Ajker Patrika

শুল্কযুদ্ধে ট্রাম্পের ইউ-টার্ন, সির সঙ্গে ফোনে আলাপের ঘোষণা

বিবিসি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট সি চিনপিং। ছবি: সংগৃহীত

শুল্কযুদ্ধে হঠাৎ ইউ-টার্ন নিয়ে বিশ্বকে চমকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীন ছাড়া বিশ্বের অধিকাংশ দেশের ওপর আরোপিত পাল্টা শুল্ক ৯০ দিনের জন্য স্থগিত করেছেন। তবে এসব দেশকে ১০ হারে ভিত্তি শুল্ক দিতে হবে। কিন্তু চীনের ওপর তৃতীয় দফার শুল্ক বাড়িয়ে ১২৫ শতাংশ করেন। সপ্তাহখানেক আগেও তিনি বলেছিলেন, কোনোভাবেই শুল্ক নিয়ে তিনি পিছু হটবেন না। কিন্তু চীনের উপর আরেক দফা শুল্ক বাড়িয়েও সর্বশেষ তিনি বলেছেন, বিষয়টি নিয়ে তিনি সি চিনপিংয়ের সঙ্গে ফোনে কথা বলবেন। তাঁর আশা, পরিস্থিতি বুঝে সমঝোতায় আসবেন চীনের প্রেসিডেন্ট।

ট্রাম্পের বাণিজ্যনীতি সবসময়ই ছিল চমকপ্রদ এবং আক্রমণাত্মক। ‘আমেরিকা ফার্স্ট’ নীতির নামে তিনি বারবার আন্তর্জাতিক বাণিজ্য চুক্তি ও সম্পর্ক চ্যালেঞ্জের মুখে ফেলেছেন। কিন্তু শুল্কযুদ্ধ যখন তুঙ্গে, তখন হঠাৎ ৯০ দিনের বিরতি এবং নিজে থেকে চীনের সঙ্গে আলোচনার প্রস্তাব বিস্ময়কর রাজনৈতিক ও অর্থনৈতিক ইউ-টার্ন। কারণ তিনি বরাবর বলে আসছিলেন, কোনোভাবেই শুল্ক নিয়ে পিছু হটবেন না।

নতুন ঘোষণায় গত ৫ এপ্রিল থেকে কার্যকর হওয়া ১০ শতাংশ ‘বেসলাইন’ শুল্ক হার ইউরোপীয় ইউনিয়নসহ বেশিরভাগ দেশের জন্য প্রযোজ্য। চীন, মেক্সিকো এবং কানাডা এই ঘোষণার বাইরে। বিশেষভাবে চীনকে ১২৫% শুল্ক দেওয়া হয়েছে, যা আগের চেয়ে অনেক বেশি।

কানাডা এবং মেক্সিকো এখনও তাদের আগের শুল্ক কাঠামো অনুযায়ী ব্যবসা চালাবে। এই শুল্ক মূলত ফেন্টানিল সংকটের মোকাবেলায় আরোপ করা হয়, যা এখনো অপরিবর্তিত থাকবে। এই দেশগুলোর মধ্যে ইউএস-মেক্সিকো-কানাডা চুক্তির আওতায় বাণিজ্য শুল্কমুক্ত থাকবে এবং অন্যান্য বাণিজ্যের উপর ২৫ শুল্ক আরোপ করা হবে।

বুধবার হোয়াইট হাউসে প্রেস কনফারেন্সে চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের প্রশংসা করেন ট্রাম্প। তিনি বলেন, সি বুদ্ধিমান মানুষ এবং শুল্ক নিয়ে তাঁর সঙ্গে খুব ভালো চুক্তি করা সম্ভব হবে তাঁর আশা।

ট্রাম্প আরও বলেন, সি চীনের জন্য খুবই কার্যকর ও দায়িত্বশীল সিদ্ধান্ত গ্রহণ করেন। তিনি জানেন কী করতে হবে। তিনি তার দেশকে ভালোবাসেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা সি চিনপিংয়ের সঙ্গে ফোনে কথা বলব, তারপরই আমরা বাণিজ্যিক আলোচনায় এগিয়ে যাব।’

ট্রাম্পের এই বক্তব্যে চীনের সঙ্গে শুল্কযুদ্ধে তীক্ত সম্পর্কের উন্নতির ইঙ্গিত আছে। পাশাপাশি দীর্ঘমেয়াদী বাণিজ্যিক সমঝোতায় পৌঁছানোর প্রস্তুতির কথাও আছে।

শুল্ক নীতি নিয়ে কঠোর অবস্থান থেকে সরে আসার বিষয়ে ট্রাম্প বলেন যে, কয়েকদিন ধরে শুল্ক স্থগিত করার কথা ভাবছিলেন তিনি। বুধবার খুব ভোরে তিনি সিদ্ধান্ত নিয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা আমাদের হৃদয়ের কথা লিখেছি।’ পরে তিনি তাঁর ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে শুল্ক স্থগিতের ঘোষণা দেন। ট্রাম্প আরও বলেন, ‘আমাদের ক্ষতি করতে চায় না- এমন দেশগুলোর ক্ষতি আমরাও করতে চাই না। তাঁরা সবাই আলোচনায় বসতে চায়।

এদিকে ট্রাম্পের শুল্ক আরোপের বাণিজ্য যুদ্ধের মধ্যে অস্থিরতায় বিশ্ববাজারে অস্থিরতা দেখা দেয়। মার্কিন শেয়ারবাজারে ধস নেমে বিলিয়ন বিলিয়ন ডলার মূলধন হারিয়ে গেছে। মার্কিন ট্রেজারি বন্ডের বাজারে উদ্বেগ দেখা দিয়েছে। একদিনের মধ্যে ১০ বছরের বন্ডের লাভের হার ৪.৫% এ পৌঁছেছে, যা ফেব্রুয়ারির পর সর্বোচ্চ। এর ফলে বন্ড ছাড়ার হিড়িক পড়েছে।

বিনিয়োগকারীরা যুক্তরাষ্ট্রের সরকারি বন্ডের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন। কারণ বাণিজ্য উত্তেজনা বেড়েছে এবং শুল্কের ফলে অর্থনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি হতে পারে। এর মধ্যেই ট্রাম্পের সূর নরম হলো। এই পদক্ষেপকে অনেকেই একটি বড় পরিবর্তন হিসেবে দেখছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত