Ajker Patrika

জাপানের ওপর ট্রাম্পের শুল্ক বাড়ল, দক্ষিণ কোরিয়ার ২৫% অপরিবর্তিত

আজকের পত্রিকা ডেস্ক­
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি
মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি করা জাপান ও দক্ষিণ কোরিয়ার পণ্যে ২৫ শতাংশ শুল্ক নির্ধারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তথাকথিত পারস্পরিক শুল্কহার থেকে সামান্য পরিবর্তিত নতুন শুল্কহার জানিয়ে দুই দেশের শীর্ষ কর্মকর্তাদের উদ্দেশ্যে চিঠি দিয়েছেন তিনি।

দুটি চিঠি প্রকাশ করেছেন ট্রাম্প নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ স্যোশালে পোস্ট করেছেন। চিঠিতে তিনি ঘোষণা করেছেন, উভয় দেশের পণ্যের ওপর যুক্তরাষ্ট্র ২৫ শতাংশ শুল্ক আরোপ করবে।

চিঠি দুটির ভাষা ছিল প্রায় অভিন্ন। ট্রাম্পের এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতিতে বড় রকমের প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

ট্রুথ-সোশ্যাল–১

ট্রুথ-সোশ্যাল–২

প্রেসিডেন্ট ট্রাম্প জাপান ও দক্ষিণ কোরিয়াকে যে চিঠি পাঠিয়েছেন, তাতে শুল্কহার কার্যত তেমন কোনো পরিবর্তন হয়নি।

এর আগে ২ এপ্রিল ট্রাম্প ঘোষণা দিয়েছিলেন, জাপানের ওপর ২৪ শতাংশ এবং দক্ষিণ কোরিয়ার ওপর ২৫ শতাংশ পাল্টা শুল্ক আরোপ করা হবে। আজকের চিঠিতে কেবল জাপানের হার ২৪ থেকে ২৫ শতাংশে উঠেছে—অর্থাৎ খুব সামান্যই পার্থক্য এসেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত