অনলাইন ডেস্ক
বাংলাদেশের বাজারে অত্যাধুনিক প্রযুক্তির সি৩২ ইলেকট্রিক বাইক এনেছে বৈশ্বিক ব্র্যান্ড রিভো। অত্যাধুনিক ৭২ ভোল্ট ২৬ অ্যাম্পিয়ারের সম্পূর্ণ গ্রাফিন ব্যাটারির এই ইলেকট্রিক বাইকের উদ্বোধন ঘোষণা করেন রিভো বাংলাদেশের নির্বাহী পরিচালক ভেন নি। সি৩২-এর অন্যতম প্রধান বৈশিষ্ট্য শক্তিশালী ১৮০০ ওয়াট মোটর, যা ব্যতিক্রমী পারফরম্যান্স নিশ্চিত করে। বাইকটির ইকো মোডে গতি ৩০ কিমি/ঘণ্টা এবং একবার চার্জে ৮০ কিমি পর্যন্ত চলতে পারে। অন্যদিকে, স্পোর্ট মোডে সর্বোচ্চ গতি ৬০ কিলোমিটার/ঘণ্টা এবং এক চার্জে ৫০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে।
সি৩২ ইলেকট্রিক বাইকে উন্নত ৭২ ভোল্ট ২৬ অ্যাম্পিয়ার গ্রাফিন ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৫০০-এর বেশি চার্জিং সাইকেল সমর্থন করে এবং প্রতিটি পূর্ণ চার্জে মাত্র ২.০৮ কিলোওয়াট বিদ্যুৎ খরচ করে। ব্যাটারিটি সম্পূর্ণ চার্জ হতে ১০ দশমিক ৬ ঘণ্টা সময় নেয়। ফলে রাতে চার্জ দিয়ে দিনব্যাপী বাইকটি ব্যবহার করা যাবে।
নিরাপত্তা এবং আরামকে সর্বাধিক গুরুত্ব দিয়ে ডিজাইন করা হয়েছে রিভো সি৩২। এর সামনে রয়েছে ডিস্ক ব্রেক এবং পেছনে ড্রাম ব্রেক সিস্টেম, যা সর্বোচ্চ স্টপিং পাওয়ার নিশ্চিত করে। সামনে ও পেছনে হাইড্রোলিক সাসপেনশন থাকার ফলে রাইডাররা মসৃণ ও আরামদায়ক রাইড উপভোগ করতে পারেন, এমনকি অপ্রশস্ত বা অসমান রাস্তায়ও। রাতে নিরাপদ যাত্রার জন্য সি৩২ রয়েছে পূর্ণ এলইডি লাইটিং সিস্টেম, যার মধ্যে এলইডি হেডলাইট, টেইললাইট ও টার্ন সিগন্যাল অন্তর্ভুক্ত।
রিভো সি৩২ শুধু শক্তিশালী পারফরম্যান্সই দেয় না, এর ডিজাইনেও বেশ কার্যকর। ১৪০ কেজি ওজনের মজবুত অথচ হালকা ফ্রেম। বাইকটির সামনে ও পেছনে ৯০/ ৮০-১২ ইঞ্চি ভ্যাকুয়াম টায়ার রয়েছে, যা চলার পথে দুর্দান্ত গ্রিপ ও স্থিতিশীলতা প্রদান করে। ২০৫ এমএম পর্যন্ত গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকায় এটি যে কোনো ধরনের রাস্তার জন্য উপযোগী। ব্যক্তিগত জিনিসপত্র বহনের জন্য সিট বাকেটে ২৪ লিটার স্টোরেজ স্পেস রয়েছে। ব্যবহারকারীবান্ধব ডিজাইন ও আরামের সমন্বয়ে এটি শহরে যাতায়াতকারী এবং দূরপাল্লার রাইডারদের জন্য আদর্শ।
এখন থেকে বাংলাদেশের সব শোরুমে বাইকটি পাওয়া যাচ্ছে। এর মূল্য মাত্র ১ লাখ ৩৯ হাজার ৯০০ টাকা। যাতায়াত সহজ, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব করতে সি৩২ উন্নত প্রযুক্তি, শক্তিশালী পারফরম্যান্স নিশ্চিত করছে, যা প্রতিদিনের যাত্রীদের পাশাপাশি পরিবেশসচেতন রাইডারদের জন্য আদর্শ।
বাংলাদেশের বাজারে অত্যাধুনিক প্রযুক্তির সি৩২ ইলেকট্রিক বাইক এনেছে বৈশ্বিক ব্র্যান্ড রিভো। অত্যাধুনিক ৭২ ভোল্ট ২৬ অ্যাম্পিয়ারের সম্পূর্ণ গ্রাফিন ব্যাটারির এই ইলেকট্রিক বাইকের উদ্বোধন ঘোষণা করেন রিভো বাংলাদেশের নির্বাহী পরিচালক ভেন নি। সি৩২-এর অন্যতম প্রধান বৈশিষ্ট্য শক্তিশালী ১৮০০ ওয়াট মোটর, যা ব্যতিক্রমী পারফরম্যান্স নিশ্চিত করে। বাইকটির ইকো মোডে গতি ৩০ কিমি/ঘণ্টা এবং একবার চার্জে ৮০ কিমি পর্যন্ত চলতে পারে। অন্যদিকে, স্পোর্ট মোডে সর্বোচ্চ গতি ৬০ কিলোমিটার/ঘণ্টা এবং এক চার্জে ৫০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে।
সি৩২ ইলেকট্রিক বাইকে উন্নত ৭২ ভোল্ট ২৬ অ্যাম্পিয়ার গ্রাফিন ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ৫০০-এর বেশি চার্জিং সাইকেল সমর্থন করে এবং প্রতিটি পূর্ণ চার্জে মাত্র ২.০৮ কিলোওয়াট বিদ্যুৎ খরচ করে। ব্যাটারিটি সম্পূর্ণ চার্জ হতে ১০ দশমিক ৬ ঘণ্টা সময় নেয়। ফলে রাতে চার্জ দিয়ে দিনব্যাপী বাইকটি ব্যবহার করা যাবে।
নিরাপত্তা এবং আরামকে সর্বাধিক গুরুত্ব দিয়ে ডিজাইন করা হয়েছে রিভো সি৩২। এর সামনে রয়েছে ডিস্ক ব্রেক এবং পেছনে ড্রাম ব্রেক সিস্টেম, যা সর্বোচ্চ স্টপিং পাওয়ার নিশ্চিত করে। সামনে ও পেছনে হাইড্রোলিক সাসপেনশন থাকার ফলে রাইডাররা মসৃণ ও আরামদায়ক রাইড উপভোগ করতে পারেন, এমনকি অপ্রশস্ত বা অসমান রাস্তায়ও। রাতে নিরাপদ যাত্রার জন্য সি৩২ রয়েছে পূর্ণ এলইডি লাইটিং সিস্টেম, যার মধ্যে এলইডি হেডলাইট, টেইললাইট ও টার্ন সিগন্যাল অন্তর্ভুক্ত।
রিভো সি৩২ শুধু শক্তিশালী পারফরম্যান্সই দেয় না, এর ডিজাইনেও বেশ কার্যকর। ১৪০ কেজি ওজনের মজবুত অথচ হালকা ফ্রেম। বাইকটির সামনে ও পেছনে ৯০/ ৮০-১২ ইঞ্চি ভ্যাকুয়াম টায়ার রয়েছে, যা চলার পথে দুর্দান্ত গ্রিপ ও স্থিতিশীলতা প্রদান করে। ২০৫ এমএম পর্যন্ত গ্রাউন্ড ক্লিয়ারেন্স থাকায় এটি যে কোনো ধরনের রাস্তার জন্য উপযোগী। ব্যক্তিগত জিনিসপত্র বহনের জন্য সিট বাকেটে ২৪ লিটার স্টোরেজ স্পেস রয়েছে। ব্যবহারকারীবান্ধব ডিজাইন ও আরামের সমন্বয়ে এটি শহরে যাতায়াতকারী এবং দূরপাল্লার রাইডারদের জন্য আদর্শ।
এখন থেকে বাংলাদেশের সব শোরুমে বাইকটি পাওয়া যাচ্ছে। এর মূল্য মাত্র ১ লাখ ৩৯ হাজার ৯০০ টাকা। যাতায়াত সহজ, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব করতে সি৩২ উন্নত প্রযুক্তি, শক্তিশালী পারফরম্যান্স নিশ্চিত করছে, যা প্রতিদিনের যাত্রীদের পাশাপাশি পরিবেশসচেতন রাইডারদের জন্য আদর্শ।
সব ধরনের শিল্প ও কারখানায় ব্যবহৃত গ্যাসের দাম গড়ে প্রায় ৩৩ শতাংশ বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এতে ধুঁকতে থাকা পুরোনো শিল্পকারখানা যেমন চাপে পড়বে, তেমনি পিছু হঠতে পারে নতুন বিনিয়োগকারীও। কারণ কমিশন মনে করে, যাদের এই দামে গ্যাস কিনে শিল্প করা পোষাবে, তারা বিনিয়োগ করবে।
২ ঘণ্টা আগেবার্ষিক সাধারণ সভার (এজিএম) আগে লভ্যাংশের টাকা তিন মাস অলস পড়ে থাকায় কোম্পানির চলতি মূলধন সংকুচিত হয়—এ সমস্যা দূর করতে নতুন নিয়ম আনছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। এখন থেকে কোম্পানিগুলো ঘোষণার পরপরই লভ্যাংশের টাকা ব্যবহার করতে পারবে। তবে এজিএমের ঠিক এক দিন আগে তা আলাদা ব্যাংক হিসাবে জমা দিতে হবে।
৩ ঘণ্টা আগেজাপানে আনুষ্ঠানিকভাবে পর্দা উঠেছে ওয়ার্ল্ড এক্সপো ২০২৫-এর। গতকাল রোববার ওসাকায় শুরু হওয়া এক্সপোতে ১৬০টি দেশ ও অঞ্চল অংশ নিচ্ছে, প্রদর্শন করছে তাদের প্রযুক্তি, সংস্কৃতি ও খাদ্যবৈচিত্র্য। অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত চলবে এ মেলা। আয়োজক জাপানের আশা, এই মেলা বৈশ্বিক অস্থিরতার মধ্যে নতুন করে আশার সঞ্চার কর
৩ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কসহ বাণিজ্য ও বিনিয়োগসংশ্লিষ্ট জটিলতা দূর করতে সরকারি-বেসরকারি প্রতিনিধিদের সমন্বয়ে একটি টাস্কফোর্স গঠনের আহ্বান জানিয়েছেন দেশের শীর্ষ ব্যবসায়ী নেতারা। একই সঙ্গে তাঁরা আসন্ন বাজেট যেন ব্যবসা ও বিনিয়োগবান্ধব হয়, সেই প্রত্যাশাও জানিয়েছেন।
৫ ঘণ্টা আগে