বাংলাদেশি কোম্পানি মেসার্স সিআইপি লিমিটেড মোংলা ইপিজেডে ৬২ লাখ ৩০ হাজার মার্কিন ডলার বিনিয়োগে ব্যাগ ও লাগেজ উৎপাদন কারখানা স্থাপন করতে যাচ্ছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে আজ বুধবার ঢাকার বেপজা কমপ্লেক্সে একটি চুক্তি সই করে।
বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং সিআইপি লিমিটেডের চেয়ারম্যান এম এ হানিফ ভুঁইয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান চুক্তি সই অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।
বেপজার নির্বাহী চেয়ারম্যান মোংলা ইপিজেডে বিনিয়োগের জন্য সিআইপি লিমিটেডকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘মোংলা ইপিজেডে লাগেজ ও ব্যাগ প্রস্তুতকারী আরও দুটি গ্রুপ সফলভাবে ব্যবসা পরিচালনা করছে। সিআইপি লিমিটেডও মোংলা ইপিজেডে সফলভাবে ব্যবসা পরিচালনা করবে বলে আমি আশা করি।’
সিআইপি লিমিটেডের চেয়ারম্যান এম এ হানিফ ভুঁইয়া আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘তারা আগামী ৬-৮ মাসের মধ্যে কারখানার নির্মাণকাজ সম্পন্ন করে ২০২৪ সালের নভেম্বর নাগাদ বাণিজ্যিক উৎপাদন শুরু করতে পারবে।’ মোংলা পোর্টের কার্যক্রম আরও গতিশীল হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘পণ্য আমদানি-রপ্তানির জন্য আমরা চট্টগ্রাম পোর্টের পরিবর্তে মোংলা পোর্ট ব্যবহার করব যা আমাদের সময় এবং অর্থ সাশ্রয় করবে।’
সিআইপি লিমিটেড বার্ষিক ৯৫ লাখটি ব্যাকপ্যাক, সফট লাগেজ, হার্ড লাগেজ, ডাফল, ট্রলি, স্কুল ব্যাগ এবং নারীদের হাতব্যাগ উৎপাদন করবে। প্রতিষ্ঠানটিতে ১ হাজার ৫৫০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
চুক্তি সই অনুষ্ঠানে অন্যদের মধ্যে নির্বাহী পরিচালক (প্রশাসন) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজ উপস্থিত ছিলেন।
পদ্মা সেতু চালু ও মোংলা পোর্টের কার্যক্রম গতিশীল হওয়ায় মোংলা ইপিজেডে বিনিয়োগকারীদের চাহিদা বেড়েছে। মোংলা ইপিজেডে বর্তমানে ৩১টি চালু শিল্প প্রতিষ্ঠান রয়েছে যেখানে ১৫ হাজার ৬২ জন বাংলাদেশি নাগরিক কর্মরত আছেন।
বাংলাদেশি কোম্পানি মেসার্স সিআইপি লিমিটেড মোংলা ইপিজেডে ৬২ লাখ ৩০ হাজার মার্কিন ডলার বিনিয়োগে ব্যাগ ও লাগেজ উৎপাদন কারখানা স্থাপন করতে যাচ্ছে। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) সঙ্গে আজ বুধবার ঢাকার বেপজা কমপ্লেক্সে একটি চুক্তি সই করে।
বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এবং সিআইপি লিমিটেডের চেয়ারম্যান এম এ হানিফ ভুঁইয়া নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান চুক্তি সই অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।
বেপজার নির্বাহী চেয়ারম্যান মোংলা ইপিজেডে বিনিয়োগের জন্য সিআইপি লিমিটেডকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘মোংলা ইপিজেডে লাগেজ ও ব্যাগ প্রস্তুতকারী আরও দুটি গ্রুপ সফলভাবে ব্যবসা পরিচালনা করছে। সিআইপি লিমিটেডও মোংলা ইপিজেডে সফলভাবে ব্যবসা পরিচালনা করবে বলে আমি আশা করি।’
সিআইপি লিমিটেডের চেয়ারম্যান এম এ হানিফ ভুঁইয়া আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘তারা আগামী ৬-৮ মাসের মধ্যে কারখানার নির্মাণকাজ সম্পন্ন করে ২০২৪ সালের নভেম্বর নাগাদ বাণিজ্যিক উৎপাদন শুরু করতে পারবে।’ মোংলা পোর্টের কার্যক্রম আরও গতিশীল হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘পণ্য আমদানি-রপ্তানির জন্য আমরা চট্টগ্রাম পোর্টের পরিবর্তে মোংলা পোর্ট ব্যবহার করব যা আমাদের সময় এবং অর্থ সাশ্রয় করবে।’
সিআইপি লিমিটেড বার্ষিক ৯৫ লাখটি ব্যাকপ্যাক, সফট লাগেজ, হার্ড লাগেজ, ডাফল, ট্রলি, স্কুল ব্যাগ এবং নারীদের হাতব্যাগ উৎপাদন করবে। প্রতিষ্ঠানটিতে ১ হাজার ৫৫০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
চুক্তি সই অনুষ্ঠানে অন্যদের মধ্যে নির্বাহী পরিচালক (প্রশাসন) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজ উপস্থিত ছিলেন।
পদ্মা সেতু চালু ও মোংলা পোর্টের কার্যক্রম গতিশীল হওয়ায় মোংলা ইপিজেডে বিনিয়োগকারীদের চাহিদা বেড়েছে। মোংলা ইপিজেডে বর্তমানে ৩১টি চালু শিল্প প্রতিষ্ঠান রয়েছে যেখানে ১৫ হাজার ৬২ জন বাংলাদেশি নাগরিক কর্মরত আছেন।
সিটি ব্যাংক পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন হোসেন খালেদ। ব্যাংকটির উদ্যোক্তা পরিচালক হোসেন খালেদকে আজ রোববার পর্ষদের সদস্যদের ভোটে চেয়ারম্যান নির্বাচন করা হয়। সাত বছর ধরে তিনি এই ব্যাংকের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
২ ঘণ্টা আগেমেঘনা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) কাজী আহ্সান খলিল পদত্যাগ করেছেন। মূলত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সঙ্গে বনিবনা না হওয়ায় তিনি ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন বলে জানা গেছে।
২ ঘণ্টা আগেসেবাগ্রহীতার কাছ থেকে ঘুষ গ্রহণ করায় চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগের হালিশহর সার্কেলের সহকারী রাজস্ব কর্মকর্তা আব্দুল আলীমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি মোতাবেক ভাতা পাবেন।
২ ঘণ্টা আগেবেনাপোল কাস্টম হাউস থেকে ২০২৫-২৬ অর্থবছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৮ হাজার ৩৭০ কোটি টাকা নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। যা গত অর্থবছরের চাইতে ১ হাজার ৬৬৫ কোটা টাকা বেশি। এর আগে ২০২৪-২৫ অর্থবছরে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ৬ হাজার ৭০৫ কোটি টাকার বিপরীতে আদায় হয়েছিল ৭ হাজার ২১ কোটি ৫১ লাখ।
৬ ঘণ্টা আগে