Ajker Patrika

মাইওয়ান গ্রুপের চেয়ারম্যানের উদ্যোগে আলমডাঙ্গায় বিনা মূল্যে চিকিৎসা সেবা

মাইওয়ান গ্রুপের চেয়ারম্যানের উদ্যোগে আলমডাঙ্গায় বিনা মূল্যে চিকিৎসা সেবা

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার আইলহাঁস ইউনিয়ন পরিষদে দুস্থ রোগীদের মধ্যে বিনা মূল্যে ওষুধ ও বিভিন্ন চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। মিনিস্টার মাইওয়ান গ্রুপের চেয়ারম্যান এম এ রাজ্জাক খান রাজ সিআইপি’র উদ্যোগে সম্প্রতি এই চিকিৎসা সেবা দেওয়া হয়।

আইলহাঁস ইউনিয়ন পরিষদে স্বাস্থ্য ক্যাম্পেইনে ৩৮৯ জন রোগীকে বিভিন্ন স্বাস্থ্য সেবা দেওয়া হয়। এই সেবা পর্যায়ক্রমে চুয়াডাঙ্গার প্রতিটি ইউনিয়নে ছড়িয়ে দেওয়া হবে। প্রায় পাঁচ বছর ধরে চুয়াডাঙ্গাবাসীর স্বাস্থ্য সেবা উন্নয়নের জন্য ‘ইউনিয়নভিত্তিক স্বাস্থ্য সেবা’ কার্যক্রম চালু হয়েছে।

এ বিষয়ে রাজ্জাক খান রাজ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন স্মার্ট বাংলাদেশ গড়ার। সে লক্ষ্যকে সামনে রেখে এবং তার হাতকে শক্তিশালী করতে কাজ করে যাচ্ছি। আমি নেত্রীর নির্দেশে চুয়াডাঙ্গাবাসীর সার্বিক উন্নয়নে অবিরাম কাজ করে চলেছি। চুয়াডাঙ্গাবাসীর উন্নয়নকাজেরই একটি অংশ চুয়াডাঙ্গার প্রান্তিক জনগণের স্বাস্থ্য সেবার উন্নয়ন। প্রান্তিক জনগণের দোরগোড়ায় স্বাস্থ্য সেবা পৌঁছে দিতেই এই উদ্যোগ।’

আলমডাঙ্গার আইলহাঁস ইউনিয়ন পরিষদের স্বাস্থ্য ক্যাম্পেইনে সেবা নিতে আসা একজন রোগী বলেন, ‘আমি অনেক দিন ধরে বিভিন্ন রোগে আক্রান্ত, খরচের ভয়ে চিকিৎসা করাতেও যাইনি কখনো। ঘরে চাল থাকে না যেখানে সেখানে ওষুধ কেনা বিলাসিতা। এম এ রাজ্জাক খান রাজের এই মহান উদ্যোগে আমি নিজ গ্রামেই বিনা মূল্যে সকল প্রকার টেস্ট করিয়ে ডাক্তার দেখাতে পেরেছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

যুক্তরাষ্ট্রে প্রায় ৫ হাজার শিক্ষার্থীর ভিসা বাতিল, বেশির ভাগই ভারতীয়, আছে বাংলাদেশিও

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত