Ajker Patrika

মেক্সিকো ও ইইউর ওপর ট্রাম্পের ৩০ শতাংশ শুল্ক আরোপ

আজকের পত্রিকা ডেস্ক­
ফাইল ছবি
ফাইল ছবি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আমদানির ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। আগামী ১ আগস্ট থেকে এটি কার্যকর হবে। হোয়াইট হাউস সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, মিত্রদের সঙ্গে কয়েক সপ্তাহ ধরে আলোচনা করেও বাণিজ্য চুক্তি করতে ব্যর্থ হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নতুন এই শুল্কের ঘোষণা শনিবার (১২ জুলাই) ট্রুথ সোশ্যালে পৃথক চিঠির মাধ্যমে প্রকাশ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। চলতি সপ্তাহের শুরুতে ট্রাম্প জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা ও ব্রাজিলের মতো আরও কয়েকটি দেশের জন্য নতুন শুল্ক ঘোষণা করেছিলেন, পাশাপাশি তামার ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের কথাও জানান তিনি।

যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করার আশা করেছিল। ইইউও প্রাথমিকভাবে একটি বাণিজ্য চুক্তি করার আশা করেছিল, যার মধ্যে শিল্পজাত পণ্যের ওপর ‘জিরো ফর জিরো’ শুল্ক অন্তর্ভুক্ত ছিল। কিন্তু কয়েক মাসের আলোচনার পর তারা বুঝতে পারে, সম্ভবত একটি অন্তর্বর্তীকালীন চুক্তিতেই সন্তুষ্ট থাকতে হবে। তবে ইইউ আশা করে, ভবিষ্যতে এ বিষয়ে আরও আলোচনা হতে পারে।

২৭ দেশের জোট ইইউ ট্রাম্পের শুল্ক নিয়ে পরস্পরবিরোধী চাপের মধ্যে রয়েছে। জোটের অন্যতম শক্তিশালী দেশ জার্মানি ইতিমধ্যে তাদের শিল্প রক্ষা করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করার আহ্বান জানিয়েছে। অন্যদিকে ফ্রান্সের মতো অন্য ইইউ দেশগুলো বলছে, মার্কিন শর্তে একতরফাভাবে বাণিজ্য চুক্তিতে আত্মসমর্পণ করা উচিত নয়।

হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে ট্রাম্পের শুল্ক আদেশের ধারাবাহিকতা মার্কিন সরকারের জন্য প্রতি মাসে কয়েক বিলিয়ন ডলার নতুন রাজস্ব তৈরির সুযোগ তৈরি করেছে। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের শুক্রবারের ডেটা অনুযায়ী, জুন মাস পর্যন্ত ফেডারেল আর্থিক বছরে মার্কিন শুল্ক রাজস্ব ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এনসিপির সিদ্ধান্ত দুঃখজনক: আলী রীয়াজ

রাশিয়ার তেল কেনা বন্ধ করবে ভারত—ট্রাম্পের দাবির জবাবে যা বলল নয়াদিল্লি

ভাইকে ১১১ কোটি টাকার বাংলো তাহলে এ কারণেই দিয়েছেন কোহলি

মোদির গুজরাটে মুখ্যমন্ত্রী ছাড়া সব মন্ত্রীর পদত্যাগ

চট্টগ্রামে অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল কারখানায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২৩ ইউনিট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত