Ajker Patrika

বগুড়ায় সিটি ব্যাংকের উদ্যোগে কৃষকদের ফসলের বীজ বিতরণ 

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ১৬: ০৬
বগুড়ায় সিটি ব্যাংকের উদ্যোগে কৃষকদের ফসলের বীজ বিতরণ 

বগুড়ায় সিটি ব্যাংকের উদ্যোগে কৃষকদের ফসলের বীজ বিতরণ করা হয়েছে। ব্যাংকটির নিজস্ব উদ্যোগে আঞ্চলিক এনজিও টিএমএসএসের সহযোগিতায় বগুড়ার ঠেঙ্গ মারায় টিএমএসএসের মুক্ত মঞ্চে ৪০০ প্রান্তিক কৃষকের বিভিন্ন ধরনের ফসলের বীজ বিতরণ করে।

টিএমএসএসের উপনির্বাহী পরিচালক সোহরাব আলী খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, টিএমএসএসের নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, বাংলাদেশ সরকারের সাবেক উপসচিব ও টিএমএসএসের পরামর্শক তপন কুমার নাথ ও সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ ও হেড অব রিটেইল ব্যাংকিং মো. অরূপ হায়দার।

প্রধান অতিথির বক্তৃতায় সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন বলেন, ‘কৃষির উন্নয়নে গবেষণার জন্য সিটি ব্যাংক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অনুদান দিয়েছে। আগামীতেও আমাদের ব্যাংক কৃষকদের জন্য সহায়তার হাত উল্লেখযোগ্যভাবে প্রসারিত করবে।’

এ সময় টিএমএসএসেএর উপনির্বাহী পরিচালক ড. মো. মতিউর রহমান, সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহবুবুর রহমান, হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন শাহরিয়ার জামিল খানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত