নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের পুঁজিবাজারে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়লেও সার্বিক শেয়ার লেনদেনের পরিমাণ কমেছে। আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক সামান্য বাড়লেও আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে।
পুঁজিবাজার সূত্রে জানা গেছে, বৈরী আবহাওয়ার মধ্যেও আজ ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৯৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এর মাধ্যমে টানা চার কার্যদিবসে মূল্যসূচকের উত্থান হওয়ায় ডিএসইর প্রধান সূচক ২৭৪ পয়েন্ট বাড়ল।
ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ্ সূচক ৩ পয়েন্ট বেড়ে এবং ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট কমে গিয়ে যথাক্রমে ১৪৬৪ ও ২৬৩৪ পয়েন্টে অবস্থান করছে। আজ ডিএসইতে লেনদেনের বিশেষ দিক হলো বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার প্রবণতা থাকলেও বড় আকারের মূলধনসম্পন্ন অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দাম কমা। ফলে লেনদেনের শেষ পর্যন্ত প্রায় দ্বিগুণ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার পরও সূচকের বড় উত্থান হয়নি।
সোমবার ডিএসইতে ৮৮৭ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। আগের কার্যদিবস রোববারের চেয়ে ডিএসইতে লেনদেন কমেছে ৭ কোটি টাকা। আগের দিন ডিএসইতে ৮৯৪ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছিল।
অন্যদিকে আজ ডিএসইতে লেনদেনকৃত ৩৭১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম বেড়েছে ২১৮টির, কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত ছিল ৩৫টির দাম।
সোমবার শেয়ার লেনদেনের দিক থেকে শীর্ষস্থানীয় ১০ প্রতিষ্ঠান হলো বেক্সিমকো লিমিটেড, জেনেক্স ইনফোসিস, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সেনা কল্যাণ ইনস্যুরেন্স, ওয়ান ব্যাংক, ম্যাকসন স্পিনিং, সোনালি পেপার, ফরচুন সু, অরিয়ন ফার্মা এবং আইএফআইসি ব্যাংক।
আজ দেশের অপর পুঁজিবাজার সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২০ হাজার ৪০২ পয়েন্টে। সিএসইতে লেনদেনকৃত ২৭০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৪৮টির, কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত ছিল ২৯টির শেয়ারের দাম।
সোমবার সিএসইতে মোট ৩৫ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ২৮ কোটি টাকা কম। আগের দিন সিএসইতে ৬৩ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
দেশের পুঁজিবাজারে বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়লেও সার্বিক শেয়ার লেনদেনের পরিমাণ কমেছে। আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক সামান্য বাড়লেও আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে।
পুঁজিবাজার সূত্রে জানা গেছে, বৈরী আবহাওয়ার মধ্যেও আজ ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১২ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৯৭৮ পয়েন্টে দাঁড়িয়েছে। এর মাধ্যমে টানা চার কার্যদিবসে মূল্যসূচকের উত্থান হওয়ায় ডিএসইর প্রধান সূচক ২৭৪ পয়েন্ট বাড়ল।
ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ্ সূচক ৩ পয়েন্ট বেড়ে এবং ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট কমে গিয়ে যথাক্রমে ১৪৬৪ ও ২৬৩৪ পয়েন্টে অবস্থান করছে। আজ ডিএসইতে লেনদেনের বিশেষ দিক হলো বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার প্রবণতা থাকলেও বড় আকারের মূলধনসম্পন্ন অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার দাম কমা। ফলে লেনদেনের শেষ পর্যন্ত প্রায় দ্বিগুণ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বাড়ার পরও সূচকের বড় উত্থান হয়নি।
সোমবার ডিএসইতে ৮৮৭ কোটি ১৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। আগের কার্যদিবস রোববারের চেয়ে ডিএসইতে লেনদেন কমেছে ৭ কোটি টাকা। আগের দিন ডিএসইতে ৮৯৪ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছিল।
অন্যদিকে আজ ডিএসইতে লেনদেনকৃত ৩৭১টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের মধ্যে দাম বেড়েছে ২১৮টির, কমেছে ১১৮টির এবং অপরিবর্তিত ছিল ৩৫টির দাম।
সোমবার শেয়ার লেনদেনের দিক থেকে শীর্ষস্থানীয় ১০ প্রতিষ্ঠান হলো বেক্সিমকো লিমিটেড, জেনেক্স ইনফোসিস, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সেনা কল্যাণ ইনস্যুরেন্স, ওয়ান ব্যাংক, ম্যাকসন স্পিনিং, সোনালি পেপার, ফরচুন সু, অরিয়ন ফার্মা এবং আইএফআইসি ব্যাংক।
আজ দেশের অপর পুঁজিবাজার সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই ১৩ পয়েন্ট কমে অবস্থান করছে ২০ হাজার ৪০২ পয়েন্টে। সিএসইতে লেনদেনকৃত ২৭০টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৪৮টির, কমেছে ৯৩টির এবং অপরিবর্তিত ছিল ২৯টির শেয়ারের দাম।
সোমবার সিএসইতে মোট ৩৫ কোটি ২০ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ২৮ কোটি টাকা কম। আগের দিন সিএসইতে ৬৩ কোটি ৩২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
দুই মাস ধরে কিছুটা গতি ফিরেছে দেশের পুঁজিবাজারে। তার আগের পরিস্থিতি মোটেও সুখকর ছিল না। সব মিলিয়ে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার এক বছরে আগের বছরের তুলনায় বাজারের লেনদেন ১৯ শতাংশের বেশি কমেছে। একই সময়ে প্রধান সূচক নেমেছে ৮ শতাংশের বেশি।
৫ ঘণ্টা আগেপ্রথমবারের মতো কোনো ঋণ ছাড়া সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে চীন থেকে দুটি আধুনিক জাহাজ কিনতে যাচ্ছে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)।
১০ ঘণ্টা আগেবাজারে দামের ঊর্ধ্বগতির মধ্যে দেশের সাধারণ মানুষকে স্বস্তির খবর দিল ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগামীকাল রোববার (১০ আগস্ট) থেকে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় ভ্রাম্যমাণ ট্রাকে ভর্তুকিমূল্যে ভোজ্যতেল, চিনি ও ডাল বিক্রির কার্যক্রম শুরু হচ্ছে। এবার মূল্যেও এসেছে উল্লেখযোগ্য ছাড়।
১০ ঘণ্টা আগেবিশ্ববাণিজ্যের জটিল পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ এশিয়ার পোশাক রপ্তানিতে ভিন্ন ভিন্ন প্রভাব ফেলেছে। চীন ও ভারতের রপ্তানি প্রবৃদ্ধি সংকুচিত হলেও বাংলাদেশের টেক্সটাইল খাত উল্লেখযোগ্যভাবে জোরালো হয়েছে। ভিয়েতনামও বাণিজ্যে ভালো অগ্রগতি দেখাচ্ছে। একই সঙ্গে, দেশের অর্থনীতির উৎপাদন ও সেবা...
১২ ঘণ্টা আগে