বিজ্ঞপ্তি
বাংলাদেশের টেক্সটাইল খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ও জ্বালানি দক্ষতা বাড়ানোর লক্ষ্যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) গত বৃহস্পতিবার (১০ জুলাই) ঢাকার হোটেল ইন্টার কন্টিনেন্টালে একটি সংলাপের আয়োজন করে। ‘টেক্সটাইল শিল্পে জ্বালানি দক্ষতা ত্বরান্বিতকরণ’ শীর্ষক এই সংলাপে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, ইডকলের শীর্ষ নেতৃত্ব, ১৫টির বেশি শীর্ষস্থানীয় টেক্সটাইল প্রস্তুত প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তা এবং আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ডের প্রতিনিধিরা অংশ নেন।
সংলাপের সূচনা বক্তব্যে ইডকলের নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলমগীর মোর্শেদ দেশের জ্বালানি খাতের বর্তমান অবস্থা তুলে ধরেন এবং টেক্সটাইল শিল্পে জ্বালানি দক্ষতাকে মূলধারায় আনার লক্ষ্যের কথা বলেন। তিনি জানান, সংলাপটি বেসরকারি খাতে জ্বালানি দক্ষতায় বিনিয়োগ বৃদ্ধির বৃহত্তর লক্ষ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ।
অনুষ্ঠানের প্রধান অতিথি বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজ তাঁর বক্তব্যে উল্লেখ করেন, জ্বালানি দক্ষতা এখন আর শুধু পরিবেশগত বাধ্যবাধকতা নয়, এটি একটি অর্থনৈতিক প্রয়োজন। তিনি দেশে বিকল্প জ্বালানির উৎস প্রসার এবং জ্বালানি দক্ষতা বাড়াতে ইডকল ও অন্যদের ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি প্রচলিত জ্বালানি শক্তির ওপর নির্ভরতা কমানোর প্রয়োজনীয়তার ওপরও জোর দেন।
অনুষ্ঠানে প্যানেল আলোচনায় অংশগ্রহণকারীরা জ্বালানি দক্ষতা বাড়ানোর জন্য সহজ অর্থায়ন প্রক্রিয়া, সরকারি প্রণোদনা এবং ব্র্যান্ডগুলোর কাছ থেকে বাস্তবসম্মত প্রত্যাশার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। অংশগ্রহণকারীরা বলেন, এই খাতে বিনিয়োগে আর্থিকভাবে লাভবান হওয়ার বিষয়টি নিশ্চিত করতে পারলে উদ্যোক্তারা আরও আগ্রহী হবেন। এর পাশাপাশি জোরালো জ্বালানি নিরীক্ষা প্রটোকল এবং সরকারের নীতিগত সহায়তার প্রয়োজনীয়তার কথাও আলোচনায় উঠে আসে।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নাজমুল হক (ইডকল), কামাল আহমেদ (মার্কস অ্যান্ড স্পেনসার), সৈয়দ ইশতিয়াক আহমেদ (সাইহাম গ্রুপ) ডেভিড হাসানাত (ভিয়েনাটেক্স গ্রুপ)।
অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয় ছিল জিসিএফ ও ইডকলের সহ-অর্থায়নে টেক্সটাইল খাতের জন্য ১৩৩ মিলিয়ন মার্কিন ডলারের একটি ঋণ সুবিধার প্রসার, যার লক্ষ্য বাংলাদেশের টেক্সটাইল খাতে জ্বালানি দক্ষতা বৃদ্ধি। এই অর্থায়নের মাধ্যমে দেশের টেক্সটাইল খাত এখন জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি গ্রহণ, কার্বন নিঃসরণ হ্রাস এবং বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আরও সুসংহত অবস্থানে পৌঁছেছে।
বাংলাদেশে জিসিএফের অর্থায়নে পরিচালিত বৃহত্তম কর্মসূচির স্বীকৃত প্রতিষ্ঠান হিসেবে ইডকল, টেক্সটাইল প্রস্তুতকারকদের একটি টেকসই ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে কৌশলগত দিকনির্দেশনা, স্বল্প সুদের ঋণ সুবিধা, কারিগরি সহায়তা ও নীতিগত পরামর্শ প্রদান অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
বাংলাদেশের টেক্সটাইল খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ও জ্বালানি দক্ষতা বাড়ানোর লক্ষ্যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) গত বৃহস্পতিবার (১০ জুলাই) ঢাকার হোটেল ইন্টার কন্টিনেন্টালে একটি সংলাপের আয়োজন করে। ‘টেক্সটাইল শিল্পে জ্বালানি দক্ষতা ত্বরান্বিতকরণ’ শীর্ষক এই সংলাপে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, ইডকলের শীর্ষ নেতৃত্ব, ১৫টির বেশি শীর্ষস্থানীয় টেক্সটাইল প্রস্তুত প্রতিষ্ঠানের নির্বাহী কর্মকর্তা এবং আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ডের প্রতিনিধিরা অংশ নেন।
সংলাপের সূচনা বক্তব্যে ইডকলের নির্বাহী পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা আলমগীর মোর্শেদ দেশের জ্বালানি খাতের বর্তমান অবস্থা তুলে ধরেন এবং টেক্সটাইল শিল্পে জ্বালানি দক্ষতাকে মূলধারায় আনার লক্ষ্যের কথা বলেন। তিনি জানান, সংলাপটি বেসরকারি খাতে জ্বালানি দক্ষতায় বিনিয়োগ বৃদ্ধির বৃহত্তর লক্ষ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ।
অনুষ্ঠানের প্রধান অতিথি বিদ্যুৎ বিভাগের সচিব ফারজানা মমতাজ তাঁর বক্তব্যে উল্লেখ করেন, জ্বালানি দক্ষতা এখন আর শুধু পরিবেশগত বাধ্যবাধকতা নয়, এটি একটি অর্থনৈতিক প্রয়োজন। তিনি দেশে বিকল্প জ্বালানির উৎস প্রসার এবং জ্বালানি দক্ষতা বাড়াতে ইডকল ও অন্যদের ভূমিকার প্রশংসা করেন। পাশাপাশি প্রচলিত জ্বালানি শক্তির ওপর নির্ভরতা কমানোর প্রয়োজনীয়তার ওপরও জোর দেন।
অনুষ্ঠানে প্যানেল আলোচনায় অংশগ্রহণকারীরা জ্বালানি দক্ষতা বাড়ানোর জন্য সহজ অর্থায়ন প্রক্রিয়া, সরকারি প্রণোদনা এবং ব্র্যান্ডগুলোর কাছ থেকে বাস্তবসম্মত প্রত্যাশার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। অংশগ্রহণকারীরা বলেন, এই খাতে বিনিয়োগে আর্থিকভাবে লাভবান হওয়ার বিষয়টি নিশ্চিত করতে পারলে উদ্যোক্তারা আরও আগ্রহী হবেন। এর পাশাপাশি জোরালো জ্বালানি নিরীক্ষা প্রটোকল এবং সরকারের নীতিগত সহায়তার প্রয়োজনীয়তার কথাও আলোচনায় উঠে আসে।
আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নাজমুল হক (ইডকল), কামাল আহমেদ (মার্কস অ্যান্ড স্পেনসার), সৈয়দ ইশতিয়াক আহমেদ (সাইহাম গ্রুপ) ডেভিড হাসানাত (ভিয়েনাটেক্স গ্রুপ)।
অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয় ছিল জিসিএফ ও ইডকলের সহ-অর্থায়নে টেক্সটাইল খাতের জন্য ১৩৩ মিলিয়ন মার্কিন ডলারের একটি ঋণ সুবিধার প্রসার, যার লক্ষ্য বাংলাদেশের টেক্সটাইল খাতে জ্বালানি দক্ষতা বৃদ্ধি। এই অর্থায়নের মাধ্যমে দেশের টেক্সটাইল খাত এখন জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তি গ্রহণ, কার্বন নিঃসরণ হ্রাস এবং বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আরও সুসংহত অবস্থানে পৌঁছেছে।
বাংলাদেশে জিসিএফের অর্থায়নে পরিচালিত বৃহত্তম কর্মসূচির স্বীকৃত প্রতিষ্ঠান হিসেবে ইডকল, টেক্সটাইল প্রস্তুতকারকদের একটি টেকসই ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে কৌশলগত দিকনির্দেশনা, স্বল্প সুদের ঋণ সুবিধা, কারিগরি সহায়তা ও নীতিগত পরামর্শ প্রদান অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
রাশিয়ার জ্বালানি তেল আমদানি কমাতে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বাড়তি চাপের মুখে অপরিশোধিত তেলের নতুন উৎস খুঁজছে ভারত। এই পরিস্থিতিতে দক্ষিণ আমেরিকার দেশ গায়ানায় অবস্থিত মার্কিন কোম্পানির কাছ থেকে তেল কেনার সিদ্ধান্ত নিয়েছে দেশটির শীর্ষ পরিশোধনাগারগুলো।
৮ ঘণ্টা আগেনাভরাতিল এক বিবৃতিতে বলেন, বিশ্ব বদলে যাচ্ছে। নেসলেকেও আরও দ্রুত বদলাতে হবে। এ প্রক্রিয়ায় কঠিন কিন্তু প্রয়োজনীয় কিছু সিদ্ধান্ত নিতে হবে, যার মধ্যে আগামী দুই বছরে কর্মীর সংখ্যা কমানো হবে।
১৩ ঘণ্টা আগে২০২৫-২০২৬ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) রাজস্ব আদায় করেছে ৯০ হাজার ৮২৫ কোটি টাকা, যা এযাবৎকালের যেকোনো অর্থবছরের প্রথম ৩ মাসের তুলনায় সর্বোচ্চ রাজস্ব আদায়। আজ শুক্রবার এনবিআর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
১৫ ঘণ্টা আগেদেশে এখন আর ডলারের সংকট নেই। ফলে আমদানির ওপর কড়াকড়িও অনেকটা কমে গেছে। এর প্রভাব পড়েছে বাজারে। ভোগ্যপণ্য, শিল্পের কাঁচামাল ও যন্ত্রপাতি আমদানি বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই ও আগস্ট দুই মাসে আমদানির জন্য ১১ দশমিক ৪৭ বিলিয়ন ডলারের এলসি খোলা হয়েছে। আগের বছর একই সময়ে..
১ দিন আগে