Ajker Patrika

ঢাবি শিক্ষার্থীর পাশে এনআরবিসি ব্যাংক

বিজ্ঞপ্তি
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৩, ১৮: ৩০
Thumbnail image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষের ‘খ’ ইউনিটে দ্বিতীয় স্থান অর্জন করা সারজানা আক্তার লিমানাকে আর্থিক সহায়তা দিয়েছে এনআরবিসি ব্যাংক। সম্প্রতি লিমানার হাতে সহায়তার চেক তুলে দেন ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তমাল।

ব্যাংকের করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিলের আওতায় অনুদান দেওয়া হয়েছে লিমানাকে। তাঁকে মাসিক বৃত্তি দেওয়ারও ঘোষণা দেন ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী গোলাম আউলিয়া, কোম্পানি সচিব মোহাম্মদ আহসান হাবিব, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নাজমুন নাহারসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

চট্টগ্রামের সীতাকুণ্ডের বর্গাচাষি মো. জহুরুর আলমের মেয়ে সারজানা জেএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন। অল্প বয়সে মাতৃহারা লিমানা বাবার অভাবের সংসারে কষ্টের মধ্যেও লেখাপড়া চালিয়ে যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি হওয়ার পরও আর্থিক অসচ্ছলতার কারণে লেখাপড়া চালিয়ে যাওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েন তিনি।

চেয়ারম্যান এস এম পারভেজ তমাল জানান, এনআরবিসি ব্যাংক শিক্ষা ও গবেষণার উন্নয়নে কাজ করে যাচ্ছে। দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ও অবকাঠামোর উন্নয়নে আর্থিক অনুদান প্রদান করে থাকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত