Ajker Patrika

মূল্যসূচকের বড় পতনেও ডিএসইতে লেনদেন বেড়েছে ১০৫ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ৫৬
Thumbnail image

দেশের পুঁজিবাজারে মূল্যসূচকের আবার বড় পতন হয়েছে। আজ রোববার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক কমেছে ৬৪ পয়েন্ট। আর অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচক কমেছে ১৯৬ পয়েন্ট। এ ছাড়া আজ পুঁজিবাজারে লেনদেনকৃত বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দামও কমেছে। তবে সূচকে ধস নামলেও ডিএসইতে আজ সার্বিক শেয়ার লেনদেনের পরিমাণ আগের দিনের চেয়ে বেড়েছে প্রায় ১০৫ কোটি টাকা।

পুঁজিবাজার সূত্রে জানা গেছে, রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৬৪ পয়েন্ট কমে ৬ হাজার ৯২০ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ্ ৮ পয়েন্ট কমে ১ হাজার ৪৬৪ পয়েন্টে অবস্থান করছে। আর বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ২৮ পয়েন্ট কমে ২ হাজার ৬০৪ পয়েন্টে অবস্থান করছে।

এ ছাড়া ডিএসইতে আজ লেনদেনকৃত অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারের দরপতন হয়েছে। লেনদেনকৃত ৩৭৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম কমেছে ২৪২টির, বেড়েছে ৯৯টির এবং ৩৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম অপরিবর্তিত ছিল।

তবে সূচকের বড় পতন হলেও ডিএসইতে আজ লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে ১০৪ কোটি ৭৮ লাখ টাকা। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ১ হাজার ১৪৮ কোটি ২৩ লাখ টাকার শেয়ার। আগের কার্যদিবস বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৪৩ কোটি ৪৫ লাখ টাকা।

আজ ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষস্থানীয় ১০ প্রতিষ্ঠান হলো ওয়ান ব্যাংক, বেক্সিমকো লিমিটেড, সাইফ পাওয়ার, সোনালী পেপার, ফরচুন সুজ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, আইএফআইসি ব্যাংক, ডেলটা লাইফ ইনস্যুরেন্স ও জিএসপি ফাইন্যান্স।

রোববার দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১৯৬ পয়েন্ট কমেছে। সিএসইতে লেনদেনকৃত ২৯৭টি প্রতিষ্ঠানের মধ্যে দাম কমেছে ১৯৯টির, বেড়েছে ৮৪টির এবং ১৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত ছিল। সিএসইতে আজ মোট ৪৩ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন সিএসইতে লেনদেনের পরিমাণ ছিল ৩৯ কোটি ৪৮ লাখ টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত