ভোলা প্রতিনিধি
ভোলার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ২ কেজি ৭০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ। আজ বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে ভোলা সদর উপজেলার তুলাতুলি মাছ ঘাটে ইলিশটি নিলামে প্রায় সাড়ে ছয় হাজার টাকায় কেনেন ওই ঘাটের আড়তদার মো. কামাল হোসেন। স্থানীয় জেলেদের কাছে এ ইলিশটি ‘রাজা ইলিশ’ নামে পরিচিত।
আড়তদার মো. কামাল হোসেন জানান, আজ বেলা ২টার দিকে দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের জেলে মো. তছির মাঝির জালে ধরা পড়ে রাজা ইলিশ খ্যাত ২ কেজি ৭০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ।
আড়তদার মো. কামাল হোসেন বলেন, ‘ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়ন ও দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের মাঝামাঝি মেঘনা নদীতে জেলের জালে এ মাছটি ধরা পড়ে। পরে জেলে তছির মাঝি তুলাতুলিতে মাছ ঘাটে মাছটি নিয়ে আসেন। এরপর নিলামের মাধ্যমে ইলিশটি সর্বোচ্চ ৬ হাজার ৪৮০ টাকায় কিনি।’ তিনি আরও জানান, ঘাটে দেড় হাজার থেকে নিলামে দাম ওঠা শুরু হয় ৷ এই মাছটি তিনি বরিশাল আড়তে সাড়ে সাত হাজার টাকা থেকে আট হাজার টাকায় বেচতে পারবেন বলে তাঁর ধারণা।
খবরের সত্যতা নিশ্চিত করে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব আজ বিকেলে আজকের পত্রিকাকে বলেন, বিগত দিনে জাটকা ইলিশ রক্ষায় মৎস্য বিভাগের নিষেধাজ্ঞা সফল হয়েছে। এ ছাড়া বিগত দিনে প্রভাবশালী মহল নদীতে খুঁটি দিয়ে নিষিদ্ধ জাল ব্যবহার করেও জাটকা ইলিশ নিধন করেছিলেন। বর্তমানে সেগুলোকেও ধ্বংস করা হয়েছে। ফলে নদীতে এখন জেলেদের জালে বড় বড় ইলিশ ধরা পড়ছে। ভবিষ্যতেও তারা সব অভিযান সফলভাবে সম্পন্ন করবেন। এতে আরও বড় বড় সাইজের রাজা ইলিশ ধরা পড়বে বলেও দাবি করেন এ মৎস্য কর্মকর্তা।
ভোলার মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে ২ কেজি ৭০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ। আজ বৃহস্পতিবার (১৯ জুন) দুপুরে ভোলা সদর উপজেলার তুলাতুলি মাছ ঘাটে ইলিশটি নিলামে প্রায় সাড়ে ছয় হাজার টাকায় কেনেন ওই ঘাটের আড়তদার মো. কামাল হোসেন। স্থানীয় জেলেদের কাছে এ ইলিশটি ‘রাজা ইলিশ’ নামে পরিচিত।
আড়তদার মো. কামাল হোসেন জানান, আজ বেলা ২টার দিকে দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের জেলে মো. তছির মাঝির জালে ধরা পড়ে রাজা ইলিশ খ্যাত ২ কেজি ৭০ গ্রাম ওজনের একটি ইলিশ মাছ।
আড়তদার মো. কামাল হোসেন বলেন, ‘ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়ন ও দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের মাঝামাঝি মেঘনা নদীতে জেলের জালে এ মাছটি ধরা পড়ে। পরে জেলে তছির মাঝি তুলাতুলিতে মাছ ঘাটে মাছটি নিয়ে আসেন। এরপর নিলামের মাধ্যমে ইলিশটি সর্বোচ্চ ৬ হাজার ৪৮০ টাকায় কিনি।’ তিনি আরও জানান, ঘাটে দেড় হাজার থেকে নিলামে দাম ওঠা শুরু হয় ৷ এই মাছটি তিনি বরিশাল আড়তে সাড়ে সাত হাজার টাকা থেকে আট হাজার টাকায় বেচতে পারবেন বলে তাঁর ধারণা।
খবরের সত্যতা নিশ্চিত করে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব আজ বিকেলে আজকের পত্রিকাকে বলেন, বিগত দিনে জাটকা ইলিশ রক্ষায় মৎস্য বিভাগের নিষেধাজ্ঞা সফল হয়েছে। এ ছাড়া বিগত দিনে প্রভাবশালী মহল নদীতে খুঁটি দিয়ে নিষিদ্ধ জাল ব্যবহার করেও জাটকা ইলিশ নিধন করেছিলেন। বর্তমানে সেগুলোকেও ধ্বংস করা হয়েছে। ফলে নদীতে এখন জেলেদের জালে বড় বড় ইলিশ ধরা পড়ছে। ভবিষ্যতেও তারা সব অভিযান সফলভাবে সম্পন্ন করবেন। এতে আরও বড় বড় সাইজের রাজা ইলিশ ধরা পড়বে বলেও দাবি করেন এ মৎস্য কর্মকর্তা।
শেরেবাংলানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাউল হক বলেন, ওই নারীর পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙে তাঁকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। পরে পুলিশ সেখানে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য পাঠায়।
৩ মিনিট আগেগাইবান্ধার পলাশবাড়ীতে ‘ভুল’ চিকিৎসায় প্রসূতি মা ও নবজাতকের মৃত্যুর ঘটনায় ‘মা ক্লিনিক অ্যান্ড নার্সিং হোম’ সিলগালা করেছে স্বাস্থ্য বিভাগ। একই সঙ্গে ঘটনার তদন্তে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধার সিভিল সার্জন ডা. মো. রফিকুজ্জামান। এর আগে গত
১২ মিনিট আগেআজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সঙ্গে বৈঠক শেষে সংগঠনগুলোর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়। এদিকে ট্রাক ও কাভার্ড ভ্যানের মালিকেরা তাঁদের কর্মসূচি প্রত্যাহার করে নিলেও এখনো সিদ্ধান্তে অটল রয়েছেন প্রাইম মুভার ও ট্রেইলারচালক-মালিকেরা।
২১ মিনিট আগেচাঁদপুর শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের সাত সদস্যকে আটক করেছে পুলিশ। রোববার (১৯ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া।
৪০ মিনিট আগে