Ajker Patrika

বন্যার্তদের পাশে দাঁড়াল এশিয়াটিক থ্রিসিক্সটি পরিবার

আপডেট : ২৬ আগস্ট ২০২৪, ১৭: ১০
বন্যার্তদের পাশে দাঁড়াল এশিয়াটিক থ্রিসিক্সটি পরিবার

বাংলাদেশে ভয়াবহ বন্যার ফলে অসংখ্য মানুষ তাদের ঘরবাড়ি হারিয়েছে। তারা খাদ্য, পানি ও চিকিৎসাসেবার সংকটে পড়েছে। এই বিপর্যয়ের সময়ে মানবিক দায়িত্ববোধ থেকে অনেকের মতো এশিয়াটিক থ্রিসিক্সটি পরিবারও তাদের পাশে দাঁড়িয়েছে। 

‘আসুন বন্যার্তদের পাশে দাঁড়াই, মানুষ বাঁচাই’—এই আহ্বান নিয়ে, এশিয়াটিক থ্রিসিক্সটি পরিবারের সব সদস্য তাঁদের এক দিনের বেতন দিয়ে তহবিল গঠন করেন এবং সে সঙ্গে গ্রুপের প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকেও যোগ করা হয় তার সমান অংশ। এরপর বন্যার্তদের খাদ্য, পানি, চিকিৎসা এবং অন্যান্য জরুরি প্রয়োজন মেটানোর লক্ষ্যে এই পুরো অর্থই পৌঁছে দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে। 

এশিয়াটিক থ্রিসিক্সটি সব সময়ই সমাজের কল্যাণে নিবেদিত এবং জাতির বিভিন্ন দুর্যোগপূর্ণ সময়ে তারা সক্রিয় সহযোগীর ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠানটির বিশ্বাস, এমন সহযোগিতা বন্যার্তদের অসুবিধা কিছুটা হলেও লাঘব করে তাদের জীবনযাত্রার পুনর্গঠনে সহায়ক হবে। 

এই মানবিক উদ্যোগের মাধ্যমে এশিয়াটিক থ্রিসিক্সটি অন্যদেরকেও অনুপ্রাণিত করতে চায়, যাতে সবাই একত্রিত হয়ে বিপন্ন মানুষের পাশে দাঁড়াতে পারে। 

এশিয়াটিক থ্রিসিক্সটি হলো বিপণন, যোগাযোগ ও বিজ্ঞাপনী প্রতিষ্ঠান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত