Ajker Patrika

রাজশাহী শহরে মিরপুর সিরামিকসের বিক্রয় কেন্দ্রের উদ্বোধন

আপডেট : ০২ অক্টোবর ২০২৩, ২১: ৪৮
রাজশাহী শহরে মিরপুর সিরামিকসের বিক্রয় কেন্দ্রের উদ্বোধন

মিরপুর ও খাদিম সিরামিকস রাজশাহী শহরে প্রথমবারের মতো প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেছে। আজ সোমবার সকালে শহরের সাগরপাড়ার রেশমপট্টি এলাকার ফসিউদ্দীন টাওয়ারে এই উদ্বোধন অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে মিরপুর ও খাদিম সিরামিকসের গ্রুপ চেয়ারম্যান আসিফ আরিফ তাবানী ও পরিচালক হামজাহ তাবানী উপস্থিত ছিলেন।

১৯৫৮ সালে মিরপুর সিরামিকসের যাত্রার শুরু থেকেই প্রতিষ্ঠানটি সিরামিকের তৈরি নির্মাণ সামগ্রীর জন্যে খ্যাতি অর্জন করেছে। পরবর্তীতে এর সঙ্গে যোগ হয় সহযোগী প্রতিষ্ঠান খাদিম সিরামিকস। দুটি প্রতিষ্ঠানের পণ্যের ভেতর রয়েছে সিরামিক ব্লক, ব্রিক, ক্ল্যাডিং, পেভার, রুফ টাইলস এবং ফ্লোর আর ওয়াল টাইলস।

এ ছাড়া এসব পণ্য ব্যবহারের জন্যে প্রয়োজনীয় রেডিমিক্স মর্টারও তৈরি করে থাকে প্রতিষ্ঠানটি। খাদিমস টাইল এডহেসিভ নামে এই পণ্য বাজারে সুপরিচিত।

পণ্যের গুণগত মানের জন্যে দেশের নির্মাণ ও উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে মিরপুর ও খাদিম সিরামিকস জনপ্রিয়তা অর্জন করেছে। কিছুদিন আগে হবিগঞ্জে গ্রুপটি সানশাইন ব্রিকস নামে নতুন একটি প্রোডাকশন ইউনিট স্থাপন করেছে। এর ফলে দেশে সিরামিকের নির্মাণ সামগ্রীতে নতুন ধারার পণ্য তৈরির সুযোগ ও সম্ভাবনা সৃষ্টি হলো বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ সব স্থাপনা যেমন জাতীয় সংসদ ভবন, কেন্দ্রীয় শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ, এমনকি দেশের অত্যাধুনিক সব মেগা প্রজেক্ট যেমন মেট্রোরেল প্রজেক্ট, বঙ্গবন্ধু টানেল, পদ্মাসেতু রেল সংযোগ, ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ৩, কক্সবাজার রেলওয়ে স্টেশন ও কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরের বিভিন্ন স্থানে ব্যবহার করা হচ্ছে মিরপুর ও খাদিম সিরামিকসের সিরামিকের নির্মাণ সামগ্রী।

রাজশাহী শহরে হাঁটার জন্যে সাইডওয়াক তৈরিতে, রাজশাহী ইউনিভার্সিটির ভেতর ও রুয়েটের ভেতর সৌন্দর্য বর্ধনে, শেখ রাসেল মডেল স্কুলের দালানে আর কেন্দ্রীয় ঈদগাহের বিভিন্ন স্থানে সৌন্দর্য বর্ধনে ব্যবহার হয়েছে মিরপুর আর খাদিম সিরামিকসের পণ্য।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত