দক্ষিণ এশিয়ার মধ্যে স্বপ্ন প্রথম রিটেইলার যারা গ্লোবাল গ্যাপের মেম্বারশিপ অর্জন করেছে। এরই ধারাবাহিকতায়, ২০১৮ সাল থেকে যশোর জেলার হরিবতপুর ইউনিয়নের কৃষকের সঙ্গে গ্যাপ প্রোটোকল মেনে সবজি উৎপাদনের কাজ শুরু করে স্বপ্ন। পাশাপাশি এই সব সবজি বাজারজাতের জন্য শুদ্ধ নামক একটি প্রাইভেট লেভেল ব্যান্ড প্রতিষ্ঠা করে। দীর্ঘ প্রশিক্ষণ, প্রস্তুতি আর পরীক্ষা শেষে চলতি বছরে এপ্রিলে শুদ্ধ’র ৫০ জন কৃষক এবং তাদের উৎপাদিত ৭টি ফসল গ্লোবাল গ্যাপের সনদ লাভ করে।
যশোর অঞ্চলে শুদ্ধ’র গ্লোবাল গ্যাপ স্বীকৃত সবজি খামার পরিদর্শনে ও এই উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত কৃষকদের সঙ্গে সম্প্রতি সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএসএআইডির ডেপুটি মিশন ডিরেক্টর র্যান্ডি আলী। এ সময় স্বপ্ন’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির, বিজনেস ডিরেক্টর সোহেল তানভীর খান এবং হেড অব বিজনেস (প্রোটিন অ্যান্ড পেরিশেবলস) মো: মাহাদী ফয়সাল।
স্বপ্ন’র নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির এ প্রসঙ্গে বলেন, কৃষক এবং ক্রেতার সংযোগ সেতুর নাম স্বপ্ন। নিরাপদ খাদ্যের সংজ্ঞার মধ্যে পড়ে স্বচ্ছতা। কি কীটনাশক ব্যবহৃত হচ্ছে তার অবশেষ যাতে ফসলে না থাকে, তার জন্য প্রয়োজনীয় পিএইচআই মানা হচ্ছে কিনা তা গুরুত্বপূর্ণ। গ্লোবাল গ্যাপ সার্টিফিকেশন একটি বিশ্বমানের অর্জন, যা প্রমাণ করে এই স্বচ্ছতা। ধন্যবাদ ইউএসএআইডিকে, আমাদের এ প্রয়াসের সঙ্গে সব সময় পাশে থাকার জন্য।
স্বপ্ন’র হেড অব বিজনেস (প্রোটিন অ্যান্ড পেরিশেবলস) মো: মাহাদী ফয়সাল জানান, শুদ্ধ’র এই ৭টি ফসলের জন্য ৭টি আলাদা গ্যাপ নম্বর (Global G.A.P Number (GGN) আছে, যা দিয়ে দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে যে কেউ এই ৭টি ফসলের উপাদান সম্পৃক্ত সকল তথ্য জানতে পারবেন। যেমন কে উৎপাদন করেছে? কী কী প্ল্যান্ট মেডিসিন কোন মাত্রায় ব্যবহার হয়েছে? আরও অনেক কিছু। এক কথায় নিরাপদ কৃষি ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে যা যা লাগে সবই।
মো: মাহাদী ফয়সাল আরও বলেন, বাংলাদেশে উৎপাদিত সবজি এখন ইউরোপ কিংবা আমেরিকার হাই মার্কেটে প্রতিযোগিতা করতে পারবে। যশোর হরিবতপুর ইউনিয়নের কৃষকেরা স্বপ্ন এবং শুদ্ধ’র এই অর্জনের মাধ্যমে সত্যিকার অর্থে বাংলাদেশে উৎপাদিত প্রচলিত সবজির বিশ্ববাজারে রপ্তানির দুয়ার উন্মোচিত হয়েছে। এরই মধ্যে সুপারশপ স্বপ্ন হংকং, লন্ডনে সবজি ও ফল রপ্তানি শুরু করেছে।
দক্ষিণ এশিয়ার মধ্যে স্বপ্ন প্রথম রিটেইলার যারা গ্লোবাল গ্যাপের মেম্বারশিপ অর্জন করেছে। এরই ধারাবাহিকতায়, ২০১৮ সাল থেকে যশোর জেলার হরিবতপুর ইউনিয়নের কৃষকের সঙ্গে গ্যাপ প্রোটোকল মেনে সবজি উৎপাদনের কাজ শুরু করে স্বপ্ন। পাশাপাশি এই সব সবজি বাজারজাতের জন্য শুদ্ধ নামক একটি প্রাইভেট লেভেল ব্যান্ড প্রতিষ্ঠা করে। দীর্ঘ প্রশিক্ষণ, প্রস্তুতি আর পরীক্ষা শেষে চলতি বছরে এপ্রিলে শুদ্ধ’র ৫০ জন কৃষক এবং তাদের উৎপাদিত ৭টি ফসল গ্লোবাল গ্যাপের সনদ লাভ করে।
যশোর অঞ্চলে শুদ্ধ’র গ্লোবাল গ্যাপ স্বীকৃত সবজি খামার পরিদর্শনে ও এই উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত কৃষকদের সঙ্গে সম্প্রতি সৌজন্য সাক্ষাৎ করলেন ইউএসএআইডির ডেপুটি মিশন ডিরেক্টর র্যান্ডি আলী। এ সময় স্বপ্ন’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির, বিজনেস ডিরেক্টর সোহেল তানভীর খান এবং হেড অব বিজনেস (প্রোটিন অ্যান্ড পেরিশেবলস) মো: মাহাদী ফয়সাল।
স্বপ্ন’র নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির এ প্রসঙ্গে বলেন, কৃষক এবং ক্রেতার সংযোগ সেতুর নাম স্বপ্ন। নিরাপদ খাদ্যের সংজ্ঞার মধ্যে পড়ে স্বচ্ছতা। কি কীটনাশক ব্যবহৃত হচ্ছে তার অবশেষ যাতে ফসলে না থাকে, তার জন্য প্রয়োজনীয় পিএইচআই মানা হচ্ছে কিনা তা গুরুত্বপূর্ণ। গ্লোবাল গ্যাপ সার্টিফিকেশন একটি বিশ্বমানের অর্জন, যা প্রমাণ করে এই স্বচ্ছতা। ধন্যবাদ ইউএসএআইডিকে, আমাদের এ প্রয়াসের সঙ্গে সব সময় পাশে থাকার জন্য।
স্বপ্ন’র হেড অব বিজনেস (প্রোটিন অ্যান্ড পেরিশেবলস) মো: মাহাদী ফয়সাল জানান, শুদ্ধ’র এই ৭টি ফসলের জন্য ৭টি আলাদা গ্যাপ নম্বর (Global G.A.P Number (GGN) আছে, যা দিয়ে দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে যে কেউ এই ৭টি ফসলের উপাদান সম্পৃক্ত সকল তথ্য জানতে পারবেন। যেমন কে উৎপাদন করেছে? কী কী প্ল্যান্ট মেডিসিন কোন মাত্রায় ব্যবহার হয়েছে? আরও অনেক কিছু। এক কথায় নিরাপদ কৃষি ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে যা যা লাগে সবই।
মো: মাহাদী ফয়সাল আরও বলেন, বাংলাদেশে উৎপাদিত সবজি এখন ইউরোপ কিংবা আমেরিকার হাই মার্কেটে প্রতিযোগিতা করতে পারবে। যশোর হরিবতপুর ইউনিয়নের কৃষকেরা স্বপ্ন এবং শুদ্ধ’র এই অর্জনের মাধ্যমে সত্যিকার অর্থে বাংলাদেশে উৎপাদিত প্রচলিত সবজির বিশ্ববাজারে রপ্তানির দুয়ার উন্মোচিত হয়েছে। এরই মধ্যে সুপারশপ স্বপ্ন হংকং, লন্ডনে সবজি ও ফল রপ্তানি শুরু করেছে।
আন্তর্জাতিক বাজারে শক্ত অবস্থান তৈরি করছে ভুটানের কৃষি খাত। ভারত-বাংলাদেশের মতো প্রধান অংশীদার ছাড়াও আরও ১৭টি দেশে কৃষিপণ্য রপ্তানি করছে দেশটি। আন্তর্জাতিক বাজার ধরতে ভুটানের প্রধান হাতিয়ার দেশটিতে প্রাকৃতিকভাবে উৎপাদিত কর্ডিসেপস। কর্ডিসেপস হলো এক ধরনের ভেষজ ছত্রাক বা মাশরুম, যা নানা রোগের নিরাময়কার
৩ ঘণ্টা আগেসুইজারল্যান্ডের বেসরকারি ব্যাংক ইএফজি লন্ডনে একটি নতুন একটি টিম গঠন করছে। এই টিম গঠনের লক্ষ্য এশিয়ার ধনকুবেরদের বিনিয়োগ আকৃষ্ট করা। এই উদ্যোগ এমন এক সময়ে নেওয়া হলো, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তের কারণে বাণিজ্য যুদ্ধ ও ভূ-রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। এর ফলে, এশিয়ার গ্রাহকেরাও তাদের
৩ ঘণ্টা আগেভারতের অন্যান্য অংশে গত ডিসেম্বরেই চালের দাম কমেছিল। কিন্তু বাংলাদেশে বেসরকারিভাবে রপ্তানি চালু থাকায় পূর্বাঞ্চলে দাম বেশি ছিল।
৫ ঘণ্টা আগেপুঁজিবাজারে একাধিক নজিরবিহীন অস্বাভাবিকতার মধ্যে নতুন করে আলোচনায় এসেছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন পিএলসি। মাত্র ১২ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের দাম দ্বিগুণের কাছাকাছি বৃদ্ধি পেয়েছে। এ সময় শেয়ারের দৈনিক লেনদেন বেড়েছে ২০ গুণের বেশি।
৮ ঘণ্টা আগে