর ধরে প্রতিমা বির্সজনের দিন নৌকা বাইচ হয় না বলে জানিয়েছে উপজেলা পূজা উদযাপন কমিটি।
বুধবার (৫ অক্টোবর) বিকেল ৩টায় বদরগঞ্জ পৌর শহরের ১০টি মণ্ডপের প্রতিমা বিসর্জনের জন্য এক সঙ্গে নেওয়া হয় যমুনেশ্বরী নদীর তীরে পশু মেলার মাঠে। সেখানে সন্ধ্যা পর্যন্ত ঢাকের বাদ্যে নাচে গানে মেতে ওঠে নারী-পুরুষ। সূর্য ডোবার সঙ্গে সঙ্গেই সিরিয়াল অনুযায়ী একের পর এক প্রতিমা রিকশাভ্যান যোগে যমুনেশ্বরী নদীতে বিসর্জন দেওয়া হয়।
প্রতিমা বিসর্জন দেওয়ার আগেই মেলার মাঠ থেকে বাড়ি ফিরছিলেন আমরুলবাড়ি গ্রামের দুলাল চন্দ্র রায়। এতো আগে কেন ফেরা হচ্ছে জানতে চাইতেই দুলালের কণ্ঠে ঝরল হতাশা। তিনি বলেন, ‘আগে নৌকায় চড়ে আনন্দ উল্লাস করে প্রতিমা বিসর্জন দেওয়া হতো। এখন নদীতে পানি না থাকায় সেই আনন্দ নাই। এ কারণে বিসর্জনের আগেই বাড়ি ফিরছি।’
পৌর প্যানেল মেয়র মানিক চন্দ্র রায় বলেন, ‘আগে প্রতিমা বিসর্জনে নৌকা চালনার প্রতিযোগিতা ছিল। এই প্রতিযোগিতা দেখতে মুসলমান সম্প্রদায়ের লোকজনও পৌর শহরের যমুনেশ্বরী নদীর তীরে আসত। এতে অর্ধলাখ মানুষের সমাগম ঘটতো। কিন্তু এখন নদীতে পানি না থাকায় সেই দৃশ্য নেই।’
যমুনেশ্বরী শুকিয়ে যাওয়ায় একদিকে যেমন নদীর ওপর নির্ভরশীল মানুষেরা পেটের দায়ে পেশা বদল করেছেন। অথবা নতুন পেশায় মানিয়ে নিতে এখনো ধুঁকছেন। সেই সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার আনন্দেও ভাটা পড়েছে। যেমনটি বলছিলেন আমরুলবাড়ির দুলাল চন্দ্রসহ স্থানীয় অনেকেই।
উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি গবিন্দ কুণ্ডু বলেন, ‘আগে নদীতে পানি ছিল প্রচুর। নৌকা ছিল অনেক। পৌর শহরের মণ্ডপগুলোর প্রতিমা ছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে পূজামণ্ডপের প্রতিমা নিয়ে আসা হতো এই যমুনেশ্বরী নদীতে। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলতো নৌকা প্রতিযোগিতা। সূর্য ডোবার পর নৌকা থেকে প্রতিমা বিসর্জন দেওয়া হতো।'
তিনি বলেন, ‘এখন নদী ভরাট হয়ে চর জেগে উঠছে। তেমন পানি নেই নদীতে। অনেক জেলে পেশা ছেড়ে দেওয়ায় আগের মতো নৌকাও নেই। এ কারণে প্রায় ১০ বছর ধরে নৌকা বাইচ হয় না।'
এক সময় বিজয়া দশমীর দিনে প্রতিমা বিসর্জনকে উপলক্ষ্য করে রংপুরের বদরগঞ্জ পৌর শহরে যমুনেশ্বরী নদীর তীর উৎসবে মেতে উঠতো। সনাতন ধর্মাবলম্বী আর স্থানীয় মুসলমানদের মিলনমেলায় পরিণত হতো নদী তীর। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলত নৌকা বাইচ। নদীর দুই কিনারে গিজ গিজ করতো মানুষ, পা ফেলার জায়গা থাকতো না! আর সন্ধ্যার আগে আশেপাশের এলাকার দুর্গাপ্রতিমা বিসর্জন দেওয়া হতো একই স্থানে। ফলে ওই সময় নানা মণ্ডপ থেকে আসা প্রতিমার সাজসজ্জায় ঝলমল করে উঠতো নদী।
এখন আর সেই দৃশ্য নেই। পানি প্রবাহ কমে যাওয়া, সেই সঙ্গে বালুদস্যুতে দৌরাত্ম্যে যমুনেশ্বরী ভরাট হয়ে এখন প্রায় চড়ে পরিণত হয়েছে। আগের মতো নদীতে মাছ হয় না, ফলে অধিকাংশ জেলে পেশা বদল করেছেন। জেলে নেই, নদীতে নৌকাও আর আগের মতো দেখা যায় না। এ কারণেই প্রায় ১০ বছর ধরে প্রতিমা বির্সজনের দিন নৌকা বাইচ হয় না বলে জানিয়েছে উপজেলা পূজা উদযাপন কমিটি।
বুধবার (৫ অক্টোবর) বিকেল ৩টায় বদরগঞ্জ পৌর শহরের ১০টি মণ্ডপের প্রতিমা বিসর্জনের জন্য এক সঙ্গে নেওয়া হয় যমুনেশ্বরী নদীর তীরে পশু মেলার মাঠে। সেখানে সন্ধ্যা পর্যন্ত ঢাকের বাদ্যে নাচে গানে মেতে ওঠে নারী-পুরুষ। সূর্য ডোবার সঙ্গে সঙ্গেই সিরিয়াল অনুযায়ী একের পর এক প্রতিমা রিকশাভ্যান যোগে যমুনেশ্বরী নদীতে বিসর্জন দেওয়া হয়।
প্রতিমা বিসর্জন দেওয়ার আগেই মেলার মাঠ থেকে বাড়ি ফিরছিলেন আমরুলবাড়ি গ্রামের দুলাল চন্দ্র রায়। এতো আগে কেন ফেরা হচ্ছে জানতে চাইতেই দুলালের কণ্ঠে ঝরল হতাশা। তিনি বলেন, ‘আগে নৌকায় চড়ে আনন্দ উল্লাস করে প্রতিমা বিসর্জন দেওয়া হতো। এখন নদীতে পানি না থাকায় সেই আনন্দ নাই। এ কারণে বিসর্জনের আগেই বাড়ি ফিরছি।’
পৌর প্যানেল মেয়র মানিক চন্দ্র রায় বলেন, ‘আগে প্রতিমা বিসর্জনে নৌকা চালনার প্রতিযোগিতা ছিল। এই প্রতিযোগিতা দেখতে মুসলমান সম্প্রদায়ের লোকজনও পৌর শহরের যমুনেশ্বরী নদীর তীরে আসত। এতে অর্ধলাখ মানুষের সমাগম ঘটতো। কিন্তু এখন নদীতে পানি না থাকায় সেই দৃশ্য নেই।’
যমুনেশ্বরী শুকিয়ে যাওয়ায় একদিকে যেমন নদীর ওপর নির্ভরশীল মানুষেরা পেটের দায়ে পেশা বদল করেছেন। অথবা নতুন পেশায় মানিয়ে নিতে এখনো ধুঁকছেন। সেই সঙ্গে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গাপূজার আনন্দেও ভাটা পড়েছে। যেমনটি বলছিলেন আমরুলবাড়ির দুলাল চন্দ্রসহ স্থানীয় অনেকেই।
উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি গবিন্দ কুণ্ডু বলেন, ‘আগে নদীতে পানি ছিল প্রচুর। নৌকা ছিল অনেক। পৌর শহরের মণ্ডপগুলোর প্রতিমা ছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে পূজামণ্ডপের প্রতিমা নিয়ে আসা হতো এই যমুনেশ্বরী নদীতে। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত চলতো নৌকা প্রতিযোগিতা। সূর্য ডোবার পর নৌকা থেকে প্রতিমা বিসর্জন দেওয়া হতো।'
তিনি বলেন, ‘এখন নদী ভরাট হয়ে চর জেগে উঠছে। তেমন পানি নেই নদীতে। অনেক জেলে পেশা ছেড়ে দেওয়ায় আগের মতো নৌকাও নেই। এ কারণে প্রায় ১০ বছর ধরে নৌকা বাইচ হয় না।'
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আমদানি পণ্য খালাস প্রক্রিয়া শুরু হয়েছে। বিমানবন্দরের ৯ নম্বর গেটে আজ সোমবার (২০ অক্টোবর) বেলা ২টার দিকে কর্তব্যরত অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক), আনসার সদস্য ও কাস্টমস কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন।
৩ মিনিট আগেলক্ষ্মীপুরের কমলনগরে অনৈতিক কার্যকলাপের অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক নারী সদস্য জাহানারা বেগমের বাড়ি জ্বালিয়ে দিয়েছেন এলাকাবাসী।
৬ মিনিট আগে১৯৬৯ সালে পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণের মুখে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্ষা করতে গিয়ে শহীদ হওয়া অধ্যাপক শামসুজ্জোহার কবর জিয়ারত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নবনির্বাচিত প্রতিনিধিরা। আজ সোমবার বেলা পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থিত শহীদ
১৯ মিনিট আগেমামলার সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় গত বছরের ২০ জুলাই দুর্জয় মধ্যবাড্ডার ইউলুপ এলাকায় আন্দোলনে অংশ নেন। এ সময় আন্দোলনকারীদের ওপর হামলা, গুলিবর্ষণ করা হয়। গুলিবিদ্ধ হয়ে দুর্জয়ের দুই চোখ অন্ধ হয়ে যায়। এ ছাড়া তিনি মাথায় গুরুতর আঘাত পান।
২১ মিনিট আগে