Ajker Patrika

এইচবিআরআই কর্মচারী ইউনিয়নের কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি  
Thumbnail image
এইচবিআরআই কর্মচারী ইউনিয়নের কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের (এইচবিআরআই) কর্মচারী ইউনিয়নের কার্যকরী কমিটির নির্বাচন (২০২৫-২৬) অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার এইচবিআরআইয়ের মহাপরিচালক মো. আশরাফুল আলম এবং বিভাগীয় শ্রম অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ফিরোজুর রহমানের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার, সহকারী নির্বাচন কমিশনারদের তত্ত্বাবধানে জাঁকজমকপূর্ণ পরিবেশে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

নিরপেক্ষভাবে এইচবিআরআই কর্মচারী ইউনিয়নের (সিবিএ) নির্বাচনে মো. রফিকুল ইসলাম টুটুল-মো. মিরাজ হোসেন পরিষদ নিরঙ্কুশ বিজয়ী হয়েছে। বিজয়ী পরিষদের সদস্যরা হলেন সভাপতি মো. রফিকুল ইসলাম টুটুল, সহসভাপতি মো. আতাউর রহমান, সাধারণ সম্পাদক মো. মিরাজ হোসেন, সহসাধারণ সম্পাদক এইচ এম নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. তুষার ইমরান, সাংগঠনিক সম্পাদক মো. সৈয়দ হোসেন, প্রচার সম্পাদক শাহীনুল ইসলাম শাহীন, দপ্তর সম্পাদকমাসুদ রানা।

নির্বাচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইচবিআরআইয়ের মহাপরিচালক মো. আশরাফুল আলম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. ফিরোজুর রহমান, সহকারী পরিচালক বিভাগীয় শ্রম দপ্তর, ঢাকা। নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন মো. আনোয়ার হোসেন। নির্বাচনে অধিকাংশ ভোটার অংশগ্রহণ করেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. আশরাফুল আলম, মহাপরিচালক নির্বাচিত প্রতিনিধিদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে স্মরণ করিয়ে দেন এবং ইউনিয়নের সদস্যদের সেবায় তাঁদের প্রতিশ্রুতি পূরণের আহ্বান জানান। নবনির্বাচিত প্রতিনিধিরা তাঁদের দায়িত্ব পালনে প্রতিষ্ঠানের কল্যাণ নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

নির্বাচনটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সফলভাবে সম্পন্ন হয় এবং ইউনিয়নের নবগঠিত কার্যনির্বাহী পরিষদের সভাপতি উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত