Ajker Patrika

ই-কমার্স নিয়ে সুপারিশ চূড়ান্ত

নিজস্ব প্রতিবেদক ঢাকা
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১৭: ১০
ই-কমার্স নিয়ে সুপারিশ চূড়ান্ত

দেশের ই-কমার্স খাতে শৃঙ্খলা ফেরাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গঠিত কমিটি তাদের প্রতিবেদন চূড়ান্ত করেছে। মঙ্গলবার সচিবালয়ে এই কমিটির তৃতীয় ও শেষ বৈঠক শেষে এ তথ্য জানানো হয়। আগামী বুধবার এই প্রতিবেদন মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে বলে জানিয়েছেন কমিটির সভাপতি ও বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এইচ এম সফিকুজ্জামান। 

সফিকুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের ই-কমার্স নিয়ে যে কাজগুলো করতে বলা হয়েছিল, আজকের বৈঠকে সেই কাজগুলো চূড়ান্ত করেছি আমরা। আমাদের রিপোর্টটা কাল কেবিনেটে পাঠানো হবে।’ 

এসক্রোতে আটকে থাকা টাকার বিষয়ে সফিকুজ্জামান জানান, জুলাই মাসের পর থেকে ২১৪ কোটি টাকা এসক্রো সিস্টেমে আটকা পড়েছে। এর মধ্যে কিছু লেনদেনের ঘটনায় মামলা চলছে। মামলার বাইরে যে টাকাগুলো আছে, সেগুলো ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা হবে। গ্রাহক এবং বিক্রেতাদের অ্যাকাউন্টে তা পৌঁছে যাবে। তবে টাকা ফেরত দিতে আইন মন্ত্রণালয়ের পরামর্শ দরকার হবে বলেও জানান তিনি। এ বিষয়ে জননিরাপত্তা বিভাগ ও সিআইডিকে চিঠি দেওয়া হয়েছে। তাদের জবাব পাওয়ার পর টাকা ফেরত দেওয়া শুরু হবে বলে জানান তিনি। 

গত ১২ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সফিকুজ্জামানের নেতৃত্বে এই কমিটি গঠন করে দেয় মন্ত্রিপরিষদ বিভাগ। ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে নিবন্ধনের আওতায় নিয়ে আসা, অভিযোগ ওঠা ই-কমার্স প্রতিষ্ঠানগুলোর আর্থিক লেনদেনের তথ্য এবং মালিকানাধীন সম্পদের বিবরণ, ব্যাংক হিসাবের হালনাগদ তথ্য সংগ্রহ, গ্রাহকের টাকা ফেরতের পদ্ধতি নির্ধারণে সুপারিশমালা তৈরি করতে বলা হয়েছিল এই কমিটিকে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত