অনলাইন ডেস্ক
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আমদানির ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। আগামী ১ আগস্ট থেকে এটি কার্যকর হবে। হোয়াইট হাউস সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, মিত্রদের সঙ্গে কয়েক সপ্তাহ ধরে আলোচনা করেও বাণিজ্য চুক্তি করতে ব্যর্থ হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন এই শুল্কের ঘোষণা শনিবার (১২ জুলাই) ট্রুথ সোশ্যালে পৃথক চিঠির মাধ্যমে প্রকাশ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। চলতি সপ্তাহের শুরুতে ট্রাম্প জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা ও ব্রাজিলের মতো আরও কয়েকটি দেশের জন্য নতুন শুল্ক ঘোষণা করেছিলেন, পাশাপাশি তামার ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের কথাও জানান তিনি।
যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করার আশা করেছিল। ইইউও প্রাথমিকভাবে একটি বাণিজ্য চুক্তি করার আশা করেছিল, যার মধ্যে শিল্পজাত পণ্যের ওপর ‘জিরো ফর জিরো’ শুল্ক অন্তর্ভুক্ত ছিল। কিন্তু কয়েক মাসের আলোচনার পর তারা বুঝতে পারে, সম্ভবত একটি অন্তর্বর্তীকালীন চুক্তিতেই সন্তুষ্ট থাকতে হবে। তবে ইইউ আশা করে, ভবিষ্যতে এ বিষয়ে আরও আলোচনা হতে পারে।
২৭ দেশের জোট ইইউ ট্রাম্পের শুল্ক নিয়ে পরস্পরবিরোধী চাপের মধ্যে রয়েছে। জোটের অন্যতম শক্তিশালী দেশ জার্মানি ইতিমধ্যে তাদের শিল্প রক্ষা করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করার আহ্বান জানিয়েছে। অন্যদিকে ফ্রান্সের মতো অন্য ইইউ দেশগুলো বলছে, মার্কিন শর্তে একতরফাভাবে বাণিজ্য চুক্তিতে আত্মসমর্পণ করা উচিত নয়।
হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে ট্রাম্পের শুল্ক আদেশের ধারাবাহিকতা মার্কিন সরকারের জন্য প্রতি মাসে কয়েক বিলিয়ন ডলার নতুন রাজস্ব তৈরির সুযোগ তৈরি করেছে। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের শুক্রবারের ডেটা অনুযায়ী, জুন মাস পর্যন্ত ফেডারেল আর্থিক বছরে মার্কিন শুল্ক রাজস্ব ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মেক্সিকো ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আমদানির ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপ করেছেন। আগামী ১ আগস্ট থেকে এটি কার্যকর হবে। হোয়াইট হাউস সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, মিত্রদের সঙ্গে কয়েক সপ্তাহ ধরে আলোচনা করেও বাণিজ্য চুক্তি করতে ব্যর্থ হওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন এই শুল্কের ঘোষণা শনিবার (১২ জুলাই) ট্রুথ সোশ্যালে পৃথক চিঠির মাধ্যমে প্রকাশ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। চলতি সপ্তাহের শুরুতে ট্রাম্প জাপান, দক্ষিণ কোরিয়া, কানাডা ও ব্রাজিলের মতো আরও কয়েকটি দেশের জন্য নতুন শুল্ক ঘোষণা করেছিলেন, পাশাপাশি তামার ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপের কথাও জানান তিনি।
যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি করার আশা করেছিল। ইইউও প্রাথমিকভাবে একটি বাণিজ্য চুক্তি করার আশা করেছিল, যার মধ্যে শিল্পজাত পণ্যের ওপর ‘জিরো ফর জিরো’ শুল্ক অন্তর্ভুক্ত ছিল। কিন্তু কয়েক মাসের আলোচনার পর তারা বুঝতে পারে, সম্ভবত একটি অন্তর্বর্তীকালীন চুক্তিতেই সন্তুষ্ট থাকতে হবে। তবে ইইউ আশা করে, ভবিষ্যতে এ বিষয়ে আরও আলোচনা হতে পারে।
২৭ দেশের জোট ইইউ ট্রাম্পের শুল্ক নিয়ে পরস্পরবিরোধী চাপের মধ্যে রয়েছে। জোটের অন্যতম শক্তিশালী দেশ জার্মানি ইতিমধ্যে তাদের শিল্প রক্ষা করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করার আহ্বান জানিয়েছে। অন্যদিকে ফ্রান্সের মতো অন্য ইইউ দেশগুলো বলছে, মার্কিন শর্তে একতরফাভাবে বাণিজ্য চুক্তিতে আত্মসমর্পণ করা উচিত নয়।
হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে ট্রাম্পের শুল্ক আদেশের ধারাবাহিকতা মার্কিন সরকারের জন্য প্রতি মাসে কয়েক বিলিয়ন ডলার নতুন রাজস্ব তৈরির সুযোগ তৈরি করেছে। মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের শুক্রবারের ডেটা অনুযায়ী, জুন মাস পর্যন্ত ফেডারেল আর্থিক বছরে মার্কিন শুল্ক রাজস্ব ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।
ইসলামি শরিয়াহ্ ভিত্তিতে পরিচালিত ইউনিয়ন ব্যাংক ভয়াবহ খেলাপি সংকটে পড়েছে। ব্যাংকটির মোট বিতরণ করা ঋণের পরিমাণ ২৮ হাজার ১৭৪ কোটি টাকা। এর মধ্যে ২৫ হাজার ৩০২ কোটি টাকাই খেলাপি, যা মোট ঋণের ৮৯ দশমিক ৮১ শতাংশ। এর মধ্যে ৬ হাজার ২৯৮ কোটি ৯০ লাখ টাকা ইচ্ছাকৃতভাবে পরিশোধ করছেন না...
৪ ঘণ্টা আগেআড়াই বছরের একটি সরকারি প্রকল্প দীর্ঘসূত্রের কারণে গড়িয়েছে ১১ বছরে। তিন দফা মেয়াদ ও বাজেট বাড়িয়েও কাজ এখনো শেষ হয়নি। আর এ সময়ে প্রকল্পে ব্যয় বেড়েছে আরও ৫১ কোটি টাকা, যা মূল বরাদ্দের তুলনায় ৫৭ শতাংশ বেশি।
৫ ঘণ্টা আগেপুঁজিবাজারে অনলাইন লেনদেনের জন্য ২০১৬ সালের মার্চে চালু করা হয়েছিল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মোবাইল অ্যাপ। তবে প্রযুক্তিগত অগ্রগতির ধারায় দেশ এগিয়ে গেলেও উল্টো পথে হাঁটছে এই অ্যাপটির ব্যবহার। পরিসংখ্যান বলছে, গত তিন অর্থবছরে ধারাবাহিকভাবে কমেছে অ্যাপ ব্যবহারকারীর সংখ্যা।
৫ ঘণ্টা আগেবৈশ্বিক চ্যালেঞ্জ সত্ত্বেও গত অর্থবছরে (২০২৪-২৫) বাংলাদেশ তৈরি পোশাক রপ্তানি খাতে ৮ দশমিক ৮৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করেছে। এ সময়ে রপ্তানি আয় হয়েছে ৩৯ দশমিক ৩৫ বিলিয়ন মার্কিন ডলার।
৬ ঘণ্টা আগে