নিজস্ব প্রতিবেদক
ঢাকা: করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনের অষ্টম দিন বুধবার সূচকের সামান্য উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন শেষ হয়েছে।
এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে। তবে এ নিয়ে ১৩ থেকে ২১ এপ্রিল টানা সাত কার্যদিবস দেশের পুঁজিবাজারে সূচকের উত্থান হয়েছে।
পুঁজিবাজার সূত্রে জানা গেছে, ডিএসইতে বুধবার এক হাজার ৭৭৬ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইতে ৫২৫ কোটি টাকার লেনদেন কমেছে। আগের দিন ডিএসইতে গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ এক হাজার ২৯৯ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
পুঁজিবাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স এক পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৪২৩ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইর শরীয়াহ সূচক ০.৪ পয়েন্ট কমে এবং ডিএসই-৩০ সূচক এক পয়েন্ট বেড়ে যথাক্রমে ১২৩৩ ও ২০৮৩ পয়েন্টে অবস্থান করছে।
বুধবার ডিএসইতে ৩৫৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩০টি, কোম্পানি কমেছে ১৫৭টি এবং অপরিবর্তিত ছিল ৬৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম।
বুধবার লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান- বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মা, রবি, বিডি ফাইন্যান্স, লংকাবাংলা, লাফার্জহোলসিম, এশিয়া প্যাসিফিক ইনস্যুরেন্স, বিএটিবিসি, সামিট পাওয়ার ও অগ্রণী ইন্স্যুরেন্স।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এ দিন ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৭১১ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৪২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০২টির, কমেছে ৯৬টি এবং অপরিবর্তিত ছিল ৪৪টির কোম্পানির শেয়ার দাম।
সিএসইতে বুধবার ৩৩ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৩৮ কোটি টাকা কম। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ৭১ কোটি ৪৯ লাখ টাকার।
ঢাকা: করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনের অষ্টম দিন বুধবার সূচকের সামান্য উত্থানের মধ্য দিয়ে পুঁজিবাজারে লেনদেন শেষ হয়েছে।
এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে। তবে এ নিয়ে ১৩ থেকে ২১ এপ্রিল টানা সাত কার্যদিবস দেশের পুঁজিবাজারে সূচকের উত্থান হয়েছে।
পুঁজিবাজার সূত্রে জানা গেছে, ডিএসইতে বুধবার এক হাজার ৭৭৬ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইতে ৫২৫ কোটি টাকার লেনদেন কমেছে। আগের দিন ডিএসইতে গত তিন মাসের মধ্যে সর্বোচ্চ এক হাজার ২৯৯ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
পুঁজিবাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স এক পয়েন্ট বেড়ে পাঁচ হাজার ৪২৩ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইর শরীয়াহ সূচক ০.৪ পয়েন্ট কমে এবং ডিএসই-৩০ সূচক এক পয়েন্ট বেড়ে যথাক্রমে ১২৩৩ ও ২০৮৩ পয়েন্টে অবস্থান করছে।
বুধবার ডিএসইতে ৩৫৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩০টি, কোম্পানি কমেছে ১৫৭টি এবং অপরিবর্তিত ছিল ৬৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম।
বুধবার লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান- বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মা, রবি, বিডি ফাইন্যান্স, লংকাবাংলা, লাফার্জহোলসিম, এশিয়া প্যাসিফিক ইনস্যুরেন্স, বিএটিবিসি, সামিট পাওয়ার ও অগ্রণী ইন্স্যুরেন্স।
দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এ দিন ২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৭১১ পয়েন্টে। এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৪২টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০২টির, কমেছে ৯৬টি এবং অপরিবর্তিত ছিল ৪৪টির কোম্পানির শেয়ার দাম।
সিএসইতে বুধবার ৩৩ কোটি ৮২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৩৮ কোটি টাকা কম। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ৭১ কোটি ৪৯ লাখ টাকার।
অসুস্থতা, দুর্ঘটনাসহ বিপদে-আপদে বিশ্বজুড়ে মানুষের ভরসার কেন্দ্র ‘বিমা’। বিমা পলিসি করা থাকলেই হাসপাতালের বিল পরিশোধ বা দুর্ঘটনার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে কোনো চিন্তা করতে হয় না গ্রাহককে। গ্রাহকের হয়ে বিমা কোম্পানিই সব শোধ করে দেয়। কিন্তু বাংলাদেশের বিমা খাত এখনো সেই ভরসার জায়গা হয়ে উঠতে পারেনি।
৭ ঘণ্টা আগেপেঁয়াজের মৌসুম এখনো শেষ হয়নি। তার আগেই দাম বাড়তে শুরু করেছে। বাজারে দাম আরও বাড়বে; সেই আশায় কৃষক, ফড়িয়া, ব্যবসায়ী—সবাই সাধ্যমতো পেঁয়াজ ধরে রাখছেন, সুবিধামতো সময়ে ছাড়ছেন অল্প অল্প করে। আর এতেই মোকামে বাড়ছে পণ্যটির দাম, যার প্রভাব পড়ছে পাইকারি ও খুচরা বাজারে।
৭ ঘণ্টা আগেদক্ষিণ এশিয়ার বাণিজ্য মানচিত্রে বাংলাদেশের অবস্থান বদলে দিতে যাচ্ছে মাতারবাড়ী। বহুল কাঙ্ক্ষিত গভীর সমুদ্রবন্দর প্রকল্পটি এখন আর কাগজে আঁকা স্বপ্ন নয়, সেটি বাস্তবায়নের মোক্ষম বাঁক পেরিয়ে প্রবেশ করতে যাচ্ছে নির্মাণপর্বে। এ লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার ঢাকায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সঙ্গে জাপানের দুটি
৭ ঘণ্টা আগে৪৭০ কোটি ডলারের ঋণ কর্মসূচির আওতায় চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ ছাড় নিয়ে বাংলাদেশ সফর শেষ করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিদল। তবে এবারের মিশনে পূর্বের মতো সফরের শেষে ‘স্টাফ লেভেল অ্যাগ্রিমেন্ট’ হয়নি। আইএমএফের এই সিদ্ধান্ত, অর্থাৎ চুক্তি ছাড়াই মিশন শেষ করা, পূর্বের রীতি থেকে একটি বড়
৮ ঘণ্টা আগে