Ajker Patrika

ঢাকা শহরে ৪০০ নতুন অ্যাপার্টমেন্ট আনল বিটিআই

অনলাইন ডেস্ক
Thumbnail image

দেশের শীর্ষস্থানীয় আবাসন প্রতিষ্ঠান বিল্ডিং টেকনোলজি অ্যান্ড আইডিয়াস লিমিটেড (বিটিআই) সব সময়ই গ্রাহকদের প্রতি যত্নশীল। সেই কারণেই বর্তমান সময়ের কিছু গুরুত্বপূর্ণ বিষয় যেমন, ড্যাপ (ডিটেইলড এরিয়া প্ল্যান), ওয়েলনেস কমিউনিটি এবং স্বাস্থ্যকর জীবনযাপন নিয়ে আলোচনা এবং ৪০০ ব্র্যান্ড নিউ অ্যাপার্টমেন্ট বিক্রয় উদ্বোধন করতে যাচ্ছে বিটিআই। এই অনুষ্ঠানটি গ্রাহকদের পাশাপাশি জমির মালিকদের জন্যও বেশ গুরুত্বপূর্ণ। 

আগামী ১৬ ও ১৭ সেপ্টেম্বর বিটিআই সেলিব্রেশন পয়েন্টে দুই দিনব্যাপী বিটিআই গ্র্যান্ড লঞ্চিং ইভেন্ট ২০২২ নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করেন বিটিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক এফ আর খান। সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় তিনি জানান, দিনব্যাপী ইভেন্টটি সদ্য অনুমোদিত ড্যাপের প্রভাবগুলোর পাশাপাশি ওয়েলনেস কমিউনিটি এবং স্বাস্থ্যকর জীবনযাপনের ওপর দুটি প্যানেল আলোচনাও থাকবে। ড্যাপের প্রকল্প পরিচালক মো. আশরাফুল ইসলাম, অন্যান্য রিয়েল এস্টেট বিশেষজ্ঞ, স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং আন্তর্জাতিক পুরস্কার বিজয়ী স্থপতি রফিক আজম প্যানেল আলোচনায় অংশ নেবেন বলে তিনি জানিয়েছেন। 

সংবাদ সম্মেলনে বিটিআইের চিফ আর্কিটেক্ট সাবরিন জিনাত রহমান বলেন, ‘ওয়েলনেস কমিউনিটির অধীনে আমরা শিশু, কিশোর, প্রাপ্তবয়স্ক কিংবা প্রবীণ নাগরিক সব বয়সের জন্য বিভিন্ন সুবিধা পরিকল্পনা করেছি। যেখানে আপনার কাছের মানুষ হবে আপনার প্রতিবেশী আর আপনার প্রতিবেশী হবে আপনার কাছের মানুষ। ওয়েলনেস কমিউনিটি ডিজাইন করার সময় আমরা সবার শারীরিক এবং মানসিক ফিটনেস উভয়ের দিকেই মনোনিবেশ করেছি।’ 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিটিআইয়ের ব্যবস্থাপনা পরিচালক জনাব এফ আর খান, প্রধান স্থপতি সাবরিন জিনাত রহমান, কমিউনিকেশন অ্যান্ড ব্র্যান্ডের নির্বাহী পরিচালক আয়েশা সিদ্দিকা এবং বিক্রয় বিভাগের জেনারেল ম্যানেজার জনাব কাজী রাজিবুল হক। 

বিটিআই গ্র্যান্ড লঞ্চিং ইভেন্ট ২০২২ এর জন্য নিবন্ধন বর্তমানে সবার জন্য উন্মুক্ত। নিবন্ধ করে আপনার আসন নিশ্চিত করতে কল করুন 16604 অথবা 01313401405 নম্বরে। সরাসরি এসেও নিবন্ধন করা যাবে। অথবাএ ক্লিক করুন

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত