মডেল মেঘনার মুক্তির পথ খুঁজছে সরকার
কারা হেফাজতে থাকা মডেল মেঘনা আলমের মুক্তি নিয়ে সরকার এখন নতুন করে চিন্তাভাবনা শুরু করছে। সরকারের উচ্চপর্যায়ে বিষয়টি নিয়ে আলোচনা চলছে এবং এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় একাধিকবার মেঘনার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে। তবে কীভাবে তাঁকে মুক্তি দেওয়া যেতে পারে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।