Ajker Patrika

ফরিদপুরে প্রান্তিক কৃষকদের সার বিতরণ শীর্ষক মতবিনিময় সভা

বিজ্ঞপ্তি
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মো. ফজলুর রহমান গত শনিবার (৫ জুলাই) ফরিদপুর জেলার সার ডিলারদের সঙ্গে ‘সুষ্ঠু সার বিতরণ’ শীর্ষক এক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন। এ সময় তিনি ফরিদপুরে সার বিতরণের সুবিধার্থে এক মাসের মধ্যে নতুন বাফার গুদামের নির্মাণকাজ শুরু করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন।

বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন, ফরিদপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিআইসি চেয়ারম্যান। মতবিনিময় সভায় তিনি বলেন, নতুন সার কারখানা নির্মাণ করে দেশের কারখানাগুলোতে সার উৎপাদনের মাধ্যমে আমদানিনির্ভরতা কমিয়ে বৈদেশিক অর্থ সাশ্রয় করতে হবে। তিনি আরও বলেন, জেলায় বৈচিত্র্যময় কৃষি আবাদ হওয়ায় পর্যাপ্ত সারের চাহিদা রয়েছে। পাট ও পেঁয়াজের এই বৃহত্তর জেলায় প্রয়োজনীয় সার সরবরাহের ব্যবস্থা নেওয়া হবে, তবে ফসলে সঠিক পরিমাণ সার ব্যবহার করতে হবে। অধিক সারে অধিক ফলন—এমন ভুল ধারণা থেকে কৃষকদের বেরিয়ে আসার আহ্বান জানান তিনি।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন বিসিআইসির পরিচালক (বাণিজ্যিক) ও যুগ্ম সচিব মো. মনিরুজ্জামান, পরিচালক (পরিকল্পনা ও বাস্তবায়ন) মো. দেলোয়ার হোসেন, ঊর্ধ্বতন মহাব্যবস্থাপক (বিপণন), জেলার অতিরিক্ত পুলিশ সুপার, উপপরিচালক, কৃষি সম্প্রসারণ ও সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা। এ সময় বিসিআইসির ঊর্ধ্বতন কর্মকর্তা, ফরিদপুর জেলার নয়টি উপজেলার নির্বাহী কর্মকর্তা, কৃষি কর্মকর্তারাসহ সার ডিলারেরা উপস্থিত ছিলেন।

চেয়ারম্যান ফরিদপুর জেলার প্রান্তিক কৃষক পর্যায়ে সুষ্ঠু সার বিতরণে সার ডিলারদের সহযোগিতা এবং সার নিয়ে কোনো পক্ষ যেন কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, সেদিকে নজর রাখতে স্থানীয় জেলা প্রশাসনকে নির্দেশনা দেন।

এর আগে তিনি ফরিদপুর জেলায় ১০ হাজার টন ধারণক্ষমতা সম্পন্ন নতুন বাফার গুদাম নির্মাণের জন্য নির্ধারিত জায়গা এবং বিসিআইসি বাফার গুদামে সার গ্রহণ, সরবরাহ ও মজুত ব্যবস্থাপনা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বাফার গুদামের রাস্তা দ্রুত সংস্কার করার পরামর্শ দেন এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত