আজকের পত্রিকা ডেস্ক
বিদায়ী সপ্তাহে শেয়ারবাজারে দাপট দেখিয়েছে বি ক্যাটাগরিতে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড। টানা পাঁচ কার্যদিবসেই বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে ছিল এই কোম্পানি।
ফলে সপ্তাহটিতে পুঁজিবাজারে দরবৃদ্ধির শীর্ষে জায়গা করে নিয়েছে ড্রাগন সোয়েটার। এই সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৬৭ কোটি টাকার বেশি। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য বিশ্লেষণ করে এই চিত্র পাওয়া গেছে।
গত সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ড্রাগন সোয়েটারের প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ১১ টাকা ৫০ পয়সা, যা আগের সপ্তাহ শেষে ছিল ৮ টাকা ৩০ পয়সা। অর্থাৎ গত সপ্তাহের পাঁচ কর্মদিবসে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৩ টাকা ২০ পয়সা বা ৩৮ দশমিক ৫৫ শতাংশ।
কোম্পানিটির শেয়ারের সংখ্যা ২১ কোটি ৭ লাখ ৯৩ হাজার ২৭৫। ফলে এক সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দাম সম্মিলিতভাবে বেড়েছে ৬৭ কোটি ৪৫ লাখ ৩৮ হাজার ৪৮০ টাকা।
২০১৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড এখন বি ক্যাটাগরিতে তালিকাভুক্ত। সর্বশেষ ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের মাত্র ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এর আগে ২০২২ সালে ২ শতাংশ নগদ এবং ২০২১ সালে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয় কোম্পানিটি।
কোম্পানির শেয়ারের ৩২ দশমিক ১৭ শতাংশ রয়েছে উদ্যোক্তার কাছে। ৫৪ দশমিক ৭১ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ১৩ দশমিক ১২ শতাংশ।
এই কোম্পানির চেয়ারম্যান হিসেবে আছেন বিজিএমইএর সাবেক প্রেসিডেন্ট মোস্তফা গোলাম কুদ্দুস। পরিচালনা পর্ষদের বেশিরভাগ সদস্য তাঁর পরিবারের লোকজন। মোস্তফা গোলাম কুদ্দুস পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনালী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির সাবেক চেয়ারম্যান।
সোনালী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি থেকে প্রতারণা ও জাল-জালিয়াতির মাধ্যমে জাল চুক্তিনামা তৈরি করে অবৈধভাবে প্রায় ১৮৮ কোটি টাকা উত্তোলনের অভিযোগে তার ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা আছে। সেই মামলার তাঁদের বিরুদ্ধে বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
ড্রাগন সোয়েটারের পরে গত সপ্তাহে বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় ছিল মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ার। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ২৮ দশমিক ৪১ শতাংশ। ১৬ দশমিক ৯৬ শতাংশ দাম বাড়ার মাধ্যমে পরের স্থানে রয়েছে ঢাকা ডাইং।
এছাড়া গত সপ্তাহে দরবৃদ্ধির শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেশ গার্মেন্টসের ১৬ দশমিক ৩৮ শতাংশ, এমএল ডাইংয়ের ১৩ দশমিক ৫৮, দুলামিয়া কটনের ১৩ দশমিক ৫৫, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১৩ দশমিক ২৩, গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডের ১১ দশমিক ৯০, ন্যাশনাল ব্যাংকের ১১ দশমিক ৫৪ এবং ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১১ দশমিক ১১ শতাংশ দাম বেড়েছে।
বিদায়ী সপ্তাহে শেয়ারবাজারে দাপট দেখিয়েছে বি ক্যাটাগরিতে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড। টানা পাঁচ কার্যদিবসেই বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে ছিল এই কোম্পানি।
ফলে সপ্তাহটিতে পুঁজিবাজারে দরবৃদ্ধির শীর্ষে জায়গা করে নিয়েছে ড্রাগন সোয়েটার। এই সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৬৭ কোটি টাকার বেশি। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য বিশ্লেষণ করে এই চিত্র পাওয়া গেছে।
গত সপ্তাহের শেষ কার্যদিবস শেষে ড্রাগন সোয়েটারের প্রতিটি শেয়ারের দাম দাঁড়িয়েছে ১১ টাকা ৫০ পয়সা, যা আগের সপ্তাহ শেষে ছিল ৮ টাকা ৩০ পয়সা। অর্থাৎ গত সপ্তাহের পাঁচ কর্মদিবসে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৩ টাকা ২০ পয়সা বা ৩৮ দশমিক ৫৫ শতাংশ।
কোম্পানিটির শেয়ারের সংখ্যা ২১ কোটি ৭ লাখ ৯৩ হাজার ২৭৫। ফলে এক সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দাম সম্মিলিতভাবে বেড়েছে ৬৭ কোটি ৪৫ লাখ ৩৮ হাজার ৪৮০ টাকা।
২০১৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেড এখন বি ক্যাটাগরিতে তালিকাভুক্ত। সর্বশেষ ২০২৩ সালের ৩০ জুন সমাপ্ত বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের মাত্র ১ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। এর আগে ২০২২ সালে ২ শতাংশ নগদ এবং ২০২১ সালে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দেয় কোম্পানিটি।
কোম্পানির শেয়ারের ৩২ দশমিক ১৭ শতাংশ রয়েছে উদ্যোক্তার কাছে। ৫৪ দশমিক ৭১ শতাংশ সাধারণ বিনিয়োগকারীদের কাছে এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে রয়েছে ১৩ দশমিক ১২ শতাংশ।
এই কোম্পানির চেয়ারম্যান হিসেবে আছেন বিজিএমইএর সাবেক প্রেসিডেন্ট মোস্তফা গোলাম কুদ্দুস। পরিচালনা পর্ষদের বেশিরভাগ সদস্য তাঁর পরিবারের লোকজন। মোস্তফা গোলাম কুদ্দুস পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনালী লাইফ ইনস্যুরেন্স কোম্পানির সাবেক চেয়ারম্যান।
সোনালী লাইফ ইনস্যুরেন্স কোম্পানি থেকে প্রতারণা ও জাল-জালিয়াতির মাধ্যমে জাল চুক্তিনামা তৈরি করে অবৈধভাবে প্রায় ১৮৮ কোটি টাকা উত্তোলনের অভিযোগে তার ও পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা আছে। সেই মামলার তাঁদের বিরুদ্ধে বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত।
ড্রাগন সোয়েটারের পরে গত সপ্তাহে বিনিয়োগকারীদের পছন্দের তালিকায় ছিল মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ার। সপ্তাহজুড়ে কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ২৮ দশমিক ৪১ শতাংশ। ১৬ দশমিক ৯৬ শতাংশ দাম বাড়ার মাধ্যমে পরের স্থানে রয়েছে ঢাকা ডাইং।
এছাড়া গত সপ্তাহে দরবৃদ্ধির শীর্ষ প্রতিষ্ঠানগুলোর মধ্যে দেশ গার্মেন্টসের ১৬ দশমিক ৩৮ শতাংশ, এমএল ডাইংয়ের ১৩ দশমিক ৫৮, দুলামিয়া কটনের ১৩ দশমিক ৫৫, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১৩ দশমিক ২৩, গোল্ডেন জুবিলি মিউচুয়াল ফান্ডের ১১ দশমিক ৯০, ন্যাশনাল ব্যাংকের ১১ দশমিক ৫৪ এবং ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১১ দশমিক ১১ শতাংশ দাম বেড়েছে।
ব্যবসায়ীদের তীব্র বিরোধিতার মধ্যেই চট্টগ্রাম বন্দরে বহুল আলোচিত বর্ধিত মাশুল কার্যকর হয়েছে। বুধবার থেকে এই নতুন হার অনুযায়ী বন্দর ফি আদায় শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দরের সচিব ও মুখপাত্র ওমর ফারুক। তিনি জানান, গত মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ১২টার পর থেকে বন্দরে অবস্থানরত জাহাজ...
১২ ঘণ্টা আগেউপদেষ্টা বলেন, প্রায় ১০০ কোটি টাকার ফান্ড দিয়ে জেডিপিসির মাধ্যমে প্রায় ১ হাজার ৬ জন উদ্যোক্তার অন্তর্ভুক্তির মাধ্যমে চেষ্টা করছি বাজারে পাটের একটা সাংস্কৃতিক পরিবর্তন আনতে। পাটের স্কয়ার মিটার, মাইলেজের পরিধি বাড়াতে গবেষণার দরকার। র্যাপিং (মোড়ক) উপকরণ হিসেবে বিশ্বব্যাপী পাটের বিশাল বাজার আছে।
১৮ ঘণ্টা আগেসিঙ্গার বাংলাদেশ লিমিটেড এবং মেটলাইফ বাংলাদেশের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এই অংশীদারত্বের মাধ্যমে মেটলাইফ বাংলাদেশের নির্দিষ্ট গ্রাহকেরা উপভোগ করতে পারবেন সিঙ্গার বাংলাদেশের নির্বাচিত পণ্যের ওপর বিশেষ ছাড় এবং এক্সক্লুসিভ সুবিধা।
২১ ঘণ্টা আগেদেশে ব্যাংক খাতের এক অদ্ভুত বৈপরীত্য বিরাজ করছে। বড় ঋণখেলাপিরা কয়েক শ থেকে কয়েক হাজার কোটি টাকা ফেরত না দিলেও তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না। অন্যদিকে ছোট ঋণের জন্য গরিব কৃষক কিংবা সাধারণ মানুষ সামান্য দেরি বা কয়েক শ টাকার ঘাটতি হলে কঠোর হয়রানির শিকার হন; এমনকি হাতকড়া...
১ দিন আগে