Ajker Patrika

তিন কর্মদিবস পর সূচক ও লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
তিন কর্মদিবস পর সূচক  ও লেনদেন বেড়েছে

দেশের অস্থিতিশীল পরিবেশের কারণে পুঁজিবাজারের লেনদেনের সময় কমানো হয়েছিল। গতকাল বুধবার পুনরায় পূর্ণ সময় লেনদেন চালুর সঙ্গে পতনের ধারা থেকে বেরিয়ে ইতিবাচক প্রবণতায় ফিরেছে পুঁজিবাজার। 

চলতি সপ্তাহের প্রথম তিন কর্মদিবস দরপতনের পর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনও। এদিন যতগুলো কোম্পানির শেয়ারদর হারিয়েছে, বেড়েছে তার চেয়ে বেশিসংখ্যকের। ১৭১টি কোম্পানির শেয়ারদর বেড়ে, ১৬৩টির দর কমে এবং আগের দিনের দরে লেনদেন করে ৬৩টি প্রতিষ্ঠান। 

আগের দিন ৬০ পয়েন্ট হারানোর স্মৃতি নিয়ে বুধবার লেনদেনের শুরুতে শঙ্কা ছিল কেটে যায়। ১৯ মিনিটে সূচকে যোগ হয় ৫১ পয়েন্ট। তবে পরে সেখান থেকে ৬৫ পয়েন্ট হারিয়ে সাড়ে ১২টার দিকে সূচক কমে যায় আগের দিনের চেয়ে ১৪ পয়েন্ট। এর পরে ক্রয় চাপ কিছুটা বাড়লে ইতিবাচক প্রবণতায় শেষ হয় লেনদেন। ১০ পয়েন্ট যোগ হয়ে সূচক স্থির হয় ৫ হাজার ২৮০ পয়েন্টে। 

তবে লেনদেন এখনো ৫০০ কোটি টাকার নিচে থাকা এবং আগে থেকেই অবমূল্যায়িত থাকা বহু কোম্পানির শেয়ারদর আরও কমে যাওয়ায় এটা স্পষ্ট হয় যে, বিনিয়োগকারীরা এখনো পুরোপুরি সক্রিয় না হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণে আছেন। 

সারা দিনে হাতবদল হয় ৪৭০ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট, আগের দিন যা ছিল ৪৩২ কোটি ৬৯ লাখ টাকা। 

সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনের মধ্যে গত ১৮ জুলাই সংঘাতে প্রাণহানির পর ২১ থেকে ২৩ জুলাই কারফিউর মধ্যে লেনদেন বন্ধ ছিল পুঁজিবাজারে। কারফিউ কিছুটা শিথিল হলে ২৪ জুলাই অফিস খোলে। তবে এরপর থেকে পাঁচ কর্মদিবসে লেনদেন হয় সীমিত পরিসরে। প্রথম দুই দিন বেলা ১১টা থেকে ২টা এবং রবি থেকে মঙ্গলবার ১০টা থেকে ২টা পর্যন্ত চলে শেয়ার বেচাকেনা। এরপর গতকাল আগের নিয়মে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত লেনদেন হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

বৃদ্ধের চার বিয়ে, থানায় স্বরাষ্ট্র উপদেষ্টার জেরার মুখে হাসির রোল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত