নিজস্ব প্রতিবেদক
বৈশ্বিক বাজারে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশি ব্র্যান্ড ভিসতা। বিশ্বের দ্রুত অগ্রসরমাণ কোম্পানি চায়নার ‘অক্স’-এর সঙ্গে এবার যৌথ উদ্যোগ চুক্তি করল দেশীয় প্রতিষ্ঠান ভিসতা ইলেকট্রনিকস লিমিটেড। এর আওতায় বাংলাদেশে ভিসতার কারখানায় তৈরি হবে ‘অক্স’ ব্র্যান্ডের এয়ারকন্ডিশনার বা এসি। স্থানীয় বাজারের বিক্রির পাশাপাশি তা বিভিন্ন দেশে রপ্তানিও হবে।
যৌথ উদ্যোক্তা হিসেবে সম্প্রতি বাংলাদেশের ভিসতা ও চায়নার অক্সের সঙ্গে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষর হয়েছে। চায়নার নিংবো শহরে অবস্থিত অক্স সদর দপ্তরে তাদের প্রধান আরঅ্যান্ডডি (গবেষণা ও উন্নয়ন) অফিসে ওই চুক্তি স্বাক্ষর হয়।
ভিসতা ইলেকট্রনিকস লিমিটেডের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান সামছুল আলম। অক্সের পক্ষে স্বাক্ষর করেন পরিচালক (আরএসি, এশিয়ান অঞ্চল) জি ঝু লিঙ। সেসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভিসতার ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশ, পরিচালক মোহাম্মদ মাসুদ, পরিচালক (ব্র্যান্ড অ্যান্ড প্রমোশন) হাসিন ফারহান, অক্সের রিজিওনাল ম্যানেজার লনি ওয়াং, কান্ট্রি ম্যানেজার মো. মোস্তাফিজুর রহমান, এসকেডি ম্যানেজার গোল্ডেন ইয়াং, ন্যাশনাল ম্যানেজার জিয়ান সু, সেলস ম্যানেজার ওয়েং প্রমুখ।
চুক্তি স্বাক্ষরের আগে চায়না সফরে ভিসতা টিম নিংবো শহরে অক্সের সদর দপ্তর ও কারখানাসমূহ পরিদর্শন করেন।
অক্স হচ্ছে চায়নার একটি বড় শিল্পগোষ্ঠী। এটি বিশ্বের দ্রুত অগ্রসরমাণ একটি ব্র্যান্ড। ১৯৮৬ সালে অক্সের যাত্রা শুরু। ইলেকট্রনিকস, ইলেকট্রিক্যাল, পাওয়ার ইউটিলাইজেশন, পাওয়ার ডিস্ট্রিবিউশন, নিউ এনার্জি, হাসপাতালসহ ইনভেস্টমেন্ট শিল্পেও বড় বিনিয়োগ রয়েছে অক্সের।
বৈশ্বিক বাজারে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশি ব্র্যান্ড ভিসতা। বিশ্বের দ্রুত অগ্রসরমাণ কোম্পানি চায়নার ‘অক্স’-এর সঙ্গে এবার যৌথ উদ্যোগ চুক্তি করল দেশীয় প্রতিষ্ঠান ভিসতা ইলেকট্রনিকস লিমিটেড। এর আওতায় বাংলাদেশে ভিসতার কারখানায় তৈরি হবে ‘অক্স’ ব্র্যান্ডের এয়ারকন্ডিশনার বা এসি। স্থানীয় বাজারের বিক্রির পাশাপাশি তা বিভিন্ন দেশে রপ্তানিও হবে।
যৌথ উদ্যোক্তা হিসেবে সম্প্রতি বাংলাদেশের ভিসতা ও চায়নার অক্সের সঙ্গে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষর হয়েছে। চায়নার নিংবো শহরে অবস্থিত অক্স সদর দপ্তরে তাদের প্রধান আরঅ্যান্ডডি (গবেষণা ও উন্নয়ন) অফিসে ওই চুক্তি স্বাক্ষর হয়।
ভিসতা ইলেকট্রনিকস লিমিটেডের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান সামছুল আলম। অক্সের পক্ষে স্বাক্ষর করেন পরিচালক (আরএসি, এশিয়ান অঞ্চল) জি ঝু লিঙ। সেসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভিসতার ব্যবস্থাপনা পরিচালক লোকমান হোসেন আকাশ, পরিচালক মোহাম্মদ মাসুদ, পরিচালক (ব্র্যান্ড অ্যান্ড প্রমোশন) হাসিন ফারহান, অক্সের রিজিওনাল ম্যানেজার লনি ওয়াং, কান্ট্রি ম্যানেজার মো. মোস্তাফিজুর রহমান, এসকেডি ম্যানেজার গোল্ডেন ইয়াং, ন্যাশনাল ম্যানেজার জিয়ান সু, সেলস ম্যানেজার ওয়েং প্রমুখ।
চুক্তি স্বাক্ষরের আগে চায়না সফরে ভিসতা টিম নিংবো শহরে অক্সের সদর দপ্তর ও কারখানাসমূহ পরিদর্শন করেন।
অক্স হচ্ছে চায়নার একটি বড় শিল্পগোষ্ঠী। এটি বিশ্বের দ্রুত অগ্রসরমাণ একটি ব্র্যান্ড। ১৯৮৬ সালে অক্সের যাত্রা শুরু। ইলেকট্রনিকস, ইলেকট্রিক্যাল, পাওয়ার ইউটিলাইজেশন, পাওয়ার ডিস্ট্রিবিউশন, নিউ এনার্জি, হাসপাতালসহ ইনভেস্টমেন্ট শিল্পেও বড় বিনিয়োগ রয়েছে অক্সের।
চলতি অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) বাংলাদেশের পণ্য রপ্তানি আয় ২৮.৯৬ বিলিয়ন ডলার ছাড়িয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১১.৬৮ শতাংশ বেশি। জানুয়ারি মাসে এককভাবে ৪.৪৪ বিলিয়ন ডলার রপ্তানি আয় হয়েছে, যা গত বছরের তুলনায় ৫.৭০ শতাংশ বেশি। প্রধানত তৈরি পোশাক খাতের ওপর নির্ভরশীল রপ্তানি...
২ ঘণ্টা আগেব্যাংকের কৌশলগত পরিকল্পনা প্রণয়ন ও কার্যকর বাস্তবায়নের ওপর জোর দিতে হবে। খেলাপি ঋণ আদায়ের কার্যক্রম আরও গতিশীল করতে ৩০টি টাস্কফোর্স টিম গঠন এবং আইনি প্রক্রিয়াকে আরও কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ব্যাংকের পরিচালন ব্যয় কমিয়ে বার্ষিক খরচ ২০ শতাংশ করতে হবে। এ ছাড়া নতুন আমানত সংগ্রহেও বিশেষ..
৩ ঘণ্টা আগেবাংলাদেশ বিমানকে একটি অথর্ব প্রতিষ্ঠান হিসেবে অভিহিত করেছেন পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, এটিকে লাভজনক ও আধুনিক করে গড়ে তুলতে হবে। প্রয়োজনে বিদেশি বিশেষজ্ঞ এনে ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দেওয়া উচিত।
৩ ঘণ্টা আগেপুঁজিবাজারে তালিকাভুক্ত কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে। কোম্পানিটিকে ‘বি’ ক্যাটাগরি থেকে ‘জেড’ ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে।
৩ ঘণ্টা আগে