Ajker Patrika

৪ ট্রিলিয়ন ডলার বাজারমূল্য ছুঁয়ে ইতিহাস গড়ল এনভিডিয়া

অনলাইন ডেস্ক
ছবি: এএফপি
ছবি: এএফপি

চিপ নির্মাতাপ্রতিষ্ঠান এনভিডিয়া বিশ্বের প্রথম পাবলিক কোম্পানি হিসেবে বাজারমূল্যে ৪ ট্রিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। দুই বছর ধরে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ঘিরে বিনিয়োগকারীদের উন্মাদনার মধ্যেই এই মাইলফলক স্পর্শ করল প্রতিষ্ঠানটি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (৯ জুলাই) সকালে এনভিডিয়ার শেয়ারমূল্য ২ দশমিক ৫ শতাংশ বেড়ে দাঁড়ায় ১৬৪ দশমিক শূন্য ২ ডলারে। ২০২৩ সালের শুরুতে যেখানে এই শেয়ারের দাম ছিল মাত্র ১৪ ডলার, সেখানে এখনকার মূল্যবৃদ্ধি অভূতপূর্ব।

এআই বুমের কেন্দ্রবিন্দুতে থাকা এনভিডিয়া এখন বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানিতে পরিণত হয়েছে, পেছনে ফেলেছে মাইক্রোসফট, অ্যাপল, আমাজন এবং গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটকে। স্টক মার্কেটের সূচক এসঅ্যান্ডপি ৫০০-তে এনভিডিয়ার প্রভাব এখন অ্যাপল ছাড়া অন্য যেকোনো কোম্পানির চেয়ে বেশি।

দুই বছর আগে এনভিডিয়ার বাজারমূল্য ছিল ৬০০ বিলিয়ন ডলারের নিচে। সেখান থেকে লাফিয়ে ৪ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে প্রতিষ্ঠানটি। এর পেছনে রয়েছে উচ্চক্ষমতাসম্পন্ন এআই চিপের অপ্রতিরোধ্য চাহিদা।

সর্বশেষ প্রান্তিকে এনভিডিয়া চীনে মার্কিন শুল্ক ও রপ্তানি নিষেধাজ্ঞার ধাক্কা সামলেও শক্তিশালী আয়ের প্রতিবেদন দিয়েছে। এই সময়ে কোম্পানিটি আয় করেছে ১৮ দশমিক ৮ বিলিয়ন ডলার, শেয়ারপ্রতি আয় ৭৬ সেন্ট। এটি গত বছরের একই সময়ের তুলনায় ২৬ শতাংশ বেশি। রাজস্ব বেড়ে দাঁড়িয়েছে ৪৪ দশমিক ১ বিলিয়ন ডলার, যা ৬৯ শতাংশ প্রবৃদ্ধি।

চীনে চিপ বিক্রিতে মার্কিন নিষেধাজ্ঞার কারণে ৪ দশমিক ৫ বিলিয়ন ডলারের ক্ষতিপূরণ সংরক্ষণ করতে হয়েছে এনভিডিয়াকে। এই ব্যয় বাদ দিলে শেয়ারপ্রতি আয় হতো ৯৬ সেন্ট, যা বিশ্লেষকদের অনুমান (৭৩ সেন্ট) ছাড়িয়ে গেছে।

এনভিডিয়া আগামী মাসে দ্বিতীয় প্রান্তিকের আয় প্রতিবেদন প্রকাশ করবে। ওয়াল স্ট্রিট আশা করছে, এই প্রান্তিকেও রেকর্ড পরিমাণ বিক্রি ও লাভ দেখাবে সান্তা ক্লারাভিত্তিক কোম্পানিটি।

এনভিডিয়া এবং অন্যান্য এআইভিত্তিক কোম্পানিগুলোর মুনাফার বিস্ফোরণ সাম্প্রতিক মাসগুলোতে এসঅ্যান্ডপি ৫০০ সূচককে একের পর এক রেকর্ড উচ্চতায় নিয়ে গেছে। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্কনীতি এবং উচ্চ মূল্যস্ফীতির শঙ্কার মধ্যেও বাজারে স্থিতিশীলতা এনেছে এসব কোম্পানির চমকপ্রদ পারফরম্যান্স।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত