Ajker Patrika

‘উপায়’ অ্যাপের মাধ্যমে পরিশোধ করা যাবে বিদ্যুৎ বিল

আপডেট : ০৮ জুন ২০২২, ২১: ০৮
‘উপায়’ অ্যাপের মাধ্যমে পরিশোধ করা যাবে বিদ্যুৎ বিল

মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস প্রদানকারী প্রতিষ্ঠান ‘উপায়’-এর মাধ্যমে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন নর্দান ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেডের (নেসকো) ১৭ লাখ গ্রাহক। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও রেজাউল হোসেন এবং নেসকোর ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম সম্প্রতি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ-সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষর করেন।

এ বিষয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন থেকে নেসকোর গ্রাহকেরা ঘরে বসেই তাঁদের ‘উপায়’ অ্যাকাউন্ট থেকে যেকোনো সময় প্রি-পেইড এবং পোস্ট-পেইড উভয় বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন। এ জন্য তাঁদের কোনো অতিরিক্ত চার্জ প্রদান করতে হবে না। গ্রাহকেরা ‘উপায়’ অ্যাপ অথবা এর ইউএসএসডি কোড *২৬৮# ডায়াল করে বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নেসকোর ডেপুটি কোম্পানি সেক্রেটারি এমদাদুল হক, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (এইচআর অ্যান্ড এডমিন) মো. ইমরুল কায়েস এবং উপায়-এর ডেপুটি ডিরেক্টর শাকিব আলতাফ, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হাসান মোহাম্মদ জাহিদ, ডিজিএম মোহাম্মদ মকবুল হোসেন ভূঁইয়া ও অ্যাকাউন্ট ম্যানেজার মো. মাহ্ফুজুর রহমান। 

উল্লেখ্য, পল্লী বিদ্যুৎ, ডিপিডিসি, ডেসকোর গ্রাহকেরাও তাদের বিদ্যুৎ বিল ‘উপায়’-এর মাধ্যমে পরিশোধ করতে পারছেন। 

২০২১ সালের ১৭ মার্চ আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সাবসিডিয়ারি ‘উপায়’। বর্তমানে উপায় বিস্তৃত পরিসরে এমএফএস সেবা প্রদান করছে ইউএসএসডি এবং মোবাইল অ্যাপ উভয়ের মাধ্যমে। ‘উপায়’-এর মাধ্যমে গ্রাহকরা সব ধরনের আর্থিক লেনদেন যেমন—ক্যাশ ইন, ক্যাশ আউট, ইউটিলিটি বিল পেমেন্ট, মার্চেন্ট ও ই-কমার্স পেমেন্ট; রেমিট্যান্স, বেতন ও সরকারি ভাতা গ্রহণ এবং মোবাইল রিচার্জ ছাড়াও ট্রাফিক ফাইন পেমেন্ট এবং ভারতীয় ভিসা ফি পেমেন্টের মতো সেবা গ্রহণ করতে পারছেন। বর্তমানে ‘উপায়’-এর গ্রাহক সংখ্যা ৫০ লাখ এবং দেশব্যাপী এক লাখ এজেন্টের বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত