Ajker Patrika

শেকৃবিতে নবীন শিক্ষার্থীদের পরিচিতি অনুষ্ঠান

শেকৃবিতে নবীন শিক্ষার্থীদের পরিচিতি অনুষ্ঠান

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) অ্যানিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) অনুষদের নবীন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব, ডিনস অ্যাওয়ার্ড ও কাজী ফার্মস স্কলারশিপ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল টিএসসির অডিটোরিয়ামে এই অনুষ্ঠান হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মো. শহীদুর রশীদ ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন ট্রেজারার মো. নজরুল ইসলাম, কাজী ফার্মস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান এবং এসিআই এগ্রিবিজনেসের সভাপতি এফ এইচ আনসারি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এএসভিএম অনুষদের ডিন অধ্যাপক লাম-ইয়া-আসাদ। 

অনুষ্ঠানে এএসভিএম অনুষদের কোর্স ক্রেডিট সিস্টেমের ওপর প্রেজেন্টেশন করেন অ্যানিমেল নিউট্রিশন অ্যান্ড জেনেটিকস বিভাগের অধ্যাপক মো. মোফাজ্জল হোসাইন। স্বাগত বক্তব্য দেন মেডিসিন অ্যান্ড পাবলিক হেলথ বিভাগের চেয়ারম্যান কে বি এম সাইফুল ইসলাম। বক্তব্য দেন পরিচিতি অনুষ্ঠান, ডিন’স অ্যাওয়ার্ড ও বৃত্তি দেওয়া প্রোগ্রামের আহ্বায়ক পোলট্রি বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. আনোয়ারুল হক বেগ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যান, হল প্রভোস্টসহ বিভিন্ন শিক্ষক-শিক্ষার্থী। 

অনুষ্ঠানে বিভিন্ন লেভেলের ৩২ জন শিক্ষার্থীকে ডিন অ্যাওয়ার্ড ও ২০ জন শিক্ষার্থীকে কাজী ফার্মস বৃত্তি দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আসামি গ্রেপ্তারে র‍্যাবকে ভুল তথ্য, বগুড়া ডিবির ওসিসহ ৩ কর্মকর্তা প্রত্যাহার

গাজায় ৮ জনকে প্রকাশ্যে গুলি করে মারল হামাস

ভল্ট থেকে উইন্ডো গ্রুপের কোটি টাকা চুরি, ডেপুটি ম্যানেজারসহ গ্রেপ্তার ২

গণভোট আর নির্বাচন এক দিনে করার প্রস্তাব উদ্ভট: জামায়াত নেতা তাহের

সব ‘নোট অব ডিসেন্ট’ স্পষ্ট থাকবে জুলাই সনদে, সেটাই যাবে গণভোটে: সালাহউদ্দিন আহমদ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত