মুসাররাত আবির
সাইমন সিনেক বিখ্যাত মোটিভেশনাল বক্তা, লেখক ও নেতৃত্ব বিশেষজ্ঞ। যিনি তাঁর বিখ্যাত বই ‘স্টার্ট উইথ হোয়াই’-এর জন্য বিশ্বজুড়ে পরিচিত। তাঁর বিখ্যাত টেড টক ‘হাউ গ্রেট লিডারস ইন্সপায়ার অ্যাকশন’ এখন পর্যন্ত সবচেয়ে বেশি দেখা টেড টকগুলোর একটি। এ লেখায় তাঁর বিখ্যাত কয়েকটি বক্তৃতার সংকলন তুলে ধরা হলো।
আপনি কি মহান বা মহৎ নেতা হতে চান? তাহলে আপনাকে অবশ্যই অন্যের প্রতি সহানুভূতির মাধ্যমে এই যাত্রা শুরু করতে হবে। নেতৃত্ব মানে নিজেকে নির্ভুল প্রমাণ করা নয়, বরং এমন পরিবেশ তৈরি করা, যেখানে মানুষ আপনাকে নির্দ্বিধায় বলতে পারে, ‘আমি জানি না কী করতে হবে।’
পৃথিবীর এই অশান্ত সময়ে পুরোনো ধারার নেতৃত্ব কোনো কাজে আসে না। কারণ, এখন নেতৃত্ব দেওয়া মানে অন্যদের দিয়ে কাজ করিয়ে নেওয়া নয়, বরং অধীনস্থদের দায়িত্ব নেওয়াও এর অন্তর্ভুক্ত। নেতৃত্ব দেওয়ার সময় আপনাকে সব সময় সফল হতে হবে না, এমনকি সব সময় নেতৃত্বও দিতে হবে না; বরং দায়িত্ব নেওয়া এবং অন্যদের পাশে দাঁড়ানোই প্রকৃত নেতার পরিচায়ক।
সত্যিকারের নেতা কে?
নেতা মানে সেই ব্যক্তি নন, যিনি অন্যদের থেকে উচ্চ পদে আছেন। নেতা সেই ব্যক্তি, যিনি তাঁর পাশে থাকা মানুষদের যত্ন নিতে জানেন। যিনি প্রথম ঝুঁকি নিতে সাহস করেন, প্রথম অজানার পথে পা বাড়ান এবং প্রয়োজন হলে প্রথমে নিজের ব্যর্থতা মেনে নেন।
এটা নেতৃত্বের মূল সৌন্দর্য। কারণ, যখন একজন সঠিক কাজ করেন, অন্যরা তাঁকে অনুসরণ করেন। তাই নেতা হওয়ার জন্য ক্ষমতার প্রয়োজন নেই, প্রয়োজন সাহস ও সহানুভূতি।
নেলসন ম্যান্ডেলার শিক্ষা
নেলসন ম্যান্ডেলা ছিলেন নেতৃত্বের এক বিশেষ উদাহরণ। তাঁকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, ‘আপনি কীভাবে মহান নেতা হতে শিখলেন?’ তিনি উত্তরে বলেছিলেন, ‘আমি বাবার সঙ্গে আমাদের গ্রামের সভায় যেতাম। সেখানে দুটি বিষয় লক্ষ করতাম—এক. তাঁরা সব সময় গোল হয়ে বসতেন; দুই. বাবা সবার শেষে কথা বলতেন।’
এ শিক্ষা থেকে তিনি বুঝেছিলেন, নেতৃত্ব দেওয়া মানে শুধু কথা বলা নয়; সবার কথা শোনা, তাদের ভাবনাগুলোর প্রতি গুরুত্ব দেওয়া, তারপর নিজের মত প্রকাশ করা। এতে একদিকে মানুষ অনুভব করে, তাদের কথা শোনা হয়েছে। অন্যদিকে আপনি সবার দৃষ্টিভঙ্গি বুঝে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।
সাহসের প্রকৃত উৎস
নেতৃত্বে সাহস অপরিহার্য। কিন্তু সাহস আসে কোথা থেকে? আসলে সাহস ভেতরের কোনো শক্তি নয়, এটি আসে সম্পর্ক থেকে। আপনি যখন জানেন, কেউ আপনার পাশে আছে, কেউ আপনার প্রতি বিশ্বাস রাখে; তখনই সাহস অর্জন করা সহজ হয়। সামরিক বাহিনীর সদস্যদের মধ্যে এটি দেখা যায়। তাঁরা বলেন, ‘আমি ঝুঁকি নিয়েছি। কারণ, আমি জানি, সহযোদ্ধারা আমার জন্য ঠিক একই কাজ করতেন।’ এই সম্পর্ক ও বিশ্বাসই সাহসের মূল ভিত্তি।
অনুবাদ: মুসাররাত আবির
সাইমন সিনেক বিখ্যাত মোটিভেশনাল বক্তা, লেখক ও নেতৃত্ব বিশেষজ্ঞ। যিনি তাঁর বিখ্যাত বই ‘স্টার্ট উইথ হোয়াই’-এর জন্য বিশ্বজুড়ে পরিচিত। তাঁর বিখ্যাত টেড টক ‘হাউ গ্রেট লিডারস ইন্সপায়ার অ্যাকশন’ এখন পর্যন্ত সবচেয়ে বেশি দেখা টেড টকগুলোর একটি। এ লেখায় তাঁর বিখ্যাত কয়েকটি বক্তৃতার সংকলন তুলে ধরা হলো।
আপনি কি মহান বা মহৎ নেতা হতে চান? তাহলে আপনাকে অবশ্যই অন্যের প্রতি সহানুভূতির মাধ্যমে এই যাত্রা শুরু করতে হবে। নেতৃত্ব মানে নিজেকে নির্ভুল প্রমাণ করা নয়, বরং এমন পরিবেশ তৈরি করা, যেখানে মানুষ আপনাকে নির্দ্বিধায় বলতে পারে, ‘আমি জানি না কী করতে হবে।’
পৃথিবীর এই অশান্ত সময়ে পুরোনো ধারার নেতৃত্ব কোনো কাজে আসে না। কারণ, এখন নেতৃত্ব দেওয়া মানে অন্যদের দিয়ে কাজ করিয়ে নেওয়া নয়, বরং অধীনস্থদের দায়িত্ব নেওয়াও এর অন্তর্ভুক্ত। নেতৃত্ব দেওয়ার সময় আপনাকে সব সময় সফল হতে হবে না, এমনকি সব সময় নেতৃত্বও দিতে হবে না; বরং দায়িত্ব নেওয়া এবং অন্যদের পাশে দাঁড়ানোই প্রকৃত নেতার পরিচায়ক।
সত্যিকারের নেতা কে?
নেতা মানে সেই ব্যক্তি নন, যিনি অন্যদের থেকে উচ্চ পদে আছেন। নেতা সেই ব্যক্তি, যিনি তাঁর পাশে থাকা মানুষদের যত্ন নিতে জানেন। যিনি প্রথম ঝুঁকি নিতে সাহস করেন, প্রথম অজানার পথে পা বাড়ান এবং প্রয়োজন হলে প্রথমে নিজের ব্যর্থতা মেনে নেন।
এটা নেতৃত্বের মূল সৌন্দর্য। কারণ, যখন একজন সঠিক কাজ করেন, অন্যরা তাঁকে অনুসরণ করেন। তাই নেতা হওয়ার জন্য ক্ষমতার প্রয়োজন নেই, প্রয়োজন সাহস ও সহানুভূতি।
নেলসন ম্যান্ডেলার শিক্ষা
নেলসন ম্যান্ডেলা ছিলেন নেতৃত্বের এক বিশেষ উদাহরণ। তাঁকে একবার জিজ্ঞেস করা হয়েছিল, ‘আপনি কীভাবে মহান নেতা হতে শিখলেন?’ তিনি উত্তরে বলেছিলেন, ‘আমি বাবার সঙ্গে আমাদের গ্রামের সভায় যেতাম। সেখানে দুটি বিষয় লক্ষ করতাম—এক. তাঁরা সব সময় গোল হয়ে বসতেন; দুই. বাবা সবার শেষে কথা বলতেন।’
এ শিক্ষা থেকে তিনি বুঝেছিলেন, নেতৃত্ব দেওয়া মানে শুধু কথা বলা নয়; সবার কথা শোনা, তাদের ভাবনাগুলোর প্রতি গুরুত্ব দেওয়া, তারপর নিজের মত প্রকাশ করা। এতে একদিকে মানুষ অনুভব করে, তাদের কথা শোনা হয়েছে। অন্যদিকে আপনি সবার দৃষ্টিভঙ্গি বুঝে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন।
সাহসের প্রকৃত উৎস
নেতৃত্বে সাহস অপরিহার্য। কিন্তু সাহস আসে কোথা থেকে? আসলে সাহস ভেতরের কোনো শক্তি নয়, এটি আসে সম্পর্ক থেকে। আপনি যখন জানেন, কেউ আপনার পাশে আছে, কেউ আপনার প্রতি বিশ্বাস রাখে; তখনই সাহস অর্জন করা সহজ হয়। সামরিক বাহিনীর সদস্যদের মধ্যে এটি দেখা যায়। তাঁরা বলেন, ‘আমি ঝুঁকি নিয়েছি। কারণ, আমি জানি, সহযোদ্ধারা আমার জন্য ঠিক একই কাজ করতেন।’ এই সম্পর্ক ও বিশ্বাসই সাহসের মূল ভিত্তি।
অনুবাদ: মুসাররাত আবির
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) রাজস্ব বাজেটভুক্ত শূন্য পদে অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নবম ও দশম গ্রেডে মোট ৯০টি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে।
২৬ মার্চ ২০২৫জীবনে সফল হতে হলে একটি পরিষ্কার ও সুনির্দিষ্ট লক্ষ্য থাকা প্রয়োজন। লক্ষ্য ছাড়া জীবনে কোনো সঠিক দিকনির্দেশনা পাওয়া যায় না। যেকোনো লক্ষ্য অর্জনের জন্য প্রথমে সেই লক্ষ্যকে মানসিকভাবে গ্রহণ করা এবং তার প্রতি অটুট মনোভাব রাখতে হবে। আপনি যদি নিশ্চিত না হন যে আপনার লক্ষ্য কী, তবে আপনার জীবনও লক্ষ্যহীন
০৬ মার্চ ২০২৫ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) মাল্টিডিসিপ্লিনারি প্রফেশনাল সাবজেক্ট এবং ব্যবসায় শিক্ষা অনুষদের একটি বিশেষ শাখা। বাংলায় এর অর্থ হলো তথ্য ব্যবস্থাপনা পদ্ধতি। এমআইএস টার্মটির সঙ্গে সংযুক্ত অন্য টার্মগুলো হচ্ছে, ট্রানজেকশন প্রসেসিং সিস্টেম,ডিসিশন সাপোর্ট সিস্টেম, এক্সপার্ট সিস্টেম,
২৭ ফেব্রুয়ারি ২০২৫বর্তমানে চাকরির অনলাইন সাক্ষাৎকারে আত্মবিশ্বাস ধরে রাখা অনেক প্রার্থীর জন্য চ্যালেঞ্জিং হয়ে যায়। তবে প্রযুক্তির অগ্রগতির ফলে কিছু এআই-চালিত টুলসের সাহায্যে এই চ্যালেঞ্জ সহজে মোকাবিলা করা সম্ভব। এই টুলগুলোর অন্যতম সুবিধা হলো...
১৬ ফেব্রুয়ারি ২০২৫