Ajker Patrika

পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
পুঁজিবাজারে সূচক কমলেও লেনদেন বেড়েছে 

মূল্যসূচক সাড়ে তিন বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে ওঠার পরদিন দেশের পুঁজিবাজারে মূল্যসূচক কমেছে। তবে অধিকাংশ প্রতিষ্ঠানের দরপতন ও মূল্সূচক কমলেও পুঁজিবাজারে লেনদেনের পরিমাণ বেড়েছে। 

পুঁজিবাজার সূত্রে জানা গেছে, মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের লেনদেন শেষে প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৩ পয়েন্ট কমে ৬ হাজার ১৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে ২ হাজার ২২৯ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএসইর শরিয়াহ্ সূচক ১ পয়েন্ট কমে ১ হাজার ৩২৪ পয়েন্টে দাঁড়িয়েছে।

আজ মঙ্গলবার ডিএসইতে লেনদেনকৃত প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম কমেছে ২২৪ টির, দাম বেড়েছে ১৪২ টির, আর আটটির দাম অপরিবর্তিত ছিল।

অন্যদিকে নতুন সময়সূচি অনুযায়ী মাত্র তিন ঘণ্টায় ডিএসইতে লেনদেন হয়েছে ১ হাজার ৭৮৯ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার। আগের কার্যদিবসে লেনদেনের পরিমাণ ছিল ১ হাজার ৫৫১ কোটি ৪৮ লাখ টাকা। সে হিসেবে লেনদেন বেড়েছে ২৩৮ কোটি ২৬ লাখ টাকা।

টাকার অঙ্কে ডিএসইতে লেনদেনে শীর্ষস্থানে রয়েছে বেক্সিমকোর শেয়ার। প্রতিষ্ঠানটির ৯৭ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্থানে থাকা লংকাবাংলা ফাইন্যান্সের ৪৯ কোটি ৫৫ লাখ টাকার লেনদেন হয়েছে। আর ৪৮ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে রয়েছে আমান ফিড।

লেনদেনের দিক থেকে শীর্ষ দশ প্রতিষ্ঠানের তালিকায় আরও রয়েছে-কেয়া কসমেটিকস, এমএল ডাইং, লাফার্জহোলসিম বাংলাদেশ, আলিফ ইন্ডাস্ট্রিজ, অ্যাপোল ইস্পাত, ডেলটা লাইফ ইনস্যুরেন্স এবং অলিম্পিক এক্সেসরিজ।

মঙ্গলবার দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক মূল্য সূচক সিএএসপিআই কমেছে ৫৯ পয়েন্ট। সিএসইতে লেনদেন হয়েছে ৮১ কোটি ৫ লাখ টাকার শেয়ার। লেনদেনকৃত ৩১২টি প্রতিষ্ঠানের মধ্যে দাম কমেছে ১৬৫ টির, বেড়েছে ১৩২ টির এবং অপরিবর্তিত ছিল ১৫টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত