Ajker Patrika

ঈদের কেনাকাটায় ‘নগদ’ পেমেন্টে ৩০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক

অনলাইন ডেস্ক
আপডেট : ২৪ জুন ২০২২, ১৮: ৪০
Thumbnail image

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে যেকোনো জায়গায় কেনাকাটার জন্য গ্রাহকদের বেশি লাভ দিতে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘নগদ’ নিয়ে এসেছে দারুণ সব অফার। সারা দেশে ৩০০টি ব্র্যান্ডের ৫ হাজারেরও বেশি আউটলেটে ১৪টি ক্যাটাগরিতে ‘নগদ’-এর মাধ্যমে পেমেন্ট করলে গ্রাহকেরা পাচ্ছেন ৩০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক অথবা ডিসকাউন্ট।

‘উৎসবের খুশি নগদে বেশি’ ক্যাম্পেইনের আওতায় ই-কমার্স, ইলেকট্রনিকস, গ্রোসারি, অ্যাগ্রো সুপার স্টোর, ট্যুরস অ্যান্ড ট্রাভেলসহ বিভিন্ন ক্যাটাগরিতে ‘নগদ’ পেমেন্টে গ্রাহকেরা এই ক্যাশব্যাক বা ডিসকাউন্ট উপভোগ করতে পারছেন। অফারগুলো উপভোগ করতে পারবেন আগামী ১৬ জুলাই পর্যন্ত। 

ঈদের দিন পর্যন্ত গ্রাহকেরা রেফ্রিজারেটরসহ যেকোনো ইলেকট্রনিক পণ্য কেনাকাটায় ‘নগদ’-এ পেমেন্ট করলে পাবেন তাৎক্ষণিক ২০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক। ব্র্যান্ডগুলোর মধ্যে রয়েছে মিনিস্টার, ওয়ালটন, ইলেক্ট্রোমার্ট, বাটারফ্লাই, বেস্ট ইলেকট্রনিকস, র‍্যাংগস ইলেকট্রনিকস লিমিটেড, ট্রান্সকম ইলেকট্রনিকস, ভিশন এম্পোরিয়ামসহ এমন আরও অনেক ব্র্যান্ড।

এ ছাড়া পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মেঘডুবি এগ্রো, সাদিক এগ্রো, ডোমেস্টিক এগ্রোসহ বেশ কিছু  খামারে কোরবানির পশু কিনে ‘নগদ’-এর মাধ্যমে পেমেন্ট করলে গ্রাহক পাচ্ছেন ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। অফারটি চলবে ঈদের দিন পর্যন্ত।

গ্রোসারি কেনাকাটায়ও নির্দিষ্ট মার্চেন্টে ‘নগদ’ দিচ্ছে ১০ শতাংশ বা ১০০ টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। তবে এই ক্যাশব্যাক গ্রাহকেরা অফারের সব শর্ত পূরণ সাপেক্ষে একবার উপভোগ করতে পারবেন। সুপারস্টোর ক্যাটাগরিতে স্বপ্ন, ইউনিমার্ট, আগোরা, মীনা বাজার, ডেইলি শপিং, প্রিন্স বাজারসহ বেশ কিছু ব্র্যান্ডে পাওয়া যাবে অফারটি।

ঈদের ছুটিতে ঘোরাঘুরির জন্য ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ে নির্দিষ্ট হোটেল বা ট্রাভেল এজেন্সি থেকে রুম বা ফ্লাইট বুকিংয়ে ‘নগদ’ পেমেন্ট করলে গ্রাহকেরা উপভোগ করতে পারছেন ৬০ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট। এসএস হলিডেজ, বাই এয়ার টিকিটস বিডি,  ট্রিপ ট্রিক্স, ট্রিপ বিয়ন্ড, ট্রাস্ট হলিডেজ, কসমস হলিডেজ, ফ্লাই এশিয়া লিমিটেড, প্রাসাদ প্যারাডাইজ ও নাজিমগর রিসোর্টসহ আরও অনেক প্রতিষ্ঠানে পাওয়া যাবে আকর্ষণীয় ছাড়।

অফারগুলো নিশ্চিত করতে গ্রাহকদের ‘নগদ’ অ্যাকাউন্টটি অবশ্যই সচল থাকতে হবে। ক্যাম্পেইনের অফারগুলোর বিষয়ে বিস্তারিত জানতে গ্রাহকেরা ভিজিট করতে পারেন https://nagad.com.bd/campaigns এই লিংকে। 

‘নগদ’-এর আকর্ষণীয় অফারগুলোরর বিষয়ে প্রতিষ্ঠানটির প্রধান বিপণন কর্মকর্তা (সিএমও) শেখ আমিনুর রহমান বলেন, ‘পবিত্র ঈদুল আজহার কেনাকাটায় উল্লিখিত ক্যাটাগরিতে গ্রাহক পাবেন আকর্ষণীয় ছাড়। নিত্যনতুন সব ধরনের অফারের মাধ্যমে মানুষের জীবনকে কিছুটা সহজ করার চেষ্টা করছি আমরা। দেশের যেকোনো প্রান্ত থেকে আমাদের গ্রাহকেরা অনেকটা স্বস্তির সঙ্গে যেন কেনাকাটা করতে পারেন, তারই একটি প্রচেষ্টা এই অফারগুলো।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত