বৈশ্বিক আর্থিক বাজার
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের বাজারে বিশ্বের বিভিন্ন দেশের পণ্য রপ্তানির ওপর যে পাল্টা শুল্ক আরোপ করেছেন, তার জেরে বিশ্বজুড়ে আর্থিক বাজারে ধস নেমেছে। গতকাল সোমবার মন্দার তীব্রতা আরও বেড়েছে। বিনিয়োগকারীরাও ট্রাম্পের শুল্কনীতি পরিবর্তনের আশা ছেড়ে দিয়েছেন।
শেয়ারের দাম ব্যাপকভাবে পড়ে যাওয়ায় গত তিন দিনে বৈশ্বিক আর্থিক বাজারে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে সাড়ে ৯ ট্রিলিয়ন ডলার। এসঅ্যান্ডপি ৫০০ ইকুইটি ফিউচারে ৩ শতাংশ পতনের ইঙ্গিত মিলেছে এবং ভিআইএক্স সূচক ৫০-এর ওপরে উঠেছে। ইউরোপের স্টক্স ৬০০-এর সূচকের পতন হয়েছে ৫ শতাংশ। বাজার বিশ্লেষকদের ধারণা, ফেডারেল রিজার্ভ এবার সুদের হার কমানোর সিদ্ধান্ত নেবে।
এদিকে বাজারের অস্থিরতা ও বাণিজ্যযুদ্ধ এড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান সত্ত্বেও নিজেদের অবস্থানে অনড় রয়েছে ট্রাম্প প্রশাসন। টেলিভিশনে একাধিক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সাম্প্রতিক শেয়ারবাজারের পতনকে গুরুত্বহীনভাবে উল্লেখ করেছেন। বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক জোর দিয়ে বলেছেন, পরিকল্পনা অনুযায়ী পারস্পরিক শুল্ক কার্যকর করা অব্যাহত থাকবে। আরেক শীর্ষস্থানীয় উপদেষ্টা কেভিন হ্যাসেট বলেছেন, ৫০টির বেশি দেশ একটি চুক্তি নিয়ে আলোচনার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করেছে।
শুক্রবার যুক্তরাষ্ট্রের তিনটি প্রধান শেয়ারের সূচক ৫ শতাংশের বেশি কমেছে, যেখানে এসঅ্যান্ডপি ৫০০ প্রায় ৬ শতাংশ কমেছে। এটি ছিল ২০২০ সালের পর থেকে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারের জন্য সবচেয়ে খারাপ সপ্তাহ।
বাজারের এই নাজুক অবস্থা চলতি সপ্তাহেও অব্যাহত থাকতে পারে এমন ইঙ্গিত পাওয়া গেছে। যেমন সৌদি আরবের শেয়ারবাজারে যেখানে রোববারও লেনদেন হয়, সেখানে প্রায় ৭ শতাংশ দরপতন হয়েছে। এটি করোনা মহামারির পর থেকে এ পর্যন্ত এক দিনে সবচেয়ে বড় ক্ষতি বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। যুক্তরাষ্ট্রের ব্যাংকিং জায়ান্ট জেপি মরগান ভবিষ্যদ্বাণী করেছে, ট্রাম্পের শুল্ক ঘোষণার পর বৈশ্বিক মন্দার আশঙ্কা ৬০ শতাংশ।
রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইউরোপ ও এশিয়ার দেশগুলো একটি চুক্তির জন্য মরিয়া হয়ে আছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের বাজারে বিশ্বের বিভিন্ন দেশের পণ্য রপ্তানির ওপর যে পাল্টা শুল্ক আরোপ করেছেন, তার জেরে বিশ্বজুড়ে আর্থিক বাজারে ধস নেমেছে। গতকাল সোমবার মন্দার তীব্রতা আরও বেড়েছে। বিনিয়োগকারীরাও ট্রাম্পের শুল্কনীতি পরিবর্তনের আশা ছেড়ে দিয়েছেন।
শেয়ারের দাম ব্যাপকভাবে পড়ে যাওয়ায় গত তিন দিনে বৈশ্বিক আর্থিক বাজারে ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে সাড়ে ৯ ট্রিলিয়ন ডলার। এসঅ্যান্ডপি ৫০০ ইকুইটি ফিউচারে ৩ শতাংশ পতনের ইঙ্গিত মিলেছে এবং ভিআইএক্স সূচক ৫০-এর ওপরে উঠেছে। ইউরোপের স্টক্স ৬০০-এর সূচকের পতন হয়েছে ৫ শতাংশ। বাজার বিশ্লেষকদের ধারণা, ফেডারেল রিজার্ভ এবার সুদের হার কমানোর সিদ্ধান্ত নেবে।
এদিকে বাজারের অস্থিরতা ও বাণিজ্যযুদ্ধ এড়াতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আহ্বান সত্ত্বেও নিজেদের অবস্থানে অনড় রয়েছে ট্রাম্প প্রশাসন। টেলিভিশনে একাধিক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সাম্প্রতিক শেয়ারবাজারের পতনকে গুরুত্বহীনভাবে উল্লেখ করেছেন। বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক জোর দিয়ে বলেছেন, পরিকল্পনা অনুযায়ী পারস্পরিক শুল্ক কার্যকর করা অব্যাহত থাকবে। আরেক শীর্ষস্থানীয় উপদেষ্টা কেভিন হ্যাসেট বলেছেন, ৫০টির বেশি দেশ একটি চুক্তি নিয়ে আলোচনার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে যোগাযোগ করেছে।
শুক্রবার যুক্তরাষ্ট্রের তিনটি প্রধান শেয়ারের সূচক ৫ শতাংশের বেশি কমেছে, যেখানে এসঅ্যান্ডপি ৫০০ প্রায় ৬ শতাংশ কমেছে। এটি ছিল ২০২০ সালের পর থেকে যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারের জন্য সবচেয়ে খারাপ সপ্তাহ।
বাজারের এই নাজুক অবস্থা চলতি সপ্তাহেও অব্যাহত থাকতে পারে এমন ইঙ্গিত পাওয়া গেছে। যেমন সৌদি আরবের শেয়ারবাজারে যেখানে রোববারও লেনদেন হয়, সেখানে প্রায় ৭ শতাংশ দরপতন হয়েছে। এটি করোনা মহামারির পর থেকে এ পর্যন্ত এক দিনে সবচেয়ে বড় ক্ষতি বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম। যুক্তরাষ্ট্রের ব্যাংকিং জায়ান্ট জেপি মরগান ভবিষ্যদ্বাণী করেছে, ট্রাম্পের শুল্ক ঘোষণার পর বৈশ্বিক মন্দার আশঙ্কা ৬০ শতাংশ।
রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইউরোপ ও এশিয়ার দেশগুলো একটি চুক্তির জন্য মরিয়া হয়ে আছে।
বিশ্বজুড়ে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ নিরাপদ হলেও দেশের পরিস্থিতি ভিন্ন। এ খাতে বিনিয়োগ করে মুনাফা দূরে থাক, মূলধন ফেরত পাওয়া নিয়েই দেখা দেয় অনিশ্চয়তা। এ পরিস্থিতি থেকে উত্তরণে নতুন মিউচুয়াল ফান্ড বিধিমালা হচ্ছে। এই বিধিমালা অনুযায়ী, ভবিষ্যতে আর কোনো ক্লোজ এন্ড বা মেয়াদি মিউচুয়াল ফান্ড বাজারে আসতে দেওয়া
৩ ঘণ্টা আগেনিরাপদ ও স্বস্তিকর ব্যবসার পরিবেশ দাবি করেছেন দেশের গাড়ি ব্যবসায়ীরা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন গাড়ি বিক্রয়কেন্দ্রে চাঁদাবাজি ও হামলার ঘটনা ঘটছে, কিন্তু অপরাধীরা ধরা পড়ছে না। দ্রুত ব্যবস্থা না নিলে আগামী মাস থেকে গাড়ি ছাড়, নিবন্ধন ও সরকারকে রাজস্ব প্রদান বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দ
৫ ঘণ্টা আগেআগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে প্রশাসনিক ব্যস্ততা বাড়বে, মাঠের কাজে মনোযোগ কমবে, এমন আশঙ্কা থেকেই সরকার এবার আগেভাগে পদক্ষেপ নিয়েছে। উন্নয়ন প্রকল্পের গতি ধরে রাখতে সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি বা আরএডিপি প্রণয়নের কাজ শুরু হয়েছে ছয় মাস আগেই।
৫ ঘণ্টা আগেদেশের বাজারে সোনার দাম নতুন ইতিহাস গড়ছে। সবশেষ আজ রোববার (১৯ অক্টোবর) রাতে দেওয়া এক বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ার কথা জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। আগামীকাল সোমবার থেকে বাজুসের ঘোষিত নতুন দাম কার্যকর হবে। বাজুসের তথ্য অনুযায়ী, নতুন দরে প্রতি ভরিতে সোনার দাম বেড়েছে ১ হাজার ৫০ টাকা।
৭ ঘণ্টা আগে