বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের বদরগঞ্জের যুবক শ্যাম সুন্দর রায় প্রেম করে বিয়ে করেছিলেন হেমা শর্মাকে। হেমার পরিবার এ বিয়ে মেনে নিতে পারেনি। মেয়ের বয়স ১৮ বছরের নিচে দেখিয়ে পুলিশের মাধ্যমে হেমাকে ফিরিয়ে নেন বাবা রাকেশ শর্মা। এরপর মেয়েকে আত্মীয়স্বজনদের বাড়িতে লুকিয়ে রাখেন। এদিকে স্ত্রীকে ফিরে পেতে হাইকোর্টের দ্বারস্থ হন শ্যাম সুন্দর।
আজ রোববার হাইকোর্ট বিভাগের বিচারপতি মজিবুর রহমান মিয়া ও কাজী মো. ইজারুল হক আকন্দ সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে শ্যাম সুন্দরের হাতে তাঁর স্ত্রীকে তুলে দেন। শ্যাম সুন্দর রায় বদরগঞ্জ পৌর শহরের মাস্টারপাড়া গ্রামের দ্বিজেন্দ্র নাথ রায়ের ছেলে।
শ্যাম সুন্দরের পরিবার সূত্রে জানা গেছে, পৌর শহরের পুরাতনবাজার পাড়ার রাকেশ শর্মার মেয়ে হেমা শর্মার (১৮) সঙ্গে শ্যামের প্রেমের সম্পর্ক ছিল। মেয়ের পরিবার বেশ বিত্তশালী হওয়ায় এই সম্পর্ক তাঁরা মেনে নিতে পারেননি। চলতি বছরের ১৩ জানুয়ারি হেমা শর্মা একাই শ্যামের বাড়িতে চলে আসেন। ঘরোয়াভাবে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
বিয়ের খবর জানার পর হেমার বাবা মেয়েকে অপ্রাপ্তবয়স্ক দেখিয়ে শ্যাম সুন্দর রায়ের বিরুদ্ধে বদরগঞ্জ থানায় অপহরণ এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগ দেন। মামলার পর পুলিশ হেমাকে স্বামীর বাড়ি থেকে তুলে এনে বাবার হাতে তুলে দেয়। এরপর থেকে হেমাকে আত্মীয়স্বজনদের বাড়িতে লুকিয়ে রাখেন বাবা।
শ্যামের পরিবার জানায়, পুলিশ নিয়ে যাওয়ার পর থেকে শ্যাম সুন্দর তাঁর স্ত্রীকে খুঁজে পাচ্ছিলেন না। অবশেষে স্ত্রীকে ফিরে পেতে গত ৩১ অক্টোবর আইনজীবীর মাধ্যমে হাইকোর্টে আবেদন করেন। ওই আবেদন আমলে নিয়ে ১৩ নভেম্বর হেমা শর্মাকে সশরীরে হাজির করতে রংপুরের পুলিশকে নির্দেশ দেন উচ্চ আদালত। আজ হেমা শর্মাকে হাইকোর্টে হাজির করা হলে বিচারপতি মজিবুর রহমান মিয়া ও কাজী মো. ইজারুল হক আকন্দ শুনানি শেষে তাঁকে শ্যাম সুন্দর রায়ের হাতে তুলে দেন।
শ্যাম সুন্দর রায়ের মামা অরূপ রায় বলেন, ‘মেয়েটি হাইকোর্টকে বলেছে, সে শ্যাম সুন্দরকে ভালোবেসে বিয়ে করেছে। বিয়ের পর পুলিশ তাকে আটক করে তার পরিবারের হাতে তুলে দেয়। এরপর তাকে বদরগঞ্জ পৌর শহরের তার মামা গণেশ শর্মার বাড়িতে আটকে রেখেছিলেন। সে স্বামী শ্যাম সুন্দরের কাছে যেতে চাইলে হাইকোর্ট তার হাতে তুলে দেন।’
হাইকোর্টের রায়ে খুশি শ্যাম সুন্দর রায় বলেন, ‘আমি ভালোবেসে হেমা শর্মাকে বিয়ে করেছি। কিন্তু পুলিশ আমার কাছ থেকে জোর করে তাকে ছিনিয়ে নিয়ে তার পরিবারের হাতে তুলে দিয়েছিল। আমি বিভিন্ন জায়গায় অভিযোগ করেও স্ত্রীকে না পেয়ে হাইকোর্টের দ্বারস্থ হই। সেখানে আমি সঠিক বিচার পেয়েছি।’
রংপুরের বদরগঞ্জের যুবক শ্যাম সুন্দর রায় প্রেম করে বিয়ে করেছিলেন হেমা শর্মাকে। হেমার পরিবার এ বিয়ে মেনে নিতে পারেনি। মেয়ের বয়স ১৮ বছরের নিচে দেখিয়ে পুলিশের মাধ্যমে হেমাকে ফিরিয়ে নেন বাবা রাকেশ শর্মা। এরপর মেয়েকে আত্মীয়স্বজনদের বাড়িতে লুকিয়ে রাখেন। এদিকে স্ত্রীকে ফিরে পেতে হাইকোর্টের দ্বারস্থ হন শ্যাম সুন্দর।
আজ রোববার হাইকোর্ট বিভাগের বিচারপতি মজিবুর রহমান মিয়া ও কাজী মো. ইজারুল হক আকন্দ সমন্বয়ে গঠিত বেঞ্চ শুনানি শেষে শ্যাম সুন্দরের হাতে তাঁর স্ত্রীকে তুলে দেন। শ্যাম সুন্দর রায় বদরগঞ্জ পৌর শহরের মাস্টারপাড়া গ্রামের দ্বিজেন্দ্র নাথ রায়ের ছেলে।
শ্যাম সুন্দরের পরিবার সূত্রে জানা গেছে, পৌর শহরের পুরাতনবাজার পাড়ার রাকেশ শর্মার মেয়ে হেমা শর্মার (১৮) সঙ্গে শ্যামের প্রেমের সম্পর্ক ছিল। মেয়ের পরিবার বেশ বিত্তশালী হওয়ায় এই সম্পর্ক তাঁরা মেনে নিতে পারেননি। চলতি বছরের ১৩ জানুয়ারি হেমা শর্মা একাই শ্যামের বাড়িতে চলে আসেন। ঘরোয়াভাবে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
বিয়ের খবর জানার পর হেমার বাবা মেয়েকে অপ্রাপ্তবয়স্ক দেখিয়ে শ্যাম সুন্দর রায়ের বিরুদ্ধে বদরগঞ্জ থানায় অপহরণ এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযোগ দেন। মামলার পর পুলিশ হেমাকে স্বামীর বাড়ি থেকে তুলে এনে বাবার হাতে তুলে দেয়। এরপর থেকে হেমাকে আত্মীয়স্বজনদের বাড়িতে লুকিয়ে রাখেন বাবা।
শ্যামের পরিবার জানায়, পুলিশ নিয়ে যাওয়ার পর থেকে শ্যাম সুন্দর তাঁর স্ত্রীকে খুঁজে পাচ্ছিলেন না। অবশেষে স্ত্রীকে ফিরে পেতে গত ৩১ অক্টোবর আইনজীবীর মাধ্যমে হাইকোর্টে আবেদন করেন। ওই আবেদন আমলে নিয়ে ১৩ নভেম্বর হেমা শর্মাকে সশরীরে হাজির করতে রংপুরের পুলিশকে নির্দেশ দেন উচ্চ আদালত। আজ হেমা শর্মাকে হাইকোর্টে হাজির করা হলে বিচারপতি মজিবুর রহমান মিয়া ও কাজী মো. ইজারুল হক আকন্দ শুনানি শেষে তাঁকে শ্যাম সুন্দর রায়ের হাতে তুলে দেন।
শ্যাম সুন্দর রায়ের মামা অরূপ রায় বলেন, ‘মেয়েটি হাইকোর্টকে বলেছে, সে শ্যাম সুন্দরকে ভালোবেসে বিয়ে করেছে। বিয়ের পর পুলিশ তাকে আটক করে তার পরিবারের হাতে তুলে দেয়। এরপর তাকে বদরগঞ্জ পৌর শহরের তার মামা গণেশ শর্মার বাড়িতে আটকে রেখেছিলেন। সে স্বামী শ্যাম সুন্দরের কাছে যেতে চাইলে হাইকোর্ট তার হাতে তুলে দেন।’
হাইকোর্টের রায়ে খুশি শ্যাম সুন্দর রায় বলেন, ‘আমি ভালোবেসে হেমা শর্মাকে বিয়ে করেছি। কিন্তু পুলিশ আমার কাছ থেকে জোর করে তাকে ছিনিয়ে নিয়ে তার পরিবারের হাতে তুলে দিয়েছিল। আমি বিভিন্ন জায়গায় অভিযোগ করেও স্ত্রীকে না পেয়ে হাইকোর্টের দ্বারস্থ হই। সেখানে আমি সঠিক বিচার পেয়েছি।’
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আমদানি পণ্য খালাস প্রক্রিয়া শুরু হয়েছে। বিমানবন্দরের ৯ নম্বর গেটে আজ সোমবার (২০ অক্টোবর) বেলা ২টার দিকে কর্তব্যরত অ্যাভিয়েশন সিকিউরিটি (এভসেক), আনসার সদস্য ও কাস্টমস কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেন।
১ সেকেন্ড আগেলক্ষ্মীপুরের কমলনগরে অনৈতিক কার্যকলাপের অভিযোগে ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক নারী সদস্য জাহানারা বেগমের বাড়ি জ্বালিয়ে দিয়েছেন এলাকাবাসী।
৩ মিনিট আগে১৯৬৯ সালে পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণের মুখে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্ষা করতে গিয়ে শহীদ হওয়া অধ্যাপক শামসুজ্জোহার কবর জিয়ারত করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নবনির্বাচিত প্রতিনিধিরা। আজ সোমবার বেলা পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অবস্থিত শহীদ
১৬ মিনিট আগেমামলার সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলনের সময় গত বছরের ২০ জুলাই দুর্জয় মধ্যবাড্ডার ইউলুপ এলাকায় আন্দোলনে অংশ নেন। এ সময় আন্দোলনকারীদের ওপর হামলা, গুলিবর্ষণ করা হয়। গুলিবিদ্ধ হয়ে দুর্জয়ের দুই চোখ অন্ধ হয়ে যায়। এ ছাড়া তিনি মাথায় গুরুতর আঘাত পান।
১৮ মিনিট আগে