নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের পুঁজিবাজারে সবকটি মূল্যসূচকের বড় দরপতনের পাশাপাশি কমেছে শেয়ার লেনদেনের পরিমাণ। এ ছাড়া পুঁজিবাজারে কমেছে লেনদেনকৃত অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম।
গতকাল রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের বড় পতনের পাশাপাশি গত সাত মাসের মধ্যে সর্বনিম্ন শেয়ার লেনদেন হয়েছে। তবে সূচক কমলেও দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ শেয়ার লেনদেনের পরিমাণ বেড়েছে।
পুঁজিবাজার সূত্রে জানা গেছে, ডিএসইতে দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৭৮ পয়েন্ট কমে ছয় হাজার ৭৭৩ পয়েন্টে নেমেছে। এর আগে গত ১০ অক্টোবর ডিএসইএক্স সূচক ৭ হাজার ৩৬৭ দশমিক ৯৯ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড হয়েছিল।
ডিএসইর অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ২৬ পয়েন্ট কমে দুই হাজার ৫৭৬ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ্ সূচক ১৩ পয়েন্ট কমে এক হাজার ৪২৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
রোববার ডিএসইতে লেনদেনকৃত ৩৭২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম কমেছে ২৯১ টির, বেড়েছে ৬৬ টির এবং অপরিবর্তিত ছিল ১৫ টির শেয়ার ও ইউনিটের দাম। ডিএসইতে আজ ৮৩৩ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা চলতি বছরের ২৭ এপ্রিলের পর সর্বনিম্ন। ২৭ এপ্রিল ডিএসইতে ৮২৪ কোটি ৩৬ লাখ টাকার লেনদেন হয়। আর আগের কার্যদিবসের চেয়ে ডিএসইতে লেনদেন কমেছে ১৬ কোটি টাকা।
লেনদেন খরার বাজারে টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ৯১ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ওয়ান ব্যাংকের ৫৭ কোটি ১৫ লাখ টাকার লেনদেন হয়েছে। ৪৬ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে আইএফআইসি ব্যাংক।
এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষস্থানীয় দশ প্রতিষ্ঠান হলো-বেক্সিমকো লিমিটেড, ওয়ান ব্যাংক, আইএফআইসি ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইল, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, আনোয়ার গ্যালভানাইজিং, ওরিয়ন ফার্মা, সাইফ পাওয়ারটেক এবং এনআরবিসি ব্যাংক।
আজ দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ২২০ পয়েন্ট। সিএসইতে লেনদেনকৃত ২৬৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম কমেছে ১৯২ টির, বেড়েছে ৫৩ টির এবং ২১ টির দাম অপরিবর্তিত ছিল। সিএসইতে রোববার লেনদেন হয়েছে ৩৯ কোটি ৪৯ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৪ কোটি টাকা বেশি।
এদিকে পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং কেন্দ্রীয় ব্যাংকের মধ্যকার সাম্প্রতিক মতবিরোধের কারণে পুঁজিবাজারে দরপতন হচ্ছে।
দেশের পুঁজিবাজারে সবকটি মূল্যসূচকের বড় দরপতনের পাশাপাশি কমেছে শেয়ার লেনদেনের পরিমাণ। এ ছাড়া পুঁজিবাজারে কমেছে লেনদেনকৃত অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম।
গতকাল রোববার সপ্তাহের প্রথম কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচকের বড় পতনের পাশাপাশি গত সাত মাসের মধ্যে সর্বনিম্ন শেয়ার লেনদেন হয়েছে। তবে সূচক কমলেও দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) আজ শেয়ার লেনদেনের পরিমাণ বেড়েছে।
পুঁজিবাজার সূত্রে জানা গেছে, ডিএসইতে দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ৭৮ পয়েন্ট কমে ছয় হাজার ৭৭৩ পয়েন্টে নেমেছে। এর আগে গত ১০ অক্টোবর ডিএসইএক্স সূচক ৭ হাজার ৩৬৭ দশমিক ৯৯ পয়েন্টে পৌঁছে নতুন রেকর্ড হয়েছিল।
ডিএসইর অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ২৬ পয়েন্ট কমে দুই হাজার ৫৭৬ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসই শরিয়াহ্ সূচক ১৩ পয়েন্ট কমে এক হাজার ৪২৯ পয়েন্টে দাঁড়িয়েছে।
রোববার ডিএসইতে লেনদেনকৃত ৩৭২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম কমেছে ২৯১ টির, বেড়েছে ৬৬ টির এবং অপরিবর্তিত ছিল ১৫ টির শেয়ার ও ইউনিটের দাম। ডিএসইতে আজ ৮৩৩ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা চলতি বছরের ২৭ এপ্রিলের পর সর্বনিম্ন। ২৭ এপ্রিল ডিএসইতে ৮২৪ কোটি ৩৬ লাখ টাকার লেনদেন হয়। আর আগের কার্যদিবসের চেয়ে ডিএসইতে লেনদেন কমেছে ১৬ কোটি টাকা।
লেনদেন খরার বাজারে টাকার অঙ্কে ডিএসইতে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ৯১ কোটি ৭২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা ওয়ান ব্যাংকের ৫৭ কোটি ১৫ লাখ টাকার লেনদেন হয়েছে। ৪৬ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে আইএফআইসি ব্যাংক।
এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষস্থানীয় দশ প্রতিষ্ঠান হলো-বেক্সিমকো লিমিটেড, ওয়ান ব্যাংক, আইএফআইসি ব্যাংক, প্যারামাউন্ট টেক্সটাইল, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, আনোয়ার গ্যালভানাইজিং, ওরিয়ন ফার্মা, সাইফ পাওয়ারটেক এবং এনআরবিসি ব্যাংক।
আজ দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ২২০ পয়েন্ট। সিএসইতে লেনদেনকৃত ২৬৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম কমেছে ১৯২ টির, বেড়েছে ৫৩ টির এবং ২১ টির দাম অপরিবর্তিত ছিল। সিএসইতে রোববার লেনদেন হয়েছে ৩৯ কোটি ৪৯ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৪ কোটি টাকা বেশি।
এদিকে পুঁজিবাজার সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং কেন্দ্রীয় ব্যাংকের মধ্যকার সাম্প্রতিক মতবিরোধের কারণে পুঁজিবাজারে দরপতন হচ্ছে।
লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী স্থলবন্দর দিয়ে অনির্দিষ্টকালের জন্য পাথর আমদানি বন্ধ রেখেছে অধিকাংশ আমদানিকারক। ভারত ও ভুটান থেকে প্রতি টন পাথরের আমদানি মূল্য ৩ থেকে ৫ ডলার বৃদ্ধি করায় গতকাল শনিবার সকাল থেকে এ সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
৩ ঘণ্টা আগেগ্যাসের অভাবে বিদ্যুৎ উৎপাদনে সমস্যা তৈরি হচ্ছে, যা শিল্প ও বাণিজ্যকে প্রভাবিত করছে। নতুন কূপ খননের মাধ্যমে গ্যাস উৎপাদন বাড়ালে বিদ্যুৎ ও শিল্পের সক্ষমতা বাড়বে এবং গ্যাসের মূল্য স্থিতিশীল থাকবে। ফলে অর্থনীতি আরও শক্তিশালী হবে। এ লক্ষ্যে সিলেট-১২ নম্বর কূপ, তিতাস ও কামতা ফিল্ডে চারটি উন্নয়ন কূপ খনন এ
৩ ঘণ্টা আগেছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠন করলে বিএনপি স্বাগত জানানোর পাশাপাশি সহযোগিতাও করবে। কিন্তু সরকারে থেকে দল গঠন করলে দেশের মানুষ সেটা মেনে নেবে না বলেও সতর্ক করেছেন বিএনপির মহাসচিব।
৪ ঘণ্টা আগেপণ্যের মান নিয়ন্ত্রণের জন্য বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজ (বিসিআই), জাতীয় ভোক্তা অধিদপ্তর ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এর ফলে কাজের দক্ষতা বাড়বে এবং সেবা গ্রহণ সহজ হবে।
৫ ঘণ্টা আগে