Ajker Patrika

জুনে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেড়েছে ৪৪ শতাংশ, চীনের কমেছে ৪১

আজকের পত্রিকা ডেস্ক­
তৈরি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ফাইল ছবি
তৈরি পোশাক কারখানায় কর্মরত শ্রমিক। ফাইল ছবি

বিশ্ববাণিজ্যের জটিল পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ এশিয়ার পোশাক রপ্তানিতে ভিন্ন ভিন্ন প্রভাব ফেলেছে। চীন ও ভারতের রপ্তানি প্রবৃদ্ধি সংকুচিত হলেও বাংলাদেশের টেক্সটাইল খাত উল্লেখযোগ্যভাবে জোরালো হয়েছে। ভিয়েতনামও বাণিজ্যে ভালো অগ্রগতি দেখাচ্ছে। একই সঙ্গে, দেশের অর্থনীতির উৎপাদন ও সেবা খাতের গতিশীলতা নতুন আশার দিগন্ত উন্মোচন করেছে, যা সামনের দিনগুলোতে অর্থনৈতিক পুনরুদ্ধারে শক্তি যোগাবে।

২০২৫ সালের জুন পর্যন্ত ফাইবার টু ফ্যাশনের এক প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশের টেক্সটাইল ও অ্যাপারেল (টিএন্ডএ) রপ্তানি ৪৪ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪ দশমিক ৩৬ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় অনেক বেশি। এর পাশাপাশি ভিয়েতনামের রপ্তানিও ২৬ দশমিক ২ শতাংশ বেড়ে ৮ দশমিক ৫৪ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

অন্যদিকে, ভারতের রপ্তানি প্রবৃদ্ধি প্রায় স্থবির হয়ে পড়েছে; বছরের প্রথম প্রান্তিকে ১১ দশমিক ৮ শতাংশ বৃদ্ধি থাকা সত্ত্বেও জুনে তা মাত্র ৩ দশমিক ৩ শতাংশে নেমে এসেছে। ভারতের রপ্তানি মূল্য ৫ দশমিক ৩৬ বিলিয়ন ডলার হয়েছে।

চীনের পরিস্থিতি আরও কঠিন, যুক্তরাষ্ট্রে তার টেক্সটাইল ও পোশাক রপ্তানি ৪১ শতাংশ কমে ৯ দশমিক ৩৪ বিলিয়ন ডলারে নেমে এসেছে। এ ধাক্কার কারণে দুই দেশের বাণিজ্যে প্রতিবন্ধকতা আরও বেড়েছে বলে কনফেডারেশন অব ইন্ডিয়ান টেক্সটাইল ইন্ডাস্ট্রি (সিআইটিআই) জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ এপ্রিল ঘোষিত শুল্ক সত্ত্বেও বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পোশাক আমদানি বাড়ায় এ অঞ্চলের জন্য আশার আলো দেখা দিয়েছে। তবে সামগ্রিক বিশ্ববাণিজ্যের দিক থেকে এশিয়ার দেশগুলোর মধ্যে বড়সড় ওঠানামা চলছেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লুটপাটে শেষ ৫ কোটির প্রকল্প: ইউএনও-উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে শুনানি কাল

চীন–রাশিয়া থেকে ভারতকে দূরে রাখতে কয়েক দশকের মার্কিন প্রচেষ্টা ভেস্তে দিচ্ছেন ট্রাম্প: জন বোল্টন

‘হানি ট্র্যাপের’ ঘটনা ভিডিও করায় খুন হন সাংবাদিক তুহিন: পুলিশ

আটজন উপদেষ্টার ‘সীমাহীন’ দুর্নীতির প্রমাণ আছে: সাবেক সচিব

স্ত্রীকে মেরে ফেলেছি, আমাকে নিয়ে যান— ৯৯৯–এ স্বামীর ফোন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত