অনলাইন ডেস্ক
বাংলাদেশের বাজারে অত্যাধুনিক প্রযুক্তির সি৩২ ইলেকট্রিক বাইক এনেছে বৈশ্বিক ব্র্যান্ড রিভো। অত্যাধুনিক ৭২ ভোল্ট ২৬ অ্যাম্পিয়ারের সম্পূর্ণ গ্রাফিন ব্যাটারির এই ইলেকট্রিক বাইকের উদ্বোধন ঘোষণা করেন রিভো বাংলাদেশের নির্বাহী পরিচালক ভেন নি। সি৩২-এর অন্যতম প্রধান বৈশিষ্ট্য শক্তিশালী ১৮০০ ওয়াট মোটর, যা ব্যতিক্রমী পারফরম্যান্স নিশ্চিত করে। বাইকটির ইকো মোডে গতি ৩০ কিমি/ঘণ্টা এবং একবার চার্জে ৮০ কিমি পর্যন্ত চলতে পারে। অন্যদিকে, স্পোর্ট মোডে সর্বোচ্চ গতি ৬০ কিলোমিটার/ঘণ্টা এবং এক চার্জে ৫০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে।
সি৩২ ইলেকট্রিক বাইকে উন্নত ৭২ ভোল্ট ২৬ অ্যাম্পিয়ার গ্রাফিন ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৫০০-এর বেশি চার্জিং সাইকেল সমর্থন করে এবং প্রতিটি পূর্ণ চার্জে মাত্র ২.০৮ কিলোওয়াট বিদ্যুৎ খরচ করে। ব্যাটারিটি সম্পূর্ণ চার্জ হতে ১০ দশমিক ৬ ঘণ্টা সময় নেয়। ফলে রাতে চার্জ দিয়ে দিনব্যাপী বাইকটি ব্যবহার করা যাবে।
নিরাপত্তা এবং আরামকে সর্বাধিক গুরুত্ব দিয়ে ডিজাইন করা হয়েছে রিভো সি৩২। এর সামনে রয়েছে ডিস্ক ব্রেক এবং পেছনে ড্রাম ব্রেক সিস্টেম, যা সর্বোচ্চ স্টপিং পাওয়ার নিশ্চিত করে। সামনে ও পেছনে হাইড্রোলিক সাসপেনশন থাকার ফলে রাইডাররা মসৃণ ও আরামদায়ক রাইড উপভোগ করতে পারেন, এমনকি অপ্রশস্ত বা অসমান রাস্তায়ও। রাতে নিরাপদ যাত্রার জন্য সি৩২ রয়েছে পূর্ণ এলইডি লাইটিং সিস্টেম, যার মধ্যে এলইডি হেডলাইট, টেইললাইট ও টার্ন সিগন্যাল অন্তর্ভুক্ত।
রিভো সি৩২ শুধু শক্তিশালী পারফরম্যান্সই দেয় না, এর ডিজাইনেও বেশ কার্যকর। ১৪০ কেজি ওজনের মজবুত অথচ হালকা ফ্রেম। বাইকটির সামনে ও পেছনে ৯০/ ৮০-১২ ইঞ্চি ভ্যাকুয়াম টায়ার রয়েছে, যা চলার পথে দুর্দান্ত গ্রিপ ও স্থিতিশীলতা প্রদান করে। ২০৫ এমএম পর্যন্ত গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকায় এটি যে কোনো ধরনের রাস্তার জন্য উপযোগী। ব্যক্তিগত জিনিসপত্র বহনের জন্য সিট বাকেটে ২৪ লিটার স্টোরেজ স্পেস রয়েছে। ব্যবহারকারীবান্ধব ডিজাইন ও আরামের সমন্বয়ে এটি শহরে যাতায়াতকারী এবং দূরপাল্লার রাইডারদের জন্য আদর্শ।
এখন থেকে বাংলাদেশের সব শোরুমে বাইকটি পাওয়া যাচ্ছে। এর মূল্য মাত্র ১ লাখ ৩৯ হাজার ৯০০ টাকা। যাতায়াত সহজ, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব করতে সি৩২ উন্নত প্রযুক্তি, শক্তিশালী পারফরম্যান্স নিশ্চিত করছে, যা প্রতিদিনের যাত্রীদের পাশাপাশি পরিবেশসচেতন রাইডারদের জন্য আদর্শ।
বাংলাদেশের বাজারে অত্যাধুনিক প্রযুক্তির সি৩২ ইলেকট্রিক বাইক এনেছে বৈশ্বিক ব্র্যান্ড রিভো। অত্যাধুনিক ৭২ ভোল্ট ২৬ অ্যাম্পিয়ারের সম্পূর্ণ গ্রাফিন ব্যাটারির এই ইলেকট্রিক বাইকের উদ্বোধন ঘোষণা করেন রিভো বাংলাদেশের নির্বাহী পরিচালক ভেন নি। সি৩২-এর অন্যতম প্রধান বৈশিষ্ট্য শক্তিশালী ১৮০০ ওয়াট মোটর, যা ব্যতিক্রমী পারফরম্যান্স নিশ্চিত করে। বাইকটির ইকো মোডে গতি ৩০ কিমি/ঘণ্টা এবং একবার চার্জে ৮০ কিমি পর্যন্ত চলতে পারে। অন্যদিকে, স্পোর্ট মোডে সর্বোচ্চ গতি ৬০ কিলোমিটার/ঘণ্টা এবং এক চার্জে ৫০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে।
সি৩২ ইলেকট্রিক বাইকে উন্নত ৭২ ভোল্ট ২৬ অ্যাম্পিয়ার গ্রাফিন ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৫০০-এর বেশি চার্জিং সাইকেল সমর্থন করে এবং প্রতিটি পূর্ণ চার্জে মাত্র ২.০৮ কিলোওয়াট বিদ্যুৎ খরচ করে। ব্যাটারিটি সম্পূর্ণ চার্জ হতে ১০ দশমিক ৬ ঘণ্টা সময় নেয়। ফলে রাতে চার্জ দিয়ে দিনব্যাপী বাইকটি ব্যবহার করা যাবে।
নিরাপত্তা এবং আরামকে সর্বাধিক গুরুত্ব দিয়ে ডিজাইন করা হয়েছে রিভো সি৩২। এর সামনে রয়েছে ডিস্ক ব্রেক এবং পেছনে ড্রাম ব্রেক সিস্টেম, যা সর্বোচ্চ স্টপিং পাওয়ার নিশ্চিত করে। সামনে ও পেছনে হাইড্রোলিক সাসপেনশন থাকার ফলে রাইডাররা মসৃণ ও আরামদায়ক রাইড উপভোগ করতে পারেন, এমনকি অপ্রশস্ত বা অসমান রাস্তায়ও। রাতে নিরাপদ যাত্রার জন্য সি৩২ রয়েছে পূর্ণ এলইডি লাইটিং সিস্টেম, যার মধ্যে এলইডি হেডলাইট, টেইললাইট ও টার্ন সিগন্যাল অন্তর্ভুক্ত।
রিভো সি৩২ শুধু শক্তিশালী পারফরম্যান্সই দেয় না, এর ডিজাইনেও বেশ কার্যকর। ১৪০ কেজি ওজনের মজবুত অথচ হালকা ফ্রেম। বাইকটির সামনে ও পেছনে ৯০/ ৮০-১২ ইঞ্চি ভ্যাকুয়াম টায়ার রয়েছে, যা চলার পথে দুর্দান্ত গ্রিপ ও স্থিতিশীলতা প্রদান করে। ২০৫ এমএম পর্যন্ত গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকায় এটি যে কোনো ধরনের রাস্তার জন্য উপযোগী। ব্যক্তিগত জিনিসপত্র বহনের জন্য সিট বাকেটে ২৪ লিটার স্টোরেজ স্পেস রয়েছে। ব্যবহারকারীবান্ধব ডিজাইন ও আরামের সমন্বয়ে এটি শহরে যাতায়াতকারী এবং দূরপাল্লার রাইডারদের জন্য আদর্শ।
এখন থেকে বাংলাদেশের সব শোরুমে বাইকটি পাওয়া যাচ্ছে। এর মূল্য মাত্র ১ লাখ ৩৯ হাজার ৯০০ টাকা। যাতায়াত সহজ, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব করতে সি৩২ উন্নত প্রযুক্তি, শক্তিশালী পারফরম্যান্স নিশ্চিত করছে, যা প্রতিদিনের যাত্রীদের পাশাপাশি পরিবেশসচেতন রাইডারদের জন্য আদর্শ।
বিএআইএমএর সভাপতি বলেন, ‘স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নের জন্য একটি টাস্কফোর্স গঠন জরুরি। জুটশিল্পের মতো এ শিল্পেও একটি টাস্কফোর্স গঠন করা যেতে পারে। এ বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে আশ্বাসও পাওয়া গেছে। প্রতিবছর ভারত এপিআই শিল্পে উদ্যোক্তাদের প্রায় ২১ হাজার ৯৪০ কোটি রুপি সহায়তা দেয়।
৩ ঘণ্টা আগেচীন থেকে তুরস্ক হয়ে ইউরোপ— এই রেলপথে নিয়মিত মালবাহী ট্রেনের ঐতিহাসিক চলাচল শুরু হলো। গত ৯ জুলাই চীনের চংকিং ও চেংদু শহর থেকে ২,০০০ টন কার্গোবোঝাই দুটি ট্রেন রওনা দিয়েছে। ‘মিডল করিডর’ নামে পরিচিত মধ্য এশিয়া, কাস্পিয়ান সাগর ও তুরস্ক পেরিয়ে ইউরোপমুখী এই রুট পূর্ব এশিয়া থেকে ইউরোপের মধ্যে বিকল্প
৭ ঘণ্টা আগেবিশ্বের বৃহত্তম গম রপ্তানিকারক দেশ রাশিয়া। নতুন বিপণন মৌসুমে (১ জুলাই থেকে শুরু) শস্য রপ্তানির জন্য নতুন বাজার খুঁজতে শুরু করেছে তারা। বিশেষ করে ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন এবং বাংলাদেশের মতো বড় বাজারগুলোকে এবার টার্গেট করছে।
১১ ঘণ্টা আগেট্রাম্প প্রশাসন বৈদ্যুতিক গাড়ির (ইভি) ব্যাটারি তৈরির জন্য অত্যাবশ্যকীয় কাঁচামাল গ্রাফাইটের ওপর বড় ধরনের শুল্ক আরোপ করেছে। এর ফলে, যুক্তরাষ্ট্রে ইভি তৈরির খরচ উল্লেখযোগ্যভাবে বেড়ে যেতে পারে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১১ ঘণ্টা আগে