Ajker Patrika

বুয়েট গ্র্যাজুয়েটস ক্লাবে লাফার্জহোলসিমের সেমিনার অনুষ্ঠিত

বিজ্ঞপ্তি
আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ১০: ২৫
Thumbnail image

লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড এবং বাংলাদেশ প্রফেশনাল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে ‘ডিটারমিনেশন অ্যান্ড চ্যালেঞ্জেস অব পাইল ক্যাপাসিটি ইন লিকুইফাইয়েবল সয়েল’ শিরোনামে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি রাজধানীর বনানীতে অবস্থিত বুয়েটের গ্র্যাজুয়েটস ক্লাবে আয়োজিত এই সেমিনারে দেশের প্রখ্যাত স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা অংশ নেন। 

সেমিনারে নরম মাটিতে টেকসই অবকাঠামো নির্মাণ সমাধান বিষয়ে আলোকপাত করা হয়। বুয়েটের সাবেক অধ্যাপক জাহাঙ্গীর আলম সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং নরম মাটিতে নির্মাণকাজে স্ট্রাকচারাল ডিজাইনে আবশ্যকীয় পরিবর্তনগুলো তুলে ধরেন। 

মূল প্রবন্ধ উপস্থাপন শেষে একটি বিশেষ প্যানেল ডিসকাশনে অংশ নেন রাজউকের প্রধান প্রকৌশলী আব্দুল লতিফ হেলালী, বুয়েটের সাবেক অধ্যাপক ফখরুল আমিন, এমআইএসটির অধ্যাপক লে. কর্নেল খন্দকার শাকিল আহমেদ, বুয়েটের সাবেক অধ্যাপক মাইনুল ইসলাম এবং ইন্টার স্পেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল হোসেন চৌধুরী। আলোচনায় তাঁরা নরম মাটিতে অবকাঠামো নির্মাণে তাদের মূল্যবান অভিজ্ঞতা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা তুলে ধরেন। 

লাফার্জহোলসিমের পক্ষে টেকসই নির্মাণে কোম্পানির উদ্যোগ ও পণ্য সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন কোম্পানির হেড অব টেকনিক্যাল সার্ভিসেস ফখরুদ্দীন মোহাম্মদ খান। 

সেমিনারে লাফার্জহোলসিমের লজিস্টিকস অ্যান্ড প্রকিউরমেন্ট ডিরেক্টর মোহাম্মদ মাহফুজুল হক, হেড অব হেলথ-সেফটি অ্যান্ড এনভায়রনমেন্ট আব্দুল মতিন, ঢাকার রিজিওনাল সেলস ম্যানেজার আনোয়ার হোসেন এবং ডিজিএম বিজনেস ডেভেলপমেন্ট ফারজানা এহসান উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টুঙ্গিপাড়া থানা-পুলিশকে নিরাপত্তা দিতে রাতভর সেনাবাহিনীর পাহারা

গণ-অভ্যুত্থান ও পরবর্তী পরিস্থিতি নিয়ে যা বললেন সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম

বগুড়ায় আওয়ামী লীগের পাঁচ নেতা-কর্মী গ্রেপ্তার

ব্যবসা গুটিয়ে নিচ্ছেন সিরামিক শিল্পের মালিকেরা

ভারতকে নিয়ে বাংলাদেশসহ প্রতিবেশীদের এত সন্দেহ কেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত