Ajker Patrika

জাহাজ নির্মাণশিল্পের জন্য বাংলাদেশ ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের চুক্তি

জাহাজ নির্মাণশিল্পের জন্য বাংলাদেশ ব্যাংক ও ব্র্যাক ব্যাংকের চুক্তি

জাহাজ নির্মাণশিল্পে বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন স্কিমের জন্য অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে ব্র্যাক ব্যাংক। গত ২৫ জানুয়ারি ঢাকায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর হয়।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ কে এম সাজেদুর রহমান খান, বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইড সুপারভিশনের ডিরেক্টর আরিফ হোসেন খান ও ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর. এফ. হোসেন। 

এ ছাড়া ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. আনোয়ারুল ইসলাম এবং ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড হেড অব করপোরেট ব্যাংকিং তারেক রেফাত উল্লাহ খান। 

জাহাজ শিল্পকে সহায়তার পাশাপাশি এর দীর্ঘস্থায়ী উন্নয়ন নিশ্চিত করা, রপ্তানি আয় ও কর্মসংস্থান বাড়ানো এবং ধীরে ধীরে আমদানি নির্ভরতা কমানোর লক্ষ্যে ‘জাহাজ নির্মাণ শিল্পের জন্য পুনঃঅর্থায়ন স্কিম’ নামে দুই হাজার কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক। সরকারের ‘জাহাজ নির্মাণ শিল্প উন্নয়ন নীতিমালা-২০২ অনুযায়ী এই পুনঃঅর্থায়ন স্কিম চালু করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত