Ajker Patrika

একযোগে তিন আন্তর্জাতিক প্রদর্শনী ঢাকায়: ৮ মে শুরু হচ্ছে মেডিটেকস, হেলথ ট্যুরিজম ও ফুড অ্যান্ড অ্যাগ্রো ২০২৫

বিজ্ঞপ্তি
একযোগে তিন আন্তর্জাতিক প্রদর্শনী ঢাকায়: ৮ মে শুরু হচ্ছে মেডিটেকস, হেলথ ট্যুরিজম ও ফুড অ্যান্ড অ্যাগ্রো ২০২৫

গত ১৫ বছরের ধারাবাহিকতায় কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেসের (সেমস-গ্লোবাল ইউএসএ) আয়োজনে আগামী ৮ থেকে ১০ মে পর্যন্ত তিন দিনব্যাপী ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে তিনটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক প্রদর্শনী। প্রতিদিন সকাল ১০টা ৩০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি), কুড়িলে এ প্রদর্শনীগুলো দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। প্রদর্শনীগুলো হলো চিকিৎসা সরঞ্জাম ও স্বাস্থ্য পর্যটনসম্পর্কিত ‘মেডিটেকস ও হেলথ ট্যুরিজম’ এবং খাদ্য ও কৃষি যন্ত্রপাতিসম্পর্কিত ‘ফুড অ্যান্ড অ্যাগ্রো বাংলাদেশ ২০২৫’।

আজ সোমবার, রাজধানীর সেমস বাংলাদেশের কার্যালয়ে এই প্রদর্শনীগুলো আয়োজনসম্পর্কিত বিস্তারিত তথ্য তুলে ধরতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সেমস-গ্লোবাল ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিকের প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন ইসলাম, সেমস-গ্লোবালের নির্বাহী পরিচালক তানভীর কামরুল ইসলাম, সেমস-বাংলাদেশের হেড অব মার্কেটিং অ্যান্ড সেলস মাহমুদ রিয়াদ হাসানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আয়োজকেরা সংবাদ সম্মেলনে জানান, এ প্রদর্শনীগুলো সংশ্লিষ্ট শিল্প খাতের ক্রেতা ও বিক্রেতাদের জন্য একটি অত্যাধুনিক ‘ওয়ান-স্টপ প্ল্যাটফর্ম’ হিসেবে কাজ করবে। এর মাধ্যমে বৈশ্বিক পরিসরে পারস্পরিক জ্ঞান ও প্রযুক্তি আদান-প্রদানের সুযোগ সৃষ্টি হবে, যা বিশ্ববাজারে বাংলাদেশের ভাবমূর্তি বাড়াতে সহায়ক হবে। পাশাপাশি, বাংলাদেশের স্বাস্থ্য, স্বাস্থ্য পর্যটন, খাদ্য ও কৃষি খাতের সাম্প্রতিক অগ্রগতি এবং ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরতেও প্রদর্শনীগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আয়োজক সূত্রে আরও জানা যায়, এই আয়োজনের অংশ হিসেবে স্বাস্থ্যসেবা ও চিকিৎসা সরঞ্জামসম্পর্কিত বাংলাদেশের অন্যতম সুপ্রতিষ্ঠিত ও শীর্ষস্থানীয় আন্তর্জাতিক প্রদর্শনী ‘১৬তম মেডিটেকস বাংলাদেশ ২০২৫ ইন্টারন্যাশনাল এক্সপো’ অনুষ্ঠিত হবে। একই সঙ্গে অনুষ্ঠিত হবে ‘৯ম বাংলাদেশ ক্লিনিক্যাল ল্যাব এক্সপো ২০২৫’ এবং ‘১১তম ফার্মা বাংলাদেশ ২০২৫ ইন্টারন্যাশনাল এক্সপো’। স্বাস্থ্যসেবা, মেডিকেল ট্যুরিজম ও তৎসংশ্লিষ্ট সেবাসম্পর্কিত বাংলাদেশের একমাত্র ও বৃহত্তম প্রদর্শনী-‘৮ম ইন্টারন্যাশনাল হেলথ ট্যুরিজম অ্যান্ড সার্ভিসেস এক্সপো বাংলাদেশ ২০২৫’ও একই সময়ে অনুষ্ঠিত হবে। স্বাস্থ্য পর্যটন এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নত প্রযুক্তি ও সেবা বিনিময়ের লক্ষ্যে আয়োজিত এ প্রদর্শনীগুলোতে বাংলাদেশ, ভারত, চীন, সংযুক্ত আরব আমিরাত, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও শ্রীলঙ্কাসহ ১৫টিরও বেশি দেশের প্রায় ৩৫০টি কোম্পানি ৫০০টিরও বেশি বুথ নিয়ে অংশগ্রহণ করবে।

একই সময়ে খাদ্য ও কৃষি খাতসম্পর্কিত শীর্ষস্থানীয় আন্তর্জাতিক প্রদর্শনীগুলোও অনুষ্ঠিত হবে। এর মধ্যে রয়েছে খাদ্য ও কৃষিজ যন্ত্রপাতি, খাদ্য ও পানীয় পণ্য এবং প্যাকেজিং সামগ্রীসম্পর্কিত ‘৮ম ফুড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৫’ এবং ‘৮ম অ্যাগ্রো বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৫’। এর পাশাপাশি অনুষ্ঠিত হচ্ছে ‘৮ম পোলট্রি অ্যান্ড লাইভস্টক বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৫’ এবং ‘৫ম ফুড প্যাক এক্সপো ২০২৫’। খাদ্য, কৃষি ও প্লাস্টিক শিল্পের অত্যাধুনিক সরঞ্জাম, উন্নত প্রযুক্তি, পণ্য এবং পরিষেবাবিষয়ক এ প্রদর্শনীগুলোতে বাংলাদেশ, ভারত, জার্মানি, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও চীনসহ ১২টিরও বেশি দেশের প্রায় ২৫০টি কোম্পানি ৪৮০টিরও বেশি বুথ নিয়ে অংশগ্রহণ করবে।

বিশেষ আকর্ষণ হিসেবে নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে সেমস গ্লোবাল ও বাইটস (BYETS) প্রকল্পের আয়োজনে এবং সুইসকন্ট্যাক্টের বাস্তবায়নে এবারের ‘৮ম অ্যাগ্রো বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৫’ প্রদর্শনীর অন্যতম আকর্ষণ হিসেবে অনুষ্ঠিত হবে প্রিমিয়ার কো-ইভেন্ট ‘অ্যাগ্রো বাংলাদেশ গ্লোবাল গেটওয়ে’। আয়োজকদের মতে, এটি বিশ্বব্যাপী কৃষি উদ্ভাবন, ব্যবসায়িক নেটওয়ার্কিং এবং বাংলাদেশের কৃষি খাতের টেকসই প্রবৃদ্ধির প্রবেশদ্বার হিসেবে কাজ করবে। পাশাপাশি, কৃষিজাত পণ্য প্রক্রিয়াকরণে যুক্ত ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক বাজারের সঙ্গে যুক্ত করতে এই উদ্যোগটি বিশেষ ভূমিকা পালন করবে। এ ছাড়া, ‘৮ম ফুড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৫’ প্রদর্শনী চলাকালে একটি বিশেষ কফি ফেস্ট অনুষ্ঠিত হবে। সেখানে বিভিন্ন ধরনের কফি বিন এবং কফি যন্ত্রপাতি প্রদর্শন করা হবে এবং বারিস্তা প্রতিযোগিতারও আয়োজন থাকবে।

উল্লেখ্য, আয়োজক প্রতিষ্ঠান সেমস-গ্লোবাল ইউএসএ নিউইয়র্কভিত্তিক একটি স্বনামধন্য পেশাদার বহুজাতিক প্রদর্শনী ও সম্মেলন আয়োজক সংস্থা। ১৯৯২ সালে প্রতিষ্ঠিত এ সংস্থাটি ৩২ বছরেরও বেশি সময় ধরে ৪টি মহাদেশে সফলতার সঙ্গে ব্যবসায়িক পরিমণ্ডলে পেশাদার বি-টু-বি (বিজনেস-টু-বিজনেস) ট্রেড শো আয়োজন করে আসছে। বিশ্বের অত্যন্ত সম্ভাবনাময় এবং উন্নয়নশীল দেশগুলোতে প্রতিবছর সফলভাবে ৪০টিরও বেশি ট্রেড শো আয়োজনের মাধ্যমে সংগঠনটি নির্মাতা ও সংশ্লিষ্ট শিল্প সেক্টরের অগ্রগতিতে ব্যাপক ভূমিকা পালন করে আসছে।

প্রদর্শনীগুলোতে সংশ্লিষ্ট শিল্পসম্পর্কিত বেশ কিছু আন্তর্জাতিক সেমিনারও অনুষ্ঠিত হবে। বিস্তারিত তথ্যের জন্য আগ্রহীরা www.cems-meditex.com, www.cems-healthcare.com, www.labexpo.cems-meditex.com, www.pharmabangladesh.com, www.cems-agroexpo.com, www.cems-foodexpo.com, www.cems-foodpack.com, www.cems-poultrylivestock.com ওয়েবসাইটগুলোতে ভিজিট করতে পারেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত