নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের অস্থিতিশীল পরিবেশের কারণে পুঁজিবাজারের লেনদেনের সময় কমানো হয়েছিল। গতকাল বুধবার পুনরায় পূর্ণ সময় লেনদেন চালুর সঙ্গে পতনের ধারা থেকে বেরিয়ে ইতিবাচক প্রবণতায় ফিরেছে পুঁজিবাজার।
চলতি সপ্তাহের প্রথম তিন কর্মদিবস দরপতনের পর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনও। এদিন যতগুলো কোম্পানির শেয়ারদর হারিয়েছে, বেড়েছে তার চেয়ে বেশিসংখ্যকের। ১৭১টি কোম্পানির শেয়ারদর বেড়ে, ১৬৩টির দর কমে এবং আগের দিনের দরে লেনদেন করে ৬৩টি প্রতিষ্ঠান।
আগের দিন ৬০ পয়েন্ট হারানোর স্মৃতি নিয়ে বুধবার লেনদেনের শুরুতে শঙ্কা ছিল কেটে যায়। ১৯ মিনিটে সূচকে যোগ হয় ৫১ পয়েন্ট। তবে পরে সেখান থেকে ৬৫ পয়েন্ট হারিয়ে সাড়ে ১২টার দিকে সূচক কমে যায় আগের দিনের চেয়ে ১৪ পয়েন্ট। এর পরে ক্রয় চাপ কিছুটা বাড়লে ইতিবাচক প্রবণতায় শেষ হয় লেনদেন। ১০ পয়েন্ট যোগ হয়ে সূচক স্থির হয় ৫ হাজার ২৮০ পয়েন্টে।
তবে লেনদেন এখনো ৫০০ কোটি টাকার নিচে থাকা এবং আগে থেকেই অবমূল্যায়িত থাকা বহু কোম্পানির শেয়ারদর আরও কমে যাওয়ায় এটা স্পষ্ট হয় যে, বিনিয়োগকারীরা এখনো পুরোপুরি সক্রিয় না হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণে আছেন।
সারা দিনে হাতবদল হয় ৪৭০ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট, আগের দিন যা ছিল ৪৩২ কোটি ৬৯ লাখ টাকা।
সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনের মধ্যে গত ১৮ জুলাই সংঘাতে প্রাণহানির পর ২১ থেকে ২৩ জুলাই কারফিউর মধ্যে লেনদেন বন্ধ ছিল পুঁজিবাজারে। কারফিউ কিছুটা শিথিল হলে ২৪ জুলাই অফিস খোলে। তবে এরপর থেকে পাঁচ কর্মদিবসে লেনদেন হয় সীমিত পরিসরে। প্রথম দুই দিন বেলা ১১টা থেকে ২টা এবং রবি থেকে মঙ্গলবার ১০টা থেকে ২টা পর্যন্ত চলে শেয়ার বেচাকেনা। এরপর গতকাল আগের নিয়মে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত লেনদেন হয়।
দেশের অস্থিতিশীল পরিবেশের কারণে পুঁজিবাজারের লেনদেনের সময় কমানো হয়েছিল। গতকাল বুধবার পুনরায় পূর্ণ সময় লেনদেন চালুর সঙ্গে পতনের ধারা থেকে বেরিয়ে ইতিবাচক প্রবণতায় ফিরেছে পুঁজিবাজার।
চলতি সপ্তাহের প্রথম তিন কর্মদিবস দরপতনের পর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পাশাপাশি বেড়েছে লেনদেনও। এদিন যতগুলো কোম্পানির শেয়ারদর হারিয়েছে, বেড়েছে তার চেয়ে বেশিসংখ্যকের। ১৭১টি কোম্পানির শেয়ারদর বেড়ে, ১৬৩টির দর কমে এবং আগের দিনের দরে লেনদেন করে ৬৩টি প্রতিষ্ঠান।
আগের দিন ৬০ পয়েন্ট হারানোর স্মৃতি নিয়ে বুধবার লেনদেনের শুরুতে শঙ্কা ছিল কেটে যায়। ১৯ মিনিটে সূচকে যোগ হয় ৫১ পয়েন্ট। তবে পরে সেখান থেকে ৬৫ পয়েন্ট হারিয়ে সাড়ে ১২টার দিকে সূচক কমে যায় আগের দিনের চেয়ে ১৪ পয়েন্ট। এর পরে ক্রয় চাপ কিছুটা বাড়লে ইতিবাচক প্রবণতায় শেষ হয় লেনদেন। ১০ পয়েন্ট যোগ হয়ে সূচক স্থির হয় ৫ হাজার ২৮০ পয়েন্টে।
তবে লেনদেন এখনো ৫০০ কোটি টাকার নিচে থাকা এবং আগে থেকেই অবমূল্যায়িত থাকা বহু কোম্পানির শেয়ারদর আরও কমে যাওয়ায় এটা স্পষ্ট হয় যে, বিনিয়োগকারীরা এখনো পুরোপুরি সক্রিয় না হয়ে পরিস্থিতি পর্যবেক্ষণে আছেন।
সারা দিনে হাতবদল হয় ৪৭০ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট, আগের দিন যা ছিল ৪৩২ কোটি ৬৯ লাখ টাকা।
সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনের মধ্যে গত ১৮ জুলাই সংঘাতে প্রাণহানির পর ২১ থেকে ২৩ জুলাই কারফিউর মধ্যে লেনদেন বন্ধ ছিল পুঁজিবাজারে। কারফিউ কিছুটা শিথিল হলে ২৪ জুলাই অফিস খোলে। তবে এরপর থেকে পাঁচ কর্মদিবসে লেনদেন হয় সীমিত পরিসরে। প্রথম দুই দিন বেলা ১১টা থেকে ২টা এবং রবি থেকে মঙ্গলবার ১০টা থেকে ২টা পর্যন্ত চলে শেয়ার বেচাকেনা। এরপর গতকাল আগের নিয়মে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত লেনদেন হয়।
আমেরিকার বাজারে তৈরি পোশাক রপ্তানিতে ৩৭ শতাংশ শুল্ক পুরোপুরি প্রত্যাহার না হলে বাংলাদেশের প্রধান রপ্তানি খাতকে প্রতি মাসে গড়ে ২৫০ মিলিয়ন ডলার শুল্ক পরিশোধ করতে হবে। এতে প্রায় ১ হাজার কারখানা ক্ষতিগ্রস্ত হতে পারে। এই শুল্ক প্রত্যাহারের লক্ষ্যে অন্তর্বর্তী সরকারকে যুক্তরাষ্ট্র সরকারের সঙ্গে আলোচনা
১৮ মিনিট আগেদেশের গুরুত্বপূর্ণ দু’টি গ্যাসক্ষেত্র তিতাস ও বাখরাবাদ গ্যাসক্ষেত্রে গ্যাসের মজুদের উপস্থিতি নিশ্চিত করতে দু’টি গভীর অনুসন্ধান কূপ খননের বৃহৎ উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এই লক্ষ্যে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন পেট্রোবাংলার একটি প্রতিষ্ঠান বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড
৩০ মিনিট আগেভারত হঠাৎ করে ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধ করে দেওয়ার পর বাংলাদেশ দ্রুত বিমানের কার্গো অবকাঠামো বৃদ্ধি করছে। গুরুত্বপূর্ণ পণ্য, বিশেষ করে তৈরি পোশাকের নিরবচ্ছিন্ন রপ্তানি নিশ্চিত করতে সক্ষমতা বৃদ্ধি, জনবল নিয়োগ ও পরিবহন খরচ কমানোর জন্য জরুরি পদক্ষেপ নিচ্ছে সরকার।
৩৩ মিনিট আগেসরকারি চুক্তির আওতায় ভিয়েতনাম থেকে আরো ১২ হাজার ৫০০ টন আতপ চাল আমদানি করা হয়েছে। আজ শনিবার চালবাহী জাহাজটি চট্টগ্রাম বন্দরে ভিড়েছে বলে খাদ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
১ ঘণ্টা আগে