নিজস্ব প্রতিবেদক, ঢাকা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ডিবি প্রধানকে সরিয়ে দেওয়ার সঙ্গে মডেল মেঘনা আলমের ঘটনার সংশ্লিষ্টতা নেই। আজ মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্মেলনকক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
মডেল মেঘনা আলমের ঘটনায় ডিবিপ্রধানকে বদলি করা হয়েছে কি না—এ প্রশ্নের জবাবে এ কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি আরও বলেন, ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিকের বদলি একটি রুটিন প্রক্রিয়া।
সংবাদ সম্মেলনে আরও ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী। মেঘনার গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বলেন, মডেল মেঘনাকে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে গ্রেপ্তার হননি মেঘনা। এ ঘটনা এখন উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। তাই এটা নিয়ে কথা বলা ঠিক হবে না।
মেঘনার গ্রেপ্তার নিয়ে আইন উপদেষ্টার বক্তব্য প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘মেঘনাকে গ্রেপ্তারের প্রক্রিয়া নিয়ে আইন উপদেষ্টা যা বলেছেন, সেটা তাঁর নিজস্ব বক্তব্য। এটা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু বলার নাই।’
বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার নিয়ে প্রশ্ন করা হলে খোদা বকশ বলেন, বিশেষ আইনে কাউকে গ্রেপ্তার করা এবারই প্রথম নয়। এর আগেও এই আইনে অনেকে গ্রেপ্তার হয়েছে।
পয়লা বৈশাখ চট্টগ্রামে যে ঘটনা ঘটেছে, তা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এটা ঠিক হয়নি। এ ধরনের ঘটনা না ঘটলে ভালো হতো। তবে ভবিষ্যতে যাতে এমন ঘটনা না হয়, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অধিক সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।’
চৈত্রসংক্রান্তি এবং বাংলা নববর্ষ শান্তিপূর্ণভাবে উদ্যাপিত হয়েছে দাবি করে উপদেষ্টা বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে। ভবিষ্যতে যেন আর কোনো অঘটন না ঘটে, সে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
আরও খবর পড়ুন:
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ডিবি প্রধানকে সরিয়ে দেওয়ার সঙ্গে মডেল মেঘনা আলমের ঘটনার সংশ্লিষ্টতা নেই। আজ মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্মেলনকক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
মডেল মেঘনা আলমের ঘটনায় ডিবিপ্রধানকে বদলি করা হয়েছে কি না—এ প্রশ্নের জবাবে এ কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি আরও বলেন, ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিকের বদলি একটি রুটিন প্রক্রিয়া।
সংবাদ সম্মেলনে আরও ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োজিত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী। মেঘনার গ্রেপ্তার প্রসঙ্গে তিনি বলেন, মডেল মেঘনাকে বেআইনিভাবে গ্রেপ্তার করা হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে গ্রেপ্তার হননি মেঘনা। এ ঘটনা এখন উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। তাই এটা নিয়ে কথা বলা ঠিক হবে না।
মেঘনার গ্রেপ্তার নিয়ে আইন উপদেষ্টার বক্তব্য প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘মেঘনাকে গ্রেপ্তারের প্রক্রিয়া নিয়ে আইন উপদেষ্টা যা বলেছেন, সেটা তাঁর নিজস্ব বক্তব্য। এটা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কিছু বলার নাই।’
বিশেষ ক্ষমতা আইনে গ্রেপ্তার নিয়ে প্রশ্ন করা হলে খোদা বকশ বলেন, বিশেষ আইনে কাউকে গ্রেপ্তার করা এবারই প্রথম নয়। এর আগেও এই আইনে অনেকে গ্রেপ্তার হয়েছে।
পয়লা বৈশাখ চট্টগ্রামে যে ঘটনা ঘটেছে, তা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এটা ঠিক হয়নি। এ ধরনের ঘটনা না ঘটলে ভালো হতো। তবে ভবিষ্যতে যাতে এমন ঘটনা না হয়, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অধিক সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।’
চৈত্রসংক্রান্তি এবং বাংলা নববর্ষ শান্তিপূর্ণভাবে উদ্যাপিত হয়েছে দাবি করে উপদেষ্টা বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির দিকে যাচ্ছে। ভবিষ্যতে যেন আর কোনো অঘটন না ঘটে, সে ব্যবস্থা নেওয়া হচ্ছে।’
আরও খবর পড়ুন:
পুরান ঢাকার আরমানি টোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী মো. জুবায়েদ হোসেনকে হত্যার ঘটনায় তাঁর ছাত্রীকে আটক করেছে পুলিশ। রোববার (১৯ অক্টোবর) রাত ১১টা ২০ মিনিটের দিকে বংশালের নূর বক্স রোডে রৌশান ভিলা থেকে ওই ছাত্রীকে (এইচএসসি শিক্ষার্থী) আটক করে নিয়ে যায় পুলিশ। জুবায়েদ তাকে বাসায় গিয়ে পড়াতেন
২৬ মিনিট আগেচট্টগ্রাম নগরীর পতেঙ্গা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ অক্টোবর) দুপুর ১২টার দিকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পতেঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।
১ ঘণ্টা আগেরাজধানীর মিরপুরের রূপনগরে কেমিক্যাল গোডাউন ও পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ১৬ জনের মরদেহ হস্তান্তর করা হয়েছে। রোববার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গ থেকে মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়।
১ ঘণ্টা আগেআইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে বরগুনার বেতাগী উপজেলার চান্দখালীর আল্লাহু চত্বর এলাকায় যৌথ বাহিনী চেকপোস্ট পরিচালনা করেছে। আজ রোববার (১৯ অক্টোবর) সকাল ১০টা থেকে দুপুর পর্যন্ত এ কার্যক্রম পরিচালনা করেন নৌবাহিনীর লেফটেন্যান্ট জুম্মান খান।
১ ঘণ্টা আগে