নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দীর্ঘ গবেষণার পর দেশে প্রথমবারের মতো উচ্চশক্তি ও সর্বোচ্চ নিরাপত্তাসম্পন্ন নতুন রডের উৎপাদন শুরু করেছে জিপিএইচ ইস্পাত। প্রতিষ্ঠানটির দাবি, বাংলাদেশে এই প্রথম বিশ্বসেরা কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেস প্রযুক্তিতে তৈরি হচ্ছে স্টিল রি-বার রড। পাশাপাশি এতে নিশ্চিত করা হয়েছে আন্তর্জাতিক সব গুণগত মান। রাজধানীর একটি হোটেলে গতকাল শনিবার ৬০০ গ্রেডের এই রড বাজারজাত করার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
স্টিল রি-বার ধরনের রড বাজারের যেকোনো রডের তুলনায় বেশি শক্তিশালী। এটির ব্যবহারে সর্বোচ্চ ৩০ শতাংশ কম রঙের প্রয়োজন হবে। এটি পরিবহনে খরচ শ্রম ও ক্রেনের খরচও তুলনামূলক কম। এ ধরনের রডের ব্যবহারে কলামের সেকশন সাইজ কমিয়ে ফ্লোরের স্পেস বাড়ানো সম্ভব। ভবন নির্মাণে এটির ব্যবহারে স্ট্র্যাকচারে রি-বারের কনজেশন কমার ফলে কনস্ট্রাকশনের মান আরও উন্নত হবে ও বিল্ডিংয়ের ডেড লোড কমাবে। এর ভার বহন ও সাইক্লিক লোডিং সক্ষমতাও বেশি। ফলে ভূমিকম্পেও স্থাপনা থাকবে অধিক নিরাপদ। পরিবেশদূষণ কমাতেও সহায়ক ভূমিকা রাখবে রডটি।
বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অধ্যাপক ড. রাকিব আহসানের নেতৃত্বে বুয়েটের পুরকৌশল বিভাগ রডটির স্ট্রাকচারাল পারফরম্যান্স নিয়ে গবেষণা করেছে। এ প্রসঙ্গে ড. রাকিব বলেন, ‘পুরকৌশল বিভাগের গবেষণায় দেখা যায়, কলাম ও বিমের প্র্যাকটিক্যাল টেস্ট থেকে পাওয়া ফলাফল সেফটি মার্জিন ধরে করা থিওরিটিক্যাল ক্যালকুলেশন থেকে প্রাপ্ত ফলাফলের চেয়ে বেশি।’
অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ অনেকে উপস্থিত ছিলেন।
দীর্ঘ গবেষণার পর দেশে প্রথমবারের মতো উচ্চশক্তি ও সর্বোচ্চ নিরাপত্তাসম্পন্ন নতুন রডের উৎপাদন শুরু করেছে জিপিএইচ ইস্পাত। প্রতিষ্ঠানটির দাবি, বাংলাদেশে এই প্রথম বিশ্বসেরা কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেস প্রযুক্তিতে তৈরি হচ্ছে স্টিল রি-বার রড। পাশাপাশি এতে নিশ্চিত করা হয়েছে আন্তর্জাতিক সব গুণগত মান। রাজধানীর একটি হোটেলে গতকাল শনিবার ৬০০ গ্রেডের এই রড বাজারজাত করার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।
স্টিল রি-বার ধরনের রড বাজারের যেকোনো রডের তুলনায় বেশি শক্তিশালী। এটির ব্যবহারে সর্বোচ্চ ৩০ শতাংশ কম রঙের প্রয়োজন হবে। এটি পরিবহনে খরচ শ্রম ও ক্রেনের খরচও তুলনামূলক কম। এ ধরনের রডের ব্যবহারে কলামের সেকশন সাইজ কমিয়ে ফ্লোরের স্পেস বাড়ানো সম্ভব। ভবন নির্মাণে এটির ব্যবহারে স্ট্র্যাকচারে রি-বারের কনজেশন কমার ফলে কনস্ট্রাকশনের মান আরও উন্নত হবে ও বিল্ডিংয়ের ডেড লোড কমাবে। এর ভার বহন ও সাইক্লিক লোডিং সক্ষমতাও বেশি। ফলে ভূমিকম্পেও স্থাপনা থাকবে অধিক নিরাপদ। পরিবেশদূষণ কমাতেও সহায়ক ভূমিকা রাখবে রডটি।
বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের অধ্যাপক ড. রাকিব আহসানের নেতৃত্বে বুয়েটের পুরকৌশল বিভাগ রডটির স্ট্রাকচারাল পারফরম্যান্স নিয়ে গবেষণা করেছে। এ প্রসঙ্গে ড. রাকিব বলেন, ‘পুরকৌশল বিভাগের গবেষণায় দেখা যায়, কলাম ও বিমের প্র্যাকটিক্যাল টেস্ট থেকে পাওয়া ফলাফল সেফটি মার্জিন ধরে করা থিওরিটিক্যাল ক্যালকুলেশন থেকে প্রাপ্ত ফলাফলের চেয়ে বেশি।’
অনুষ্ঠানে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, জিপিএইচ গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ জাহাঙ্গীর আলমসহ অনেকে উপস্থিত ছিলেন।
দীর্ঘ ১২ বছর পর দেশের নিট গার্মেন্টস মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) ২০২৫–২৭ সালের কমিটি গঠন করতে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
৫ ঘণ্টা আগেবৈশ্বিক অর্থনীতিতে বিরূপ প্রভাব ফেলা বাণিজ্যযুদ্ধ বন্ধের একটি প্রাথমিক পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্র ও চীনের উচ্চপদস্থ কর্মকর্তারা সুইজারল্যান্ডের জেনেভায় আলোচনা শুরু করেছেন। চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ও আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা এই খবর নিশ্চিত করেছেন।
৮ ঘণ্টা আগেভারতের আপত্তি সত্ত্বেও পাকিস্তানের জন্য ১ বিলিয়ন ডলার ঋণ ছাড় করেছে আইএমএফ এবং নতুন করে ১.৪ বিলিয়ন ডলারের জলবায়ু সহনশীলতা কর্মসূচিও অনুমোদন দিয়েছে। কাশ্মীরের সাম্প্রতিক হামলার প্রেক্ষিতে উত্তেজনা বাড়লেও এই অর্থ ছাড় পাকিস্তান-ভারত সম্পর্ক ও আন্তর্জাতিক ঋণ রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে।
৮ ঘণ্টা আগেভারতের তীব্র আপত্তি সত্ত্বেও আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) পাকিস্তানকে চলমান এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটির (ইএফএফ) আওতায় এক বিলিয়ন ডলার তৎক্ষণাৎ বিতরণের অনুমোদন দিয়েছে। ভারতের অভিযোগ, এ অর্থ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সীমান্তে সন্ত্রাসবাদে ব্যবহৃত হতে পারে।
১৫ ঘণ্টা আগে