Ajker Patrika

গ্রামীণফোনের ‘জিপি স্টার’ গ্রাহকদের সেবা দিয়ে পুরস্কার নিয়েছে সনি-স্মার্ট

বিজ্ঞপ্তি
Thumbnail image

মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের ‘জিপি স্টার’ গ্রাহকদের সেবা দিয়ে ইলেকট্রনিকস ক্যাটাগরিতে সেরা পুরস্কার নিয়েছে সনি-স্মার্ট। জাপানের বিখ্যাত ব্র্যান্ড সনির অফিশিয়াল ডিস্ট্রিবিউটর স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড বাংলাদেশে ‘সনি-স্মার্ট’ নামে পরিচিত।

গত মঙ্গলবার গ্রামীণফোনের পক্ষে চিফ মার্কেটিং অফিসার (সিএমও) মোহাম্মদ সাজ্জাদ হাসিব, সনি ইন্টারন্যাশনালের শাখার প্রধান রিকি লুকাস এবং সনি-স্মার্টের বিক্রয় বিভাগের মহাব্যবস্থাপক সারোয়ার জাহান চৌধুরীর কাছে বেস্ট পারফরম্যান্স অ্যাওয়ার্ড হস্তান্তর করেন। এ সময় গ্রামীণফোনের হেড অফ মার্কেটিং অ্যান্ড প্রিমিয়াম সেগমেন্ট ফারহা নাজ জামান এবং সনি-স্মার্টের বিপণন বিভাগের উপ-মহাব্যবস্থাপক আজাদ রহমান উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরণের অনুষ্ঠানে জানানো হয়, চলতি বছরের প্রথম তিন মাসে গ্রামীণফোনের ‘জিপি স্টার’ গ্রাহকদের জন্য ইলেকট্রনিকস খাতে সেবা দেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবার ওপরে অবস্থান করে নিয়েছে সনি-স্মার্ট। তাই, সনি-স্মার্টকে সম্মানিত করতে এবং সামনের দিনে অব্যাহত সহায়তা কামনা করে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

গত বছরের ৫ ডিসেম্বর গ্রামীণফোনের ‘জিপি স্টার’ গ্রাহকদের সেবা দিতে প্রতিষ্ঠানটির করপোরেট অফিসে গ্রামীণফোন এবং সনি-স্মার্টের মধ্যে একটি চুক্তি সই হয়। ওইসময় গ্রামীণফোনের পক্ষ থেকে জানানো হয়, গ্রামীণফোন সবসময় চেষ্টা করে তাদের গ্রাহকদের সর্বোচ্চটা দিতে। সেই সব পার্টনারদেরকেই গ্রামীণফোন তাদের জিপি স্টার লয়ালটি প্রোগ্রামে অন্তর্ভুক্ত করতে চায় যারা জিপি স্টার গ্রাহকদের জন্য সেরা অফার ও সেবা নিশ্চিত করতে পারবেন। সেই ধারাবাহিকতায় বাংলাদেশে জাপানের সনির অফিশিয়াল ডিস্ট্রিবিউটর, স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড (সনি-স্মার্ট), দেশজুড়ে ১৫০টি আউটলেট-এর সেলস নেটওয়ার্ক নিয়ে জিপি স্টার লয়ালটি প্রোগ্রামে অন্তর্ভুক্ত হয়েছে।

গ্রামীণফোন সনি-স্মার্টের চুক্তি অনুযায়ী, জিপি স্টার গ্রাহকেরা দেশজুড়ে সনি-স্মার্টের যেকোনো আউটলেট থেকে সকল ব্র্যান্ডের সব ধরনের পণ্যে ২০ শতাংশ মূল্যহ্রাস সুবিধা উপভোগ করতে পারবেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত