Ajker Patrika

ডলারের উচ্চমূল্যের পরও ২৫০ কোটি টাকা মুনাফা ওয়ালটনের

ডলারের উচ্চমূল্যের পরও ২৫০ কোটি টাকা মুনাফা ওয়ালটনের

বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা মধ্যেও চলতি অর্থ বছরের প্রথম ৯ মাসে (জুলাই ২০২২ থেকে মার্চ ২০২৩) ২৫০ কোটি টাকা মুনাফা করেছে ওয়ালটন। কোম্পনিটির সর্বশেষ প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

তবে ডলারের উচ্চমূল্যের কারণে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসিকে বড় অঙ্কের মুনাফা বিসর্জন দিতে হয়েছে। চলতি বছরের হিসাবে কোম্পানিটির বৈদেশিক মুদ্রার বিনিময় ক্ষতি দাঁড়িয়েছে ৩৯২ দশমিক ৭৪ কোটি টাকা। আগের বছর এর পরিমাণ ছিল মাত্র ৪৪ দশমিক ১৮ কোটি টাকা। একই সময়ে কোম্পানির মোট আর্থিক ব্যয় হয়েছে ৬০৪ দশমিক ৭৯ কোটি টাকা। আগের বছর এর পরিমাণ ছিল মাত্র ১৪৯ দশমিক ৬০ কোটি টাকা। অর্থাৎ ওয়ালটনের ব্যবসায় সুবাতাস বইলেও কোম্পানিটির মুনাফার বড় অংশ গেছে ডলারের পেটে।

এ নিয়ে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চিফ ফিনান্সিয়াল অফিসার ওমর ফারুক রিপন জানান, ডলারের দাম না বাড়লে এই সময়ে কোম্পানিটির মুনাফা হতো প্রায় ৬২২ কোটি টাকা। আর শেয়ার প্রতি আয় (ইপিএস) হতো প্রায় ২১ টাকা।

বাজার বিশ্লেষকদের মতে, যেহেতু ওয়ালটন দেশের ইলেকট্রনিক্স খাতের জায়ান্ট প্রতিষ্ঠান, সেহেতু চতুর্থ প্রান্তিকে প্রতিষ্ঠানটির মুনাফা আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ গরম এবং ঈদে দেশে ইলেকট্রনিক্স পণ্যের চাহিদা ও বিক্রি অনেক বেড়ে যায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত