Ajker Patrika

টেবিল টেনিসের ২ খেলোয়াড়ের পাশে নাভানা ফার্মা

টেবিল টেনিসের ২ খেলোয়াড়ের পাশে নাভানা ফার্মা। ছবি: সংগৃহীত
টেবিল টেনিসের ২ খেলোয়াড়ের পাশে নাভানা ফার্মা। ছবি: সংগৃহীত

জাতীয় টেবিল টেনিস দলের তারকা খেলোয়াড় রামহিমলিয়ান বম ও জাভেদ আহমেদের পাশে দাঁড়িয়েছে নাভানা ফার্মাসিউটিক্যালস পিএলসি। দুই বছরের জন্য তাঁদের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে এই ওষুধ কোম্পানি।

সম্প্রতি নাভানার ঢাকার করপোরেট অফিসে এই সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে নাভানা ফার্মার ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সাঈদ আহমেদ বলেন, মাসিক ভাতা দেওয়ার চুক্তি হলেও, তাঁদের খেলার মানোন্নয়নে উন্নত প্রশিক্ষণসহ প্রয়োজনীয় বিভিন্ন বিষয়ের জন্য আমরা সর্বোচ্চ সহযোগিতার চেষ্টা করব। তিনি আরও বলেন, ‘এখানে প্রতিভার কোনো অভাব নেই। প্রয়োজন শুধু উপযুক্ত অবকাঠামো এবং আর্থিক সহযোগিতা। এভাবে বিভিন্ন করপোরেটরা এগিয়ে এলে এই খেলা থেকে আন্তর্জাতিক অঙ্গনেও ভালো কিছু করা সম্ভব।’

পুরুষ এককের র‍্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা রামহিম ও চারে থাকা জাভেদ চুক্তি শেষে বলেন, ‘এভাবে টেবিল টেনিস খেলোয়াড়দের সহযোগিতা করতে আগে কোনো প্রতিষ্ঠান চুক্তি করেনি। কিন্তু এই প্রতিষ্ঠান আমাদের নিয়ে আগ্রহ দেখিয়েছে। দুই বছরের জন্য মাসিক ভাতা দেওয়ার চুক্তিও হয়েছে। খেলার মানোন্নয়নে সব রকমের সহযোগিতার আশ্বাস মিলেছে। প্রয়োজনে চাকরির প্রতিশ্রুতি দিয়েছে। আমরা এমন পৃষ্ঠপোষক পেয়ে অনেক খুশি। নাভানা ফার্মার প্রতি কৃতজ্ঞ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত