Ajker Patrika

মডেল মেঘনা আলম কারামুক্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২০২০ সালে মিস আর্থ বাংলাদেশ হন মেঘনা আলম। ছবি: ফেসবুক
২০২০ সালে মিস আর্থ বাংলাদেশ হন মেঘনা আলম। ছবি: ফেসবুক

মডেল ও মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারপারসন মেঘনা আলম কারামুক্ত হয়েছেন। আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। পরে পরিবারের সদস্যদের সঙ্গে চলে গেছেন।

রাতে আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার রিজিয়া বেগম। তিনি বলেন, মডেল মেঘনা আলম সন্ধ্যা সাড়ে ৬টায় মুক্তি পেয়েছেন। তাঁর পরিবারের লোকজন এসেছিলেন।

রাজধানীর ধানমন্ডি থানায় প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে করা মামলায় গতকাল সোমবার মেঘনা আলমের জামিন মঞ্জুর করেন ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. ছানাউল্ল্যাহ। ৯ এপ্রিল রাতে বসুন্ধরা আবাসিক এলাকার নিজ বাসা থেকে তাঁকে আটক করার পরদিন বিশেষ ক্ষমতা আইনে ৩০ দিনের আটকাদেশ দিয়ে কারাগারে পাঠানো হয়। ১৭ এপ্রিল ধানমন্ডি থানায় করা প্রতারণা ও চাঁদাবাজির মামলায় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাঁকে গ্রেপ্তার দেখান।

মামলায় অভিযোগ করা হয়, মেঘনা আলম, তাঁর সহযোগী দেওয়ান সমিরসহ অজ্ঞাতনামা দু-তিনজনের একটি সংঘবদ্ধ প্রতারক চক্র সুন্দরী মেয়েদের দিয়ে বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিক/প্রতিনিধি ও দেশীয় ধনাঢ্য ব্যবসায়ীদের প্রেমের ফাঁদে ফেলে অবৈধ সম্পর্ক স্থাপন করিয়ে কৌশলে অবৈধ পন্থা অবলম্বনের মাধ্যমে সম্মানহানির ভয় দেখিয়ে অর্থ আদায় করে। দেওয়ান সমির কাওয়াই গ্রুপের সিইও এবং সানজানা ইন্টারন্যাশনালের মালিক।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত