Ajker Patrika

নেপালে আকিজ প্লাস্টিকসের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত

নেপালে আকিজ প্লাস্টিকসের পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত

বাংলাদেশের অন্যতম শিল্প পরিবার আকিজ গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আকিজ প্লাস্টিকস লিমিটেড নেপালের রাজধানী কাঠমান্ডুতে পরিবেশক সম্মেলন করেছে। এতে ৫ শতাধিক পরিবেশকসহ প্রায় ৭০০ জনের প্রতিনিধি অংশ নেন। 

 ১৮ থেকে ২২ আগস্ট আকিজ প্লাস্টিকসের ভ্রমণ সূচি থাকে। এতে ২০ আগস্ট কাঠমান্ডুর ইয়ক অ্যান্ড ইয়াতি হোটেলের রয়্যাল গ্র্যান্ড কনফারেন্স হলে আকিজ প্লাস্টিকস অ্যান্ড পাইপস্ ‘অ্যাচিভার্স সামিট ২০২৩’ অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে আকিজ গ্রুপের চেয়ারম্যান সেখ নাসিরউদ্দিন বলেন, ‘দেশের সীমানা পেরিয়ে আকিজ প্লাস্টিকসের বিশ্বমানের প্লাস্টিক সামগ্রী বর্তমানে ভারত, সৌদি আরব এবং সুদানে রপ্তানি হচ্ছে। চলতি অর্থবছরে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের বাজারে ১০ মিলিয়ন মার্কিন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা রয়েছে।’ 

আকিজ গ্রুপের সিইও সেখ আজরাফউদ্দিন বলেন, ‘প্লাস্টিক পণ্যের ক্ষেত্রে আকিজ শুধু বাংলাদেশের সেরা ব্র্যান্ড নয়; আন্তর্জাতিকভাবে বড় ব্রান্ডের স্বীকৃতির দাবিদার-আর সেই অভীষ্ট লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। বিদেশের মাটিতে এত বিপুলসংখ্যক পরিবেশকদের নিয়ে সম্মেলন এরই ইঙ্গিত বহন করে।’ 

চারটি চার্টারড বিমানে আগত অতিথিদের পুরো ভ্রমণের পরিব্যক্তিতে নেপাল টুরিজম বোর্ডের সিইও এয়ারপোর্টে আকিজ গ্রুপের চেয়ারম্যান এবং সিইওসহ নেপালে আগত সব অংশগ্রহণকারীদের গ্র্যান্ড অভ্যর্থনা দিয়ে স্বাগত জানান। নেপালে বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি, বিমান বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ২০ তারিখে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত থেকে আকিজ গ্রুপের সাফল্য কামনা করেন। 

আকিজ প্লাস্টিকসের পরিবেশক সম্মেলনের অনুষ্ঠান উপস্থাপন করেন আকিজ গ্রুপের হেড অফ মার্কেটিং তারিক রায়হান মিঠু। উপস্থিত ছিলেন আকিজ প্লাস্টিকসের হেড অব অপারেশনস মিনহাজ বিন মিজান, আকিজ প্লাস্টিকসের হেড অব সেলস শহিদুল ইসলাম, আকিজ প্লাস্টিকসের হেড অব করপোরেট সেলস আতিকুর রহমান, আকিজ পাইপসের হেড অব অপারেশনস পরিতোষ মিত্র, আকিজ পাইপসের হেড অব সেলস ফজলুল হক মোল্লাসহ অনেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

ভারত-পাকিস্তান যুদ্ধ: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, ভারতে ১০

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এনসিপি নেতা সারওয়ার তুষারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের নিষ্পত্তি হয়নি: শহিদুল আলম

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত