Ajker Patrika

শাহজালাল বিমানবন্দরে ‘নীরব এলাকা’ বাস্তবায়নে গণমাধ্যম ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ১২: ০১
শাহজালাল বিমানবন্দরে ‘নীরব এলাকা’ বাস্তবায়নে গণমাধ্যম ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও তৎসংলগ্ন এলাকায় শব্দদূষণ রোধে ‘নীরব এলাকা’ ঘোষণা বাস্তবায়নের জন্য বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) গণমাধ্যম ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা করেছে। গতকাল রোববার বেবিচকের সদর দপ্তরে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। 

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া। সভায় ঢাকা উত্তর সিটি করপোরেশন, বেবিচক, বিআরটিএ, ঢাকা ট্রাফিক পুলিশ, সড়ক ও জনপথ অধিদপ্তর, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতি, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতিসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি অংশ নেন। 

মতবিনিময় সভায় প্রতিনিধিরা সংস্থার গৃহীত পরিকল্পনাগুলো তুলে ধরেন এবং অংশগ্রহণকারীদের কাছ থেকে মতামত নেন, যাতে সঠিক পরিকল্পনা ও সমন্বয়ের মাধ্যমে ‘নীরব এলাকা’ কর্মসূচি সফলভাবে বাস্তবায়ন করা যায়। সভায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও তৎসংলগ্ন এলাকায় ‘সিঙ্গেল ইউজ প্লাস্টিক’ ব্যবহার বন্ধ করার জন্য গৃহীত বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা করা হয়। 

বিভিন্ন গণমাধ্যম ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন। তাঁরা কর্মসূচির বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে মতামত ও পরামর্শ তুলে ধরেন। 

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরে বলেন, কর্মসূচি সফল করতে গণমাধ্যমের সক্রিয় ভূমিকা অপরিহার্য। গণমাধ্যমের মাধ্যমে জনসচেতনতা তৈরি করা সম্ভব হবে, যা এই উদ্যোগের সফল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আরও উল্লেখ করেন যে, সংবাদমাধ্যমের সহযোগিতায় জনগণ শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন হতে পারবে এবং এই উদ্যোগ সমর্থন করে তাঁরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: বাকের মজুমদার

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

যুদ্ধবিরতি ঘোষণার কারণে এক্সে তোপের মুখে ভারতের পররাষ্ট্রসচিব ও তাঁর মেয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত