Ajker Patrika

বিএমএসএলের সঙ্গে কাস্টোডিয়াল সার্ভিসেস চুক্তি স্বাক্ষর করল ব্র্যাক  

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ২২: ৫৯
বিএমএসএলের সঙ্গে কাস্টোডিয়াল সার্ভিসেস চুক্তি স্বাক্ষর করল ব্র্যাক  

ব্র্যাক ব্যাংক লিমিটেড এবং বিএমএসএল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড একটি কাস্টোডিয়াল সার্ভিসেস চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তির অধীনে ব্র্যাক ব্যাংক একটি নতুন ওপেন-এন্ডেড মিউচুয়াল ফান্ড, ‘বিএমএসএল ন্যাশনাল হাউজিং গ্রোথ ফান্ড’ পরিচালনার জন্য বিএমএসএল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিকে কাস্টোডিয়াল সার্ভিসেস দেবে। 

গত ২৫ জানুয়ারি ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব করপোরেট ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান এবং বিএমএসএল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর মো. মাহমুদ হিমাল। 

অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন হেড অব ট্রানজেকশন ব্যাংকিং মো. জাবেদুল আলম এবং ট্রানজেকশন ব্যাংকিং টিমের সিনিয়র ম্যানেজার খান মুহাম্মদ ফয়সাল। এ ছাড়া বিএমএসএল অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেডের ডিরেক্টর এ কে এম শামসুদ্দুহা (শরীফ) ও এভিপি অ্যান্ড হেড অব কমপ্লায়েন্স মিরাজুস সালাকীন-সহ উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত